এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ (HSC Form Fill-up 2024)

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ (HSC Form Fill-up 2024): সকল বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে।

এইচএসসির ফরমপূরণ চলবে ১৬ এপ্রিল থেকে ৫ মে তারিখ পর্যন্ত (বর্ধিত)। ফরমপূরণ ফি বিজ্ঞানের ২৬৮০/= টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২১২০/= টাকা।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ (All Board HSC Form Fill-up 2024)

২০২৪ সালের দেশের ৯ সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

২১ এপ্রিল তারিখে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ফরম পূরণের সময়সূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে এইচএসসি পরীক্ষার ফরমপূরণ কার্যক্রম ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া ৫ মে ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ফরম পূরণ চলমান থাকবে।

বোর্ড নির্ধারিত অর্থের বাইরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য কোন অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

কোন প্রতিষ্ঠান বাড়তি অর্থ  আদায় করলে, ফরম পূরণের প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা একযোগে ৩০ জুন থেকে শুরু হবে। বোর্ড প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ৩০ জুন ২০২৪ তারিখে

এইচএসসি ফরম পূরণের তারিখ (HSC Form Fill-up Date 2024)

বরাবরের মত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংশ্লিষ্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে অনলাইনে করতে হবে।

প্রতিষ্ঠান প্রধান বরাবরে অনিয়মিত/জিপিএ উন্নয়ন/এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের তালিকাভুক্তির জন্য ৩০ মার্চ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

এইচএসসির ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা সংশ্লিষ্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ০৪/০৪/২০২৪ খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ১৬/০৪/২০২৪ খ্রি. তারিখ থেকে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে এইচএসসির ফরমপূরণ করা যাবে ০৫/০৫/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়)।

বিলম্ব ফি ১০০/= টাকা দিয়ে এইচএসসি ফরম পূরণ করা যাবে ০৭/০৫/২০২৪ থেকে ১২/০৫/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের অনুচ্ছেদে সংযুক্ত নোটিশের এইচএসসির ফরম ফিলাপের বর্ধিত সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানুন।

এইচএসসি ফরম পূরণের নোটিশ ২০২৪

২০২৪ সালের HSC ফরম ফিলাপ ফি এর হার কত টাকা?

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরমফিলাপের ফি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের নির্ধারিত ফি এর বাইরে কোন অর্থ আদায় করা যাবে না বলে আগেই সতর্ক করা হয়েছে।

এইচএসসির পরীক্ষার্থীদের জন্য বিভাগ ভিত্তিক পৃথক পৃথক ফরম ফিলাপ ফি নির্ধারণ করা হয়েছে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফি ভিন্ন হবে।

কেন্দ্র ফি ও চতুর্থ বিষয় সহ বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য ২৬৮০/= টাকা পরিশোধ করতে হবে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের কেন্দ্র ফি ও চতুর্থ বিষয় সহ ২১২০/= টাকা করে ফি প্রদান করতে হবে।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন পরীক্ষার্থীর ৪র্থ বিষয়/নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, উপরোক্ত ফিয়ের সাথে অতিরিক্ত ১৪০ টাকা করে যুক্ত হবে।

এইচএসসি ফরম ফিলাপ নোটিশ ২০২৪ (HSC Form Fill-up Notice 2024 PDF)

অনলাইনে  যেসব প্রক্রিয়ার মাধ্যমে এইচএসসির ফরম ফিলাপ করা হবে তার বিস্তারিত পদ্ধতি ফরম ফিলাপ নোটিশে বর্ণনা করা হয়েছে। কোন কোন বছরের নিবন্ধনধারীরা পরীক্ষার ফরম পূরণ করতে পারবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণের খাতওয়ারি ফি এর তালিকা দেওয়া হয়েছে ফরম পূরণের নোটিশে। ফরম পূরণ করার আগে নিচের সংযুক্ত নোটিশটি ভালোভাবে পড়ে নিন।

এইচএসসি ফরম ফিলাপ নোটিশ ২০২৪

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ২০২৪

HSC ফরম ফিলাপ ফি এর হার ২০২৪

HSC Form Fill-up Notice 2024

এইচএসসি ফরম পূরণের নোটিশ ২০২৪

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম ফরম ফিলাপের নোটিশ

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ তারিখ বা অন্য কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস ২০২৪ (HSC Syllabus 2024 pdf)

এইচএসসি (ভোকেশনাল বিএমটি ডিপ্লোমা) সংক্ষিপ্ত সিলেবাস ২০২৪

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

“এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ (HSC Form Fill-up 2024)”-এ 102-টি মন্তব্য

  1. এবার এইচএসসি সব শিক্ষাথী ফরম ফিলাম করতে পারবে। কিন্তুু আমরা কলেজে প্রাক-নিবাচনী পরীক্ষা দিতেছি। স্যার বলছে সব বিষয়ে পাশ না করলে ফরম ফিলাম করতে দেবে না। এই তথ্য কি সঠিক।

    জবাব
  2. আমাদের প্রতিষ্ঠানে মানবিক শাখাতে ২২ শত টাকা করে ফরম ফিলাপের টাকা নেওয়া হচ্ছে। এতে আমাদের করণীয় কী? কীভাবে ব্যবস্হা গ্রহণ করা যাবে।

    জবাব
  3. আমাদের কলেজে ফরম ফিলাপের টাকা। ব্যবসায় শাখার ৩৩৫০ টাকা নিচ্ছে। এখন আমরা কি করব, এত টাকা কোথায় থেকে দেব , এতে আমাদের করণীয় কী? স্থানীয় প্রশাসনকে কীভাবে জানাব , কীভাবে যোগাযোগ করবো।

    জবাব
  4. আমি HSC 21 এর স্টুডেন্ট আমার একটা বিষয়ে ফেল আসছিলো। আমি কলেজে ১ তারিখ এই দরখাস্ত দিয়েছি কিন্ত আমাকে তালিকাভুক্ত করে নি বলেছে ৮ তারিখ এ শুরু হবে। এখন কী আমি ফর্ম পূরণ করতে পারব?

    জবাব
  5. আমার ছোট বোন ২০২২ সালের এইচ এস সি পরিক্ষার্থী।
    আমার বাসা কুমিল্লা মুরাদনগর থানা, এখানের যে কলেজে ছোট বোন লেখা পড়া করে সেখানে নাকি ৬৫০০ ছয় হাজার পাঁচশ টাকা ফরম ফিলাপ সহ আরো কিসের পরিক্ষা আর কলেজের বেতন সহ আরো কিসের খরচ সহ মোট ৬৫০০ টাকা চাচ্ছে। এখন আমার করনীয় কি বা আপনারা কি এর কোন ব্যবস্থা নিবেন কি না।

    জবাব
  6. আমি একজন HSC বিজ্ঞান বিভাগ ছাত্রী ২০২২। আমার কলেজে From fillup এর জন্যে ৩২৫০ টাকা চাইছে।
    আর শিক্ষা মুন্তিরি বিজ্ঞান বিভাগ এর ২৩৩০ টাকা নিদ্ধারন করেছে। এখন আমার করোনিও কি?

    জবাব
  7. আমি টাংগাইল জেলার এলেজ্ঞা লুৎফর রহমাণ মতিন মহিলা কলেজ থেকে বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী আমাদের কলেজ থেকে ফরম ফিলাপের জন্য 4300 টাকা নির্ধারন করেছেন আমারা এত টাকা কোথা থেকে দেব এখন আমাদের করনীয় কী এবং আমরা কিভাবে স্থানীয় প্রসাশনিকের নিকট জানাবো

    জবাব
  8. আমি এসএসসিতে বিজ্ঞান এ 4.33 পেয়েছিলাম ।
    কিন্তু আমি সরকারি কলেজে কেন বিজ্ঞান বিষয়ে চান্স পাইনি ।
    আবার গ্রুপ চেইন্জ করে ভর্তি হতে হয়েছিল কেন ??

    আসলে সরকার মেধার মূল্যায়ন করে
    নাকি
    ফলাফলের উপর ভিত্তি করে ,,,
    কোনটা ???

    জবাব
  9. মানবিক বিভাগের ফি নির্ধারণ করা হয়েছে ১৭৭০টাকা।
    সাথে যদি বেতন পাওনা থাকে তাহলে সেগুলো সংযুক্ত করতে হবে তাই তো?এখন আমাদের কলেজ ২৯৫০টাকা বলতাছে ফরম ফিলাপ যেখানে ১৭৭০টাকা ফি নির্ধারণ করেছে সরকার।আর ফরম ফিলাপ সর্বশেষ তারিখ কি ২৩তারিখ? আমাদের কলেজে বলেছে ১৫তারিখ এমতাবস্থায় আমার টাকা ম্যনেজ করা কষ্টসাধ্য ব্যাপার।তাই আমি যদি টাকা টা ২০তারিখ দেই তাহলে ও কি হবে???????

    জবাব
  10. অনলাইনে H.S.C ফরম ফিলাম ১৭৫০ টাকা,আর আমাদের কলেজে ধরেছে ২৭০০ টাকা এটার কি কোনো সমস্যার সমাধান বছে

    জবাব
  11. আমাদের কলেজ এ প্রস্তুতিমূলক পরীক্ষায় যারা ফেল করছে তাদের ফরম পূরণ করতে দেয় নি এখনও দিবেও না বলে দিছে।এতে করণীয় কী?

    জবাব
    • প্রস্তুতিমূলক পরীক্ষায় ফেল করলেও ফরম পূরণ করতে বাঁধা নেই। আপনি আপনার এলাকার স্থানীয় প্রশাসনে বিষয়টি জানাতে পারেন।

    • ২০২৩ সালে এইচএসসি পরীক্ষাথীর ফরম বিলাপের ২৬/০৭/২০২৩ তারিখ ডেট চলে গেছে। স্যার বলেছেন শিক্ষা বোড থেকে আবার ফরম পিলারে নোটিশ দিলে তাহলে আমরা ফরম বিলাপ করব।

  12. আমি মোঃ সাকিব হাসান,,,, ঝিনাইদহ সদর উপজেলার রাইচরন তারিনীচরন ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী,,,, আমি মানবিক শাখায় আছি,,,মানবিক শাখার জন্য সরকার ১৭৭০ টাকা নির্ধারন করেছে,,,এখন আমাদের কলেজ কতৃপক্ষ ২৬০০ টাকা নির্ধারন করেছে,,,এটা আমাদের জন্য কষ্টসাধ্য,,,,,এখন আমি কী করতে পারি??

    জবাব
  13. আমি বেসরকারি কলেজে পড়ি জানুয়ারি ২০২২ এ আমি
    আর্থিক সমস্যার কারনে সেশন ফি দিতে পারি নি।এখন ফরমফিলাপ সহ সেশন ফি বাবদ যাবতিও টাকা দিতে গেলে কলেজ কর্তিপক্ষ আমাকে ফরম ফিলাপ করতে দিচ্ছে না।এখন আমার করনিও কি?

    জবাব
    • সাধারণত একই সাথে সকল বোর্ড ফরম পূরণের তারিখ দেয়। তবে আপনি নিশ্চিত হতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন কিংবা রাজশাহী বোর্ড ওয়েবসাইটে চোখ রাখুন।

  14. আজকে নাকি ফরম পূরণের শেষ তারিখ?
    সেটা বলছে আমাদের কলেজ কর্তৃপক্ষ।
    কিন্তু আমি তো এখনো ফরম পূরণ করিনি এখন কি করবো?

    জবাব
  15. আমার ছোট ভাই এখন পর্যন্ত (৭জুলাই ২০২২) এইচএসসি পরিক্ষার ফম পূরণ করতে পারি নাই।এখন কি করতে পারি।দয়া করে জানান!

    জবাব
  16. আমি স্যার চট্টগ্রাম বোর্ড এ ইমেইল করেছি। কিন্তু একোন ও পর্যন্ত কোনো রিপ্লাই আসেনাই । যদি আর একবার বোর্ড কর্তৃক অনুমোদিত সময় কিছু দিনের জন্য বাড়ালে আমাদের ফ্রম ফিলাপ করতে আমরা সক্কম হবো।

    জবাব
  17. স্যার,আমি চট্টগ্রাম বোর্ডের অধীনে ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিই।কিন্তু অপশনাল সাবজেক্টের পরীক্ষা না নেওয়াতে, আমার কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় আমি এবার মানউন্নয়ন দিতে চাচ্ছি।এ ব্যাপারে কলেজে কিছুদিন আগে ফোন করলে স্যার বলে সময় শেষ।এর আগে (৫/৬/২০২২এর আগে) কলেজে গেলে অফিস সহকারী বলেছিল এখনো শুরু হয় নি শুরু হলে নোটিশ দিব।এখন আমি কি মানউন্নয়ন দিতে পারব, এ ব্যাপারে একটু সহযোগিতার অনুরোধ করছি।

    জবাব
  18. স্যার আসসালামুয়ালাইকুম। স্যার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজে মূল্যায়ণ পরীক্ষা নিসে যে আমি মূল্যায়ন পরীক্ষা দেয়নি বিএম এ। একোন আমার ফ্রম ফিলাপ নাকি আর করতে পারবো না স্যার। তো স্যার এইবার তো বোর্ড নিদেস দিসে যে টেস্ট পরীক্ষা না দিলেও ফ্রম ফিলাপ করতে পারবো। একোন স্যার বিএম এর ফ্রম ফিলাপ করার কোনো উপায় কি নাই।

    জবাব
    • বোর্ডের নির্দেশনা ছিলো, টেস্ট পরীক্ষা না নেওয়ার। তবে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিলো। আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন।

  19. স্যার আমি মূল্যায়ন পরীক্ষা দেয়নি বলে ফ্রম ফিলাপ করতে পারবো বলেছে কলেজের স্যার বিএম। স্যার আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন তাহলে খুব ভালো হয়

    জবাব
  20. আমি ২০২১ ইং সালের এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম।২০২২ ইং এই বছরে পরীক্ষায় অংশ নিতে চাচ্ছি,আমাকে কি আবার নতুন করে রেজিট্রেশন করতে হবে?

    জবাব
  21. ম্যানুয়ালি ভর্তি হওয়ায় স্যার রা এখনো ফিল আপ করেনি। বলছে দেরি হবে? ফর্ম ফিল পরীক্ষার কতদিন আগে পর্যন্ত করা যাবে? আমি কিভাবে পরীক্ষা দিবো। আমি এইস এস সি ২২ ব্যাচ

    জবাব
    • আমি ২০২২ সালের এইচ এসসি পরীক্ষাথী কিন্তু আমি ভতি হয়নি আমি কি ফরম ফিল আপ করতে পারব?
      পরীক্ষার কত দিন আগ পয্ন্ত ফরম ফিল আপ করা যায়?
      আর কলেজ বলছে, শিক্ষা বোড নোটিশ দিলে যানাবে বলে।

    • বোর্ড বেশ কয়েকবার এইচএসসি ফরমফিলাপের তারিখ বাড়িয়েছে। তবে আর বাড়াবে কীনা তা আমাদের জানা নেই। আপনি বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।

  22. ২০২২সালে ১ বিষয়ে উত্তীর্ণ যারা হতে পারে নি। তাদের পূণরায় ২০২৩সালে ১ বিষয়ে ফরম ফ্লাপ এর জন্য কত টাকা বোর্ড ফি লাগবে।

    জবাব
  23. আমি ২০২২ সালে hsc পরীক্ষার্থী ছিলাম। আমি টেস্ট পরীক্ষা দিছি এলাও ও হইছি।কিন্তু আমার একটা ডিফেন্সে সরকারি চাকরি হওয়ার কারনে পরিক্ষা দিতে পারি নাই এমনকি ফরম ফিলাপ ও করি নাই। এই বছর ২০২৩ সালে আমি আবার পুনঃ ভর্তি হইছি কিন্তু চাকরির কারনে টেস্ট পরীক্ষা দিতে পারি নাই। এখন কি আমি ফরম ফিলাপ করতে পারব??

    জবাব
  24. আমার ছোটবোন এবার এইচএসসি ২০২৩ টেস্ট পরীক্ষায় কাউখালি সরকারি কলেজে অংশগ্রহণ করে কিন্তু অসুস্থতার জন্য তিনটা বিষয় পরীক্ষা অকৃতকার্য হয়, মেডিকেল সার্টিফিকেট সহ অধ্যাপকের কাছে গেলে তিনি পরীক্ষায় অংশগ্রহণে বিবেচনা করবে বলে জানায়, কিন্তু কলেজ অফিস রুমের অফিস সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করানোর ব্যবস্হা করবে বলে টাকা ও পেপারে স্বাক্ষর রাখে কিন্তু ফরম পূরনের তারিখ শেষ হয়ে যাওয়ার পরে জানানো হয় তার ফরম পূরণ হয়নি এবং তাকে এটাও আশ্বাস দেওয়া হয় ৩০ তারিখের পরে আবার টাইম বাড়াবে কিন্তু নিয়ম অনুযায়ী ফরম পূরণের সময় শেষ, এখন উক্ত বিষয়টির জন্য কি করনীয়!

    জবাব
  25. আমি একজন HSC পরীক্ষার্থী। HSC এর Form Fill up এর জন্য আমাদের HSC রেজিষ্ট্রেশন কার্ড এর ফটোকপি জমা দিতে বলা হয়ে ছিলো।আমি জমা দিয়েছিলাম।এবং Form Fill up ও করেছি এবং আমার ফরম ফিলাপে আমার নাম রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতই এসেছিল ।কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি হয়তো ভুল Registration card এর ফটোকপি জমা দিয়েছি।অর্থাৎ আমার মনে হচ্ছে আমি হয়তো SSC exam এর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিয়েছি।যদি আমি এমন ভুল করে থাকি তাহলে কি আমার HSC পরীক্ষার admit card আসতে কোন সমস্যা হবে? আমি কি এডমিট কার্ড পাবো?

    জবাব

মন্তব্য করুন