New May MPO 2020 | School-College Madrasah Technical | বেতন হস্তান্তর

New May MPO 2020 Published: School-College Madrasah Technical এমপিও মে/২০২০ প্রকাশ, বেতন হস্তান্তর

New Institute May MPO 2020: নতুন ও পুরাতন এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মে মাসের এমপিও’র সাথে, গত বছরের জুলাই হতে বর্তমান বছরের এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন এরিয়া আকারে পাবেন। এর সাথে যুক্ত হবে দুই ঈদের বোনাস ও বৈশাখী ভাতা।

মে মাসের এমপিও আবেদন থেকে বাদপড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এর জুন মাসে প্রকাশিত বিশেষ এমপিও প্রকাশ ও বেতন হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

School-College May MPO 2020: এমপিওভুক্ত স্কুল-কলেজ এর মে মাসের বেতন হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন সকল স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

২০১৯-২০২০ অর্থবছরের ২০২০ খ্রিষ্টাব্দের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকসমূহে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর এর মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে মে মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১১/০৬/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

School-College May MPO Sheet 2020 Download

মে মাসের নতুন এমপিওতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিও, বিএড স্কেল, সিনিয়র স্কেল, সহাকারী অধ্যাপকের স্কেল সহ এমপিও আপডেট করা হয়েছে।

মে মাসের আপডেট করা এমপিও সীট, টপসীট বা ভাউচার ডাউনলোড করা যাবে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার থেকে।

মে/২০২০ এমপিও সীট ডাউনলোড লিংক:

https://drive.google.com/drive/folders/1157-d1-wKBm04BM_RrE8xTBsCpukAHRW

লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংক ফোল্ডারে ক্লিক করুন। এখানে থেকে আপনার প্রতিষ্ঠানের ভাউচার ও টপসীট খুঁজে বের করে প্রিন্ট করুন।

এর আগে নতুন এমপিওভুক্ত স্কুল, কলেজ সহ সকল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়।(নিচে দেখুন)

Technical New May MPO 2020: কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হস্তান্তর

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের মে/২০২০ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা ০৮) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে অধিদপ্তর এর অধিন সকল প্রতিষ্ঠানের মে মাসের এসপিও সীট ও ভাউচার অনলাইনে পাওয়া যাচ্ছে।

অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৮/০৬/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

এছাড়াও, যারা কোন কারণে এপ্রিল/২০২০ মাসের বেতন-ভাতা তুলতে পারেননি, তারাও এ সময়ের মধ্যে বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।

Technical MPO Sheet May 2020 Download Link

এমপিওভুক্ত কারিগরি শিক্ষকের এমপিও সীট ও ভাউচার সীট অনলাইনে আপলোড করা হয়েছে।

ডাউনলোড লিংক:

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/2960_File_link.html

উপরোক্ত লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে লিংকটি ব্রাউজ করুন। এখানে ব্যাংক ভিত্তিক  এমপিও সীট ও ভাউচার সীট এর লিংক দেওয়া আছে। প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতনভাতা উত্তোলন করেন, সে লিংকে ক্লিক করলে মে মাসের বেতন-ভাতার সীট দেখা ও ডাউনলোড করা যাবে।

Madrasah New MPO 2020: নতুন এমপিওভুক্ত সহ সকল মাদ্রাসা শিক্ষকের মে মাসের বেতন ভাতা চেক হস্তান্তর

নতুন এমপিওভুক্ত সহ সকল মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে/২০২০ মাসের বেতন ভাতা চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (অর্থ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর এর অধিন নতুন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণের মে মাসের বেতন-ভাতা তোলা যাবে ০৩/০৬/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

Madrasah MPO and Top Sheet May 2020 Download Link

নতুন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও সীট ও ভাউচার, অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে আপলোড করা হয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানের এমপিও সীট ও ভাউচার ডাউনলোড ও সংরক্ষণ করা যাবে।

ডাউনলোড লিংক:

https://drive.google.com/drive/folders/1leMcxrDmwmRUuLD2wVfFy81vZH5XtPAL?usp=sharing

এমপিওভুক্ত মাদ্রসার এমপিও ও ভাউচার সীট ডাউনলোড করতে নিচের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবার পেস্ট করুন এবং ব্রাউজ করুন।

এখানে ব্যাংকে নামে কতকগুলো ফাইল দেখতে পাবেন। আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে, সে ব্যাংকের নামের ফোল্ডারে ক্লিক করুন।

তবে মে মাসের এমপিও’তে, নতুন এমপিওভুক্ত সকল মাদ্রসার শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তি সম্ভাবনা নেই। কারণ স্কুল-কলেজ এর মত অনেক মাদ্রাসা শিক্ষকও এমপিও আবেদন করতে পারেননি।

নতন এমপিওভুক্ত মাদ্রাসার বাদ পড়া শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির জন্য, জুন/২০২০ মাসের বিশেষ এমপিও আবেদনের সময়সীমা ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সময়সীমার নির্দেশনা দেখুন এখান থেকে

School-College May New MPO: এমপিও মে/২০২০ (নতুন স্কুল-কলেজ): বেতন-ভাতার চেক হস্তান্তর

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে স্কুল-কলেজ এর মে/২০২০ (এপ্রিল/২০২০ পর্যন্ত সকল বকেয়া সহ) মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক, প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর এর নোটিশ বোর্ডে, নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ এর মে মাসের বেতন-ভাতা সম্পর্কীত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মে মাসের এমপিও সীট পাওয়া যাচ্চে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ঠিকানায়। (নিচের অনুচ্ছেদে গুগল ড্রাইভ থেকে এমপিও সীট ডাউনলোড করার নির্দেশনা দেখুন)

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ এর মে/২০২০ মাসের বেতন ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে তোলা যাবে ৩১/০৫/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ এর সকল শিক্ষক, মে মাসের প্রকাশিত এমপিওতে বেতন-ভাতা প্রাপ্ত হবেন না।

কেবলমাত্র যারা আবেদন সম্পন্ন করে মাউশি পর্যন্ত পাঠাতে সক্ষম হয়েছিলেন, তারাই এমপিওভুক্ত হতে পেরেছেন এবং তারাই এই বেতন-ভাতা প্রাপ্ত হবেন।

সময় স্বল্পতা বা সফটওয়ার জটিলতায় যারা সঠিক সময়ে এমপিও আবেদন পাঠাতে সক্ষম হননি, তাদের জন্য নতুন করে এমপিও আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে।

নতুন এমপিওভুক্ত স্কুল কলেজ এর বাদ পড়া শিক্ষক-কর্মচারীদের, মে/২০২০ মাসের বিশেষ এমপিও আবেদন শুরু হয় ২১/০৫/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে। আবেদনের সময়সীমা ও অন্যান্য নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

New Institute May MPO Sheet 2020 Download (School-College)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর গুগল ড্রাইভ ঠিকানায়, মে মাসের এমপিও সীট (নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ) আপলোড করা হয়েছে।

এমপিও সীট ডাউনলোড করতে, নিচের লিংকটি ব্রাউজারে কপি করে পেস্ট করুন এবং লিংকটি ব্রাউজ করুন।

School-College: Special MPO April 2020 (Salary April 2020, Eid Bonus August 2019, Boishakhi Bhata April 2020, Eid Bonus May 2020) New level changed MPO Institutes

ডাউনলোড লিংক:

https://drive.google.com/drive/folders/1FGmYxg3Kzwmt8-mVOiqeXaBKyu3rw1L5?usp=drive_open

গুগল ড্রাউভে সংরক্ষিত এমপিও সীটের ফাইল ফোল্ডার ওপেন হলে, কতগুলো ব্যাংকের নামে ফাইল দেখতে পাবেন। এখানে যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে বেতন-ভাতা পাবেন, সে ব্যাংকের নামের ফোল্ডারে ক্লিক করুন।

এবার আপনার প্রতিষ্ঠান যে অঞ্চলে অবস্থিত সে ফোল্ডারে ক্লিক করুন। এরপর বিভাগ, জেলা এবং উপজেলা ফোল্ডারে ক্লিক করুন।

এখানে আপনার উপজেলার সকল নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ এর এমপিও সীট সংরক্ষিত আছে।

আপনার প্রতিষ্ঠানের এমপিওসীট ডাউনলোড করে প্রিন্ট করুন এবং বেতন-ভাতার অন্যান্য কাগজ-পত্রের সাথে ব্যাংকে জমা দিন।

স্কুল-কলেজ ও মাদ্রাসার এমপিও আবেদন হতে বাদ পড়া শিক্ষক-কর্মচারীদের, এমপিও আবেদন সম্পর্কে সবশেষ তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুণ।

স্কুল-কলেজ ও মাদ্রাসার এমপিও আবেদন করতে, তথ্য ও সহায়তার জন্য নিচের লেখাগুলো পড়ুন।

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

অধিদপ্তরে প্রকাশিত মে মাসের এমপিও নোটিশের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।(পিডিএফ ফরম্যাট)।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৭/০৬/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:৪৫ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“New May MPO 2020 | School-College Madrasah Technical | বেতন হস্তান্তর”-এ 1-টি মন্তব্য

  1. 2004 ও 2013 সালের এমপিও সীট

    জবাব

মন্তব্য করুন