এমপিও আগস্ট ২০২১ (MPO August 2021): এমপিও প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) আগস্ট মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
August MPO 2021: এমপিও (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতনের চেক ছাড়
দেশের সকল এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন-ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে।
স্কুল-কলেজ ও মাদ্রাসার আগস্ট মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে। সবশেষ ৬ সেপ্টেম্বর কারিগরির বেতনের চেক ছাড় করা হয়েছে।
এমপিও আগস্ট ২০২১: স্কুল-কলেজের আগস্ট মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০২১ সালের আগস্ট মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকের প্রধান/স্থানীয় শাখায় হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, আগস্ট মাসের চেক হস্তান্তরের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে ৩১ আগস্ট তারিখে, আগস্ট মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও এমপিও শিটের কপি প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের আগস্ট মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৭/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
বেতনের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৮৭৪, তারিখ : ৩১/০৮/২০২১
নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন।
School-College August MPO Sheet 2021: স্কুল-কলেজ আগস্ট এমপিও শিট ২০২১
নিচের লিংক থেকে স্কুল-কলেজের আগস্টের এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1a-1sNitJICYuKuqTWohCa40cEG_0j9Ch?usp=sharing
আরো পড়ুন:
এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021
HSC Exam 2021 Assignment: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট
SSC Exam 2021 Assignment: ২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট
আগস্ট এমপিও ২০২১: মাদ্রাসার আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার আগস্ট মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, আগস্ট মাসের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি, ৩১ আগস্ট তারিখে প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৮/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর ও তারিখ উল্লেখ আছে। প্রয়োজনে তা সংগ্রহ করে রাখুন।
(এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন নিচের অনুচ্ছেদে)।
আরো জানুন:
মাদ্রাসা শিক্ষার্থী-শিক্ষকদের করোনা টিকা প্রদানের তথ্য প্রেরণে অধিদপ্তরের নির্দেশ
আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১: Alim Form Fill-up Notice 2021
Alim Exam 2021 Assignment: ২০২১ সালের আলিম পরীক্ষার অ্যাসাইনমেন্ট
Dakhil Exam 2021 Assignment: ২০২১ সালের দাখিল পরীক্ষার অ্যাসাইনমেন্ট
Madrasah August MPO Sheet 2021: মাদ্রাসা আগস্ট এমপিও শিট ২০২১
নিচের লিংক থেকে মাদ্রাসার আগস্ট মাসের বেতন-ভাতার এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।
কারিগরি শিক্ষকদের আগস্ট-২০২১ মাসের বেতন-ভাতার চেক ছাড়
কারিগরি শিক্ষকদের আগস্ট মাসের চেক ছাড় করা হয়েছে। ৬ সেপ্টেম্বর তারিখে কারিগরির বেতনের চেক ছাড় করা হয়।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা, ব্যাংকে থেকে উত্তোলন করতে পারবেন ১৩/০৯/২০২১ ক্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর উল্লেখ আছে।
নিচের লিংক থেকে কারিগরির আগস্ট মাসের এমপিও শীট সংগ্রহ করা যাবে।
২০২১ সালের আগস্ট মাসের এমপিও সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ
স্কুল-কলেজ এখনই খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আবারো বাড়ানো হয়েছে
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৬/০৯/২০২১ খ্রি. তারিখ ০৩:১৮ অপরাহ্ন।
আগস্ট ২০২১ ইং মাসের বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের (স্কুল ও কলেজ) এর বেতনের ভাতার স্মারক নং প্রকাশ করলে উপকৃত হব।
স্কুল-কলেজের আগস্ট মাসের বেতনের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৮৭৪, তারিখ : ৩১/০৮/২০২১
উপকারী পোষ্ট।
মতামতের জন্য ধন্যবাদ।