কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস এর চেক হস্তান্তর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার ঈদ বোনাস এর চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার ঈদ বোনাস এর চেক হস্তান্তর
সূচীপত্র...
দেশের এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার বোনাসের চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদ উৎসব ভাতার চেক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৯ জুন ২০২২ খ্রি. তারিখে কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার বোনাসের নোটিশ অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কারিগরির শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের ঈদ বোনাস অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ৪/৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদে ঈদ বোনাসের এমপিও শিট ও স্মারক নম্বর দেখুন।
আরো জানুন:
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর
এবতেদায়ী মাদ্রাসার বেতন ২০২২: এপ্রিল-জুন মাসের চেক ছাড়
কারিগরি ঈদ বোনাসের এমপিও শিট ২০২২ (Technical Eid Bonus MPO 2022)
কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১২৯৭, ১২৯৮, ১২৯৯ ও ১৩০০ তারিখ ২৮-৬-২০২২।
নিচের লিংক থেকে এমপিও শিটের কপি সংগ্রহ করুন।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/7683_File_Eidul_Azha_2022.html
২০২২ সালের কারিগরি ঈদ বোনাস সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)
Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন
তথ্যসূত্র:
Dear sir, what is the timetable of non government high school? Is it 10am to 4pm or 9am to 5pm. I am office assistant cum computer operator. For me is it 9am to 5pm or 10am to 4pm ? How could I open provident fund.? Please
প্রতিষ্ঠানের নির্ধারিত সময় অনুয়ায়ী অফিস করুন।