January MPO 2023: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর

January MPO 2023 (School-College, Madrasah, Technical): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের আপডেট খবর জানুন।

January MPO 2023: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জানুয়ারি মাসের বেতনের খবর

২০২৩ সালের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড় ও নতুন এমপিওভুক্তির প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ১ ফেব্রুয়ারি তারিখে অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।এই এমপিওতে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তি ও ইনডেক্স ধারীদের উচ্চতর গ্রেড প্রদান করেছে শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের নোটিশ, ২ ফেব্রুয়ারি তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রকাশ করা হয়েছে।

সবশেষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতন, ৬ ফেব্রুয়ারি তারিখে হস্তান্তরের করা হয়েছে বলে কারিগরি অধিদপ্তর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য, প্রতি এক মাস পরপর নতুন এমপিওভুক্তি ও উচ্চতর গ্রেড প্রদানের সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি মাসের বেতন-ভাতা হস্তান্তরের জন্য, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিও অর্ডার অনুমোদন করা হয়।

আরো জানুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

২০২৩ সালের স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে, স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ, ৭ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

স্কুল-কলেজ এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৩৬৫ তারিখ : ০১-০২-২০২৩।

নিচের অনুচ্ছেদ থেকে জানুয়ারি মাসের বেতনের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের লিংক দেখুন।

স্কুল-কলেজ জানুয়ারি এমপিও নোটিশ ২০২৩

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1Dilos8NuLIMGMQyhl65nx94jl4njcEhC?usp=share_link

উল্লেখ্য, জানুয়ারি মাসের এমপিও সভায় স্কুল-কলেজের নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ৫৬৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আছেন স্কুলের ৩ হাজার ২৮০ জন আর কলেজের ২৮৫ জন।

এছাড়া ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের মধ্য হতে ১৬ হাজার ১০৮ জন উচ্চতর গ্রেড পেয়েছেন, বিএড স্কেল পেয়েছেন ৫৮৯ জন। উচ্চতর স্কেল পাওয়াদের মধ্যে স্কুলের ১৫ হাজার ২৩২ জন এবং কলেজের ৮৭৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও সহ বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরে, জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/০২/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

এ বিষয়ে আরো জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে। এখানে এমপিও স্মারক নম্বর উল্লেখ করা আছে। প্রয়োজনে দেখুন।

মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও ২০২৩

নিচের অনুচ্ছেদ থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1c_5Otbad7UkMmPgdAUj-gKwq7mxoeQVK?usp=share_link

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে জানুয়ারি মাসের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরির জানুয়ারি মাসের এমপিও স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-২৩,২৪,২৫,২৬ তারিখ : ৬-২-২০২৩।

নিচের লিংক থেকে কারিগরির এমপিও শিট সংগ্রহ করুন।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

কারিগরির বেতনের চেক ছাড়ের বিস্তারিত তথ্য জানুন।

কারিগরি জানুয়ারি এমপিও নোটিশ ২০২৩

২০২৩ সালের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতনে-ভাতার আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

School-College MPO Sheet Correction: এমপিও শিট সংশোধন

মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“January MPO 2023: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর”-এ 10-টি মন্তব্য

মন্তব্য করুন