Mymensingh Education Board Notice | ময়মনসিংহ বোর্ড নোটিশ
Mymensingh Education Board Recent Notice, ময়মনসিংহ শিক্ষা বোর্ড সাম্প্রতিক নোটিশ দেখুন www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইটে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইট হতে বোর্ডের সাম্প্রতিক কার্যক্রমের তথ্য ও নোটিশ খুঁজে পেতে, লেখাটি সহায়ক হতে পারে।
বোর্ড ওয়েবসাইটের কোথায় কোন অংশে, কোন ধরণের তথ্য পাওয়া যাবে তা জানতে লেখাটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ুন।
Mymensingh Education Board: ময়মনসিংহ শিক্ষা বোর্ড সম্পর্কীত প্রয়োজনীয় তথ্য
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ প্রতিষ্ঠা কালের দিক থেকে বাংলাদেশের সর্ব কনিষ্ঠ শিক্ষা বোর্ড। সাধারণ শিক্ষা বোর্ড হিসাবে এটি ৯ম ও সব বোর্ড মিলিয়ে এর অবস্থান ১১তম।
প্রতিষ্ঠাকাল– বোর্ডটি ২০১৭ খ্রিষ্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ খ্রিষ্টাব্দ হতে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সহ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
বোর্ডের অধিভুক্ত জেলা– ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা। বোর্ডের অন্তর্ভূক্ত স্কুল-কলেজের সংখ্যা প্রায় দুই হাজারের মতো।
বোর্ডের ভৌগলিক অবস্থান- ৩৪৬/২, ঢোলাদিয়া রোড, কাঠগোলা বাজার, ময়মনসিংহ- ২২০০।
যোগাযোগের ফোন নম্বর–
বোর্ড সম্পর্কিত তথ্যে- 091-63333
বোর্ড চেয়ারম্যান- 091-51807
প্রশাসন শাখা- 091-53334
পরীক্ষা শাখা- 091-53335
কলেজ শাখা- 091-53336
বিদ্যালয় শাখা- 091-53337
আইটি শাখা- 091-51809 (যোগাযোগের ফোন নম্বর সমুহ বোর্ড ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে। ফোন নম্বর সর্বদা পরিবর্তনশীল)।
ওয়েবসাইট এর ঠিকানা- www.mymensingheducationboard.gov.bd
বিশেষ ঘোষণা: ময়মনসিংহ বোর্ড সহ সকল বোর্ডের এসএসসি-এইচএসসি পরীক্ষার সব বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ (SSC-HSC Short Syllabus 2021) প্রকাশ করা হয়েছে। সংগ্রহ করুন এখান থেকে।
আরো পড়ুন: JSC Result with Number Sheet – জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন All Board
Mymensingh Education Board Recent Notice: ময়মনসিংহ শিক্ষা বোর্ড সাম্প্রতিক নোটিশ
বোর্ডের সম্প্রতি প্রকাশিত পাবলিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ, অফিস অর্ডার, পরীক্ষক সম্পর্কীত যাবতীয় তথ্য পেতে, প্রথমে বোর্ড ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।
ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে অ্যাড্রেসবারে www.mymensingheducationboard.gov.bd ঠিকানাটি লিখুন।
এবার কি-বোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে বোডের হোমপেজ ব্রাউজ করুন। হোমপেজের প্রথম দিকে নিচের ছবির মত Notice Board লেখা অপশনটি খুজে বের করুন।
আশা করি উপরের ছবির মত ওয়েবসাইটের নোটিশ বোর্ড খুঁজে পেয়েছেন। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, কতকগুলো নোটিশের শিরোনাম দেখা যাচ্ছে।
এগুলো হলো সম্প্রতি প্রকাশিত বোর্ডের কার্যক্রমের ধারাবাহিক তথ্য। এখানে আপনার কাঙ্খিত তথ্য খুঁজুন। পেয়ে গেলে শিরোনামের লিংকে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত তথ্য দেখতে পাবেন।
আর এখানে কাঙ্খিত তথ্য না পেলে বা আরো পূর্বের তথ্য জানতে, নিচের নোটিশ পাতার লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।
www.mymensingheducationboard.gov.bd/notice
নোটিশ পাতায় দিন ও তারিখের সময়ানুক্রমে প্রকাশিত সকল নোটিশ, অফিস অর্ডার ধারাবাহিক ভাবে দেখা যাবে। কাঙ্খিত তথ্যের জন্য ডানের Download বাটনে ক্লিক করুন।
বিশেষ ঘোষণা: মনমনসিংহ বোর্ড সহ সকল বোর্ড এর এইচএসসি সমমান পরীক্ষা ২০২০ এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষার্থী তার রেজাল্ট রিভিউ করতে চাইলে, তা করা যাবে ৩১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
এইচএসসি রেজাল্ট পাওয়ার নির্দেশনা ও রিভিউ করার পদ্ধতি জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
রেজাল্ট জানতে: HSC Result 2020 – এইচএসসি রেজাল্ট রিভিউ নির্দেশনা (সকল বোর্ড)
নোটিশ পাতায় সাধারণ সকল তথ্য পাওয়া যায়। এরপরে যদি আরো সুনির্দিষ্ট করে বিভাগভিত্তিক তথ্য পেতে চান, তাহলে নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন
Mymensingh Education Board Category Wise Information and Notice
বোর্ডের হোমপেজের নোটিশ বোর্ডের পরে নিচের ছবির মত অপশনটি খুঁজে বের করুন। ডেক্সটপ ব্রাউজার হলে নিচের ছবির মত দেখাবে। আর মোবাইল ব্রাউজার হলে সামান্য ভিন্নতর হতে পারে।
বোর্ডের হোমপেজে উপরোক্ত ছবির মত অংশে ক্যাটাগরি ভিত্তিক তথ্য পরিবেশিত হয়। এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া অনেকটা সহজ। শুধু প্রয়োজনীয় তথ্য বিভাগের লিংক সমুহে ক্লিক করলে, সংশ্লিষ্ট বিভাগ তথ্যের শিরোনাম দেখা যাবে।
Mymensingh Education Board Recent Notice সম্পর্কে আরো তথ্য জানার থাকলে প্রশ্ন করুন।
লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন: SSC Result 2020 with Marksheet – মার্কসীট সহ এসএসসি সমমান ফলাফল দেখুন
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ – উইকিপিডিয়া।
সবশেষ আপডেট: ৩০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৮: ৫৮ অপরাহ্ণ।
HSC RESULT REVIEW 2020
PUBLISHED DATE
এইচএসসি রেজাল্ট রিভিউ ফলাফল এর তারিখ এখনো জানা যায়নি। রিভিউ ফলাফল প্রকাশ হলে আমরা জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ।