January MPO 2023: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর
January MPO 2023 (School-College, Madrasah, Technical): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের আপডেট খবর জানুন।
January MPO 2023: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জানুয়ারি মাসের বেতনের খবর
২০২৩ সালের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড় ও নতুন এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করেছে।
এরই মধ্যে স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।এই এমপিওতে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তি ও ইনডেক্স ধারীদের উচ্চতর গ্রেড প্রদান করেছে শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের নোটিশ ২ ফেব্রুয়ারি তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রক্রিয়াকরণের কাজ, একই সাথে চলমান আছে বলে কারিগরি অধিদপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য, প্রতি এক মাস পরপর নতুন এমপিওভুক্তি ও উচ্চতর গ্রেড প্রদানের সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি মাসের বেতন-ভাতা হস্তান্তরের জন্য, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিও অর্ডার অনুমোদন করা হয়।
আরো জানুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
২০২৩ সালের স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে, স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ, ৭ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
নিচের অনুচ্ছেদ থেকে জানুয়ারি মাসের বেতনের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের লিংক দেখুন।
নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1Dilos8NuLIMGMQyhl65nx94jl4njcEhC?usp=share_link
উল্লেখ্য, জানুয়ারি মাসের এমপিও সভায় স্কুল-কলেজের নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ৫৬৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আছেন স্কুলের ৩ হাজার ২৮০ জন আর কলেজের ২৮৫ জন।
এছাড়া ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের মধ্য হতে ১৬ হাজার ১০৮ জন উচ্চতর গ্রেড পেয়েছেন, বিএড স্কেল পেয়েছেন ৫৮৯ জন। উচ্চতর স্কেল পাওয়াদের মধ্যে স্কুলের ১৫ হাজার ২৩২ জন এবং কলেজের ৮৭৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও সহ বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরে, জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/০২/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
এ বিষয়ে আরো জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে। এখানে এমপিও স্মারক নম্বর উল্লেখ করা আছে। প্রয়োজনে দেখুন।
নিচের অনুচ্ছেদ থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1c_5Otbad7UkMmPgdAUj-gKwq7mxoeQVK?usp=share_link
২০২৩ সালের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতনে-ভাতার আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
School-College MPO Sheet Correction: এমপিও শিট সংশোধন
মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন
তথ্যসূত্র-
জানুয়ারী বিল কত তারিখ পাশ হবে ২০২৩
বেতন-ভাতা ছাড়ের নোটিশ প্রকাশ না হলে, এটা আগে থেকে বলা সম্ভব নয়।
জানুয়ারীর বেতন ছার হবে কত তারিখ?
স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক ১ জানুয়ারি তারিখে ছাড় করা হয়েছে।
২০২৩ সালের ছুটির তালিকা পাচ্ছি না কেন?
বিডি এডুকেটর ওয়েবসাইটে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা দেওয়া আছে। ওয়েবসাইটের সার্চ বক্সে খুঁজুন।