Mymensingh Education Board Notice: ময়মনসিংহ বোর্ড নোটিশ

Mymensingh Education Board Recent Notice, ময়মনসিংহ শিক্ষা বোর্ড সাম্প্রতিক নোটিশ www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইট থেকে দেখুন ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট হতে বোর্ডের সাম্প্রতিক কার্যক্রমের তথ্য ও নোটিশ খুঁজে পেতে, লেখাটি সহায়ক হতে পারে।

বোর্ড ওয়েবসাইটের কোথায় কোন অংশে কোন ধরণের তথ্য পাওয়া যাবে তা জানতে লেখাটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ুন।

সদ্য সংবাদ: ময়মনসিংহ বোর্ড সহ সকল বোর্ডের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১২ মে সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেখতে নিচের প্রতিবেদন পড়ুন।

Mymensingh Education Board: ময়মনসিংহ শিক্ষা বোর্ড নোটিশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ প্রতিষ্ঠা কালের দিক থেকে বাংলাদেশের সর্ব কনিষ্ঠ শিক্ষা বোর্ড। সাধারণ শিক্ষা বোর্ড হিসাবে এটি ৯ম ও সব বোর্ড মিলিয়ে এর অবস্থান ১১তম।

প্রতিষ্ঠাকাল– বোর্ডটি ২০১৭ খ্রিষ্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ খ্রিষ্টাব্দ হতে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সহ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

বোর্ডের অধিভুক্ত জেলা– ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা। বোর্ডের অন্তর্ভূক্ত স্কুল-কলেজের সংখ্যা প্রায় দুই হাজারের মতো।

বোর্ডের ভৌগলিক অবস্থান- ৩৪৬/২, ঢোলাদিয়া রোড, কাঠগোলা বাজার, ময়মনসিংহ- ২২০০।

যোগাযোগের ফোন নম্বর

বোর্ড সম্পর্কিত তথ্যে- 091-63333

বোর্ড চেয়ারম্যান- 091-51807

প্রশাসন শাখা- 091-53334

পরীক্ষা শাখা- 091-53335

কলেজ শাখা- 091-53336

বিদ্যালয় শাখা- 091-53337

আইটি শাখা- 091-51809 (যোগাযোগের ফোন নম্বর সমুহ বোর্ড ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে। ফোন নম্বর সর্বদা পরিবর্তনশীল)।

ওয়েবসাইট এর ঠিকানা- www.mymensingheducationboard.gov.bd

আরো পড়ুন:

JSC Result with Number Sheet – জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন All Board

Mymensingh Education Board Notice: ময়মনসিংহ শিক্ষা বোর্ড সাম্প্রতিক নোটিশ

বোর্ডের সম্প্রতি প্রকাশিত পাবলিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ, অফিস অর্ডার, পরীক্ষক সম্পর্কীত যাবতীয় তথ্য পেতে, প্রথমে বোর্ড ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।

ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে অ্যাড্রেসবারে www.mymensingheducationboard.gov.bd ঠিকানাটি লিখুন।

এবার কি-বোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে বোডের হোমপেজ ব্রাউজ করুন। হোমপেজের প্রথম দিকে নিচের ছবির মত Notice Board লেখা অপশনটি খুজে বের করুন।

Mymensingh Education Board Latest Noticeboard

আশা করি উপরের ছবির মত ওয়েবসাইটের নোটিশ বোর্ড খুঁজে পেয়েছেন। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, কতকগুলো নোটিশের শিরোনাম দেখা যাচ্ছে।

এগুলো হলো সম্প্রতি প্রকাশিত বোর্ডের কার্যক্রমের ধারাবাহিক তথ্য। এখানে আপনার কাঙ্খিত তথ্য খুঁজুন। পেয়ে গেলে শিরোনামের লিংকে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত তথ্য দেখতে পাবেন।

আর এখানে কাঙ্খিত তথ্য না পেলে বা আরো পূর্বের তথ্য জানতে, নিচের নোটিশ পাতার লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

www.mymensingheducationboard.gov.bd/notice

নোটিশ পাতায় দিন ও তারিখের সময়ানুক্রমে প্রকাশিত সকল নোটিশ, অফিস অর্ডার ধারাবাহিক ভাবে দেখা যাবে। কাঙ্খিত তথ্যের জন্য ডানের Download বাটনে ক্লিক করুন।

নোটিশ পাতায় সাধারণ সকল তথ্য পাওয়া যায়। এরপরে যদি আরো সুনির্দিষ্ট করে বিভাগভিত্তিক তথ্য পেতে চান, তাহলে নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন

Mymensingh Education Board Category Wise Information and Notice

বোর্ডের হোমপেজের নোটিশ বোর্ডের পরে নিচের ছবির মত অপশনটি খুঁজে বের করুন। ডেক্সটপ ব্রাউজার হলে নিচের ছবির মত দেখাবে। আর মোবাইল ব্রাউজার হলে সামান্য ভিন্নতর হতে পারে।

Mymensingh Education Board Category Wise Information Board

বোর্ডের হোমপেজে উপরোক্ত ছবির মত অংশে ক্যাটাগরি ভিত্তিক তথ্য পরিবেশিত হয়। এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া অনেকটা সহজ। শুধু প্রয়োজনীয় তথ্য বিভাগের লিংক সমুহে ক্লিক করলে, সংশ্লিষ্ট বিভাগ তথ্যের শিরোনাম দেখা যাবে।

Mymensingh Education Board Recent Notice সম্পর্কে আরো তথ্য জানার থাকলে প্রশ্ন করুন।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ – উইকিপিডিয়া

“Mymensingh Education Board Notice: ময়মনসিংহ বোর্ড নোটিশ”-এ 34-টি মন্তব্য

  1. আমি 2020 সালে এইচ এসসি পাস করছি,
    সামনে আমার বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ,
    কিন্তু আমার মায়ের নাম ভুল থাকার কারণে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হয়তোবা দিতে পারবো না,
    আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং কলেজ আসা যাওয়া করছি কিন্তু কোনো কাজ ই হয় নাই,,
    এই মুহূর্তে আমার কী করা উচিত?

    জবাব
    • আসসামু আলাইকুম স্যার আমি জামালপুর, বকশীগঞ্জ উলফাতুন্নেছা গাল্স ইস্কুল
      থেকে জে এস সি সার্টিফিকেট এর আমার মায়ের নাম সংসধুনের জন্য আবেদন করেছিলাম এখন আমার সাটিফিকেটের নাম কি সংসধুন হয়ছে কি না কিভাবে জানবো একটু বলে দিলে ভালো হতো বা আমাকে যদি জানানো হতো যে নাম কি সংসধুন হয়ছে কি না একটু বললে ভালো হতো

  2. 2019সনের JSC সার্টিফিকেটে নাম সংশোধনের জন্য 10/07/2021 তারিখে CPSCM-
    প্রতিষ্টানের মাধ্যমে আবেদন করেছি।আবেদনID-1029.এ ব‍্যাপারে
    সহযোগিতা চাই।

    জবাব
  3. আসসালামু আলাইকুম আমি 2020 সালে এসএসসি পরীক্ষা দিছি তখন আমার নাম ভুল এসেছিল আমি শিক্ষাবোর্ডে অনেকবার যোগাযোগ করেছি আর এখন পর্যন্ত সেটা সংশোধন হয়ে আসে নি এখন আমি কি করতে পারি

    জবাব
    • নাম সংশোধনের সঠিকভাবে আবেদন করলে পরবর্তী সংশোধনী সভায় তা অনুমোদনের পর তা প্রকাশ হওয়ার কথা। আপনি বোর্ডে যোগাযোগ করুন।

  4. আমি জেএসসি ২০১৯ পরিক্ষায় সাধারন গ্রেড বৃত্তি পেয়েছিলাম কিন্তু আমার একাউন্টে শুধু একবার টাকা আসছে কিন্তু অন্যরার আসছে চারবার। কারনটা একটু বলবেন দয়া করে?

    জবাব
    • বোর্ডের ওয়েবসাইটে নাম সংশোধন অপশনে গিয়ে মেসেজের তারিখের সংশোধন বিজ্ঞপ্তি দেখুন। সেখানে আপনার নাম আছে কী না।

  5. আমি জানতে চাই যে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান অনুমোদন আনার জন্য জমির পরিমান কত প্রয়োজন।

    জবাব
  6. আমি ২০২২সালে এস এস সি পাশ করেছি ,কিন্তু আমি ৪থ বিষয় পরীক্ষা দিতে পারিনি বোর্ড রিজাল্ট সীটে পাশ দেখানো হয়েছে তারপরও আমি ভর্তি আবেদন করতে পারছিনা এমতাবস্থায় আমার কি করনীয় দয়া করে বলবেন কি ?

    I have passed SSC in 2022, but I could not give the 4th subject exam, the board result sheet shows pass, still I can’t apply for admission, so what should I do, please tell me?

    জবাব
  7. আসসালামু আলাইকুম, এসএসসি পরীক্ষায় কি কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? দয়া করে এর তালিকা টা দিলে উপকৃত হতাম।ধন্যবাদ।

    জবাব

মন্তব্য করুন