মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

সরকারি-বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩

২০২৩ সালের সরকারি-বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির প্রজ্ঞাপনের pdf তালিকা দেখুন।

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা)

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রনালয় এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর অধীনস্ত সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসার জন্য এই ছুটির তালিকাটি প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ছুটির তালিকা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকাটি ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগ কর্তৃক অনুমোদিত হয়।

দেশের তিনটি সরকারি মাদ্রাসা সহ বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার ক্ষেত্রে তালিকাটি প্রযোজ্য হবে।

এখানে ছুটির তালিকার পাশাপাশি মাদ্রাসার বার্ষিক শিক্ষাপঞ্জি, অর্ধ-বার্ষিক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়ছে।

আরো পড়ুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০

মাদ্রাসার প্রতিটি শ্রেণির শিক্ষাবর্ষ  হবে ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

প্রতিটি শ্রেণিতে দুটি পরীক্ষা, যেমন- অর্ধ-বাষিক ও বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।

এছাড়া দাখিল নির্বাচনী পরীক্ষার সময়সূচি বোর্ডের নির্দেশনা মেনে অনুষ্ঠিত হবে। মোট ১৬ দিবসের মধ্যে এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

অর্ধ-বাষিক পরীক্ষা নিতে হবে ৪ জুন থেকে ২৪ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে। ফলাফল প্রকাশ করতে হবে ১০ জুলাই।

বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। ২৮ ডিসেম্বরের ফলাফল প্রকাশ করতে হবে।

দাখিল নির্বাচনী পরীক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে গ্রহন ও ফলাফল প্রকাশ করতে হবে।  কোনক্রমেই পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা যাবে না। যদি প্রয়োজন হয়, তাহলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অনুমতি নিতে হবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং পরীক্ষার খাতা ১ বছর সংরক্ষণ করতে হবে।

সরকারি ও বেসরকারি মাদ্রাসা ছুটির তালিকা 2023 (PDF Download)

সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয়  ছুটি, শীতকালীন অবকাশ, প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি সহ মোট ৬৩ দিন প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে ৩ দিন।

কিছু ধর্মীয় দিবসের ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই এক্ষেত্রে ধর্মীয় ছুটির দিন-তারিখ পরিবর্তন হতে পারে।

জাতীয় দিবসে শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠান খোলা রেখে, উক্ত দিবস পালন ও তাৎপর্য উল্লেখ করে অনুষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

যেসব দিবসের জন্য মাদ্রাসা একটানা বন্ধ থাকবে

সরকারি-বেসরকারি মাদ্রাসায় একটানা ছুটি থাকবে যেসব দিবসের জন্য-

পবিত্র রমজান, মহান স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, লাইলাতুল-কদর, জুমাতুল-বিদ্যা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৭ কার্যদিবস মাদ্রাসা বন্ধ থাকবে। এই ছুটি চলবে ২২ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।

পবিত্র ঈদুল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ১০ কার্যদিবস মাদ্রাসা বন্ধ থাকবে। ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এই ছুটি চলমান থাকবে।

মহান বিজয় দিবস, ঈসা (আঃ) এর জন্মদিন ও শীতকালীন অবকাশের ছুটি থাকবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময় ১২ কার্য দিবস মাদ্রাসা বন্ধ থাকবে।

২০২৩ সালের সকল মাদ্রাসার ছুটির পিডিএফ তালিকার হুবহু কপি প্রতিবেদন যুক্ত করা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশিত হয়।

মাদ্রাসার ছুটি সহ অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের যুক্ত ছুটির তালিকা দেখুন।

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩

২০২৩ সালের মাদ্রাসা ছুটির তালিকা

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা সংরক্ষণ করতে চাইলে, ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন। এ বিষয়ে আরো জানার থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধের দিন)

Madrasha MPO Notice: মাদ্রাসা শিক্ষকদের এমপিও দেখার নিয়ম

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

Share This:

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 2 =