MPO July 2020: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর ও এমপিও সীট প্রকাশ করা হয়েছে।
July New MPO 2020 News: স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি জুলাই মাসের বেতন হস্তান্তর
সূচীপত্র...
এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতা চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
জুলাই ২০২০ মাসের এমপিও’তে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীগণ, উচ্চতর স্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্ত হচ্ছেন।
এছাড়াও সহকারী লাইব্রেরিয়ান এর এমপিওভুক্তি, অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানের উচ্চতর স্কেল, বিএড স্কেল/কামিল স্কেল, সহকারী অধ্যাপক স্কেল পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ।
August MPO (School-College, Madrasah, Technical) 2020: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আগস্টের বেতন হস্তান্তর
স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত, জুলাই মাসের বেতন-ভাতা ছাড় সংক্রান্ত এক বিজ্ঞপ্তি, অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশবোর্ডে প্রকাশিত হয়েছে।
জুলাই মাসের এমপিও সীট পাওয়া যাবে অধিদপ্তরের নিচের সংযুক্ত লিংক থেকে। (নিচের অনুচ্ছেদে দেখুন)
২০২০ খ্রিষ্টাব্দের জুলাই মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহ থেকে, স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা যাবে ১৩/০৮/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
কারিগরি শিক্ষকের এমপিও ছাড়ের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
Technical July MPO Sheet 2020 Download: কারিগরি জুলাই এমপিও সীট ২০২০ ডাউনলোড
জুলাই/২০২০ মাসের এমপিও সীট ডাউনলোড লিংক:
(কারিগরি এমপিও সীট ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানুন সবশেষ অনুচ্ছেদে)
Madrasah July MPO 2020: এমপিওভুক্ত মাদ্রাসার জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
বেসরকারী এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, জুলাই মাসের বেতন-ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুলাইয়ের বেতন-ভাতা ছাড়ের এই বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট এর নোটিশবোর্ডে।
আর জুলাই মাসের এমপিও সীট ডাউনলোড করা যাবে, অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার থেকে।
২০২০-২০২১ অর্থবছরের জুলাই মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করা যাবে ১২/০৮/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন-ভাতার ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
Madrasah July MPO Sheet 2020 Download: মাদ্রাসা জুলাই এমপিও সীট ২০২০ ডাউনলোড
এমপিওভুক্ত মাদ্রাস শিক্ষকের জুলাই মাসের এমপিও সীট ডাউনলোড করতে, নিচের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন এবং ব্রাউজ করুন।( বিস্তারিত নির্দেশনা নিচের অনুচ্ছেদে দেখুন)
এমপিওভুক্ত স্কুল-কলেজ এর জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন স্কুল-কলেজ এর শিক্ষক-কর্মচারীর, জুলাই মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুলাই মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তিটি দেখা যাবে অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে।
এমপিওভুক্ত স্কুল-কলেজ এর জুলাই মাসের বেতন-ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে উত্তোলন করা যাবে ১০/০৮/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজ এর জুলাই মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
School College MPO Sheet July 2020 Download Link: জুলাই এমপিও সীট ২০২০ ডাউনলোড
জুলাই মাসের এমপিও সীট ডাউনলোড করা যাবে, নিম্নোক্ত গুগল ড্রাইভ লিংক থেকে। (নির্দেশনা দেখুন নিচের অনুচ্ছেদে)
School-College, Madrasah, Technical MPO Sheet July 2020 Download Instruction
এমপিও সীট ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন-
সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লিংকটি কপি করে, ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।
গুগল ড্রাইভের ফাইলটি ওপেন হলে, ব্যাংকের নাম লিখা কতকগুলো ফাইল দেখতে পাবেন।
আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয় সে নামের ফাইলে ক্লিক করুন।
এখানে এমপিও সীট, টপ সীট ও ভাউচার সীট পেয়ে যাবেন।
এবার আপনার প্রতিষ্ঠানের ফাইলগুলো খুঁজে ডাউনলোড করে প্রিন্ট করুন।
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
সবশেষ আপডেট: ০২/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৫৬ অপরাহ্ন।
আমার জুলাই মাসের বেতন আসছে,কিন্তু বকেয়া বেতন কিভাবে পাবো জানাবেন
এমপিও সীটে আপনার প্রাপ্য টাকা দেখুন। সেখানে সর্বমোট কত টাকা এসেছে।
বকেয়া বেতনের জন্য কিভাবে আবেদন করবো জানাবেন? এবং কবে নাগাত পাওয়া যাবে জানাবেন? ধন্যবাদ
নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বকেয়া বেতন-ভাতা প্রাপ্তি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নতুন এক সার্কুলার জারি হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি জানুয়ারি 2018 তে এক প্রতিষ্ঠান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এমপিওভুক্ত হই। পরে জনুয়ারি 2020 আরেকটি প্রতিষ্ঠান যোগদান করি তারপর এমপিওভুক্তির টান্সফার আবেদন করলে জুলাই মাসে এমপিও ভুক্ত হয় কিন্তু আমার এক টাকাও বকেয়া আসেনি এবং পুরাতন ইনডেক্সে ইনক্রিমেন্ট গুলো আসে নাই। একেবারে সম্পূর্ণ নতুনভাবে বেতন আসছে এখন আমার এরিয়া আবেদনের ফরওয়ার্ডিং এবং রেজুলেশন কিভাবে করতে হয় আর এরিয়ার আবেদন করলে কি পুরাতন ইনক্রিমেন্ট গুলো লাগবে এই ব্যাপারে অভিজ্ঞদের মতামত কামনা করছি।
নতুন প্রতিষ্ঠান আপনি কোন পদের চাকুরী করছেন?
যদি আপনি পূর্বের ইন্ডেক্সে এমপিওভুক্তি হতে পারতেন, তাহলে বকেয়া বেতন ভাতা ও ইনক্রিমেন্ট পেতেন।
যেহেতু নতুন ভাবে আপনার এমপিওভুক্তি হয়েছে, সেহেতু আপনি আপনার বকেয়া ও পূর্বের ইনক্রিমেন্ট গুলো পাননি।
বিষয়গুলো নিয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করুন।
তিনি আপনাকে সঠিক পরামর্শ ও নির্দেশনা দিতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
জুলাই মাসের বেতন শীটে আমার স্কুল নাই কেন বলতে পারেন? শুধু আমার স্কুল না আসেপাসে কয়েকটা স্কুল নেই প্রতিমাসেই তো চলে আসে কিন্তু জুলাই মাসের গুলো পেলাম না। কবে নাগাত পেতে পারি?
আপলোডকৃত এমপিও সীটে ভালোভাবে খুঁজে দেখুন। আর হ্যাঁ, জুলাই এমপিও’তে অনেকে অভিযোগ করেছে, ভুল এমপিও সীট আপলোডের। আর আপনারা বলছেন, আপনাদের প্রতিষ্ঠানের এমপিও সীট নেই।
দু’একদিন অপেক্ষা করুন, আর বারবার খুঁজে দেখুন। নতুন করে এমপিও সীট আপলোড করা হতে পারে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বকেয়া ভাতার জন্য সব ধরনের কাগজপত্র সহ অনলাইনে আবেদন করেছি ৫/৮/২০- তারিখে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, DO,DD স্যারেরা যদি সঠিক টাইমে ফাইল সাবমিট করে, তাহলে আমার প্রশ্ন হল কবে নাগাত বকেয়া ভাতা পাবো? সঠিক তথ্য জানাবেন ধন্যবাদ
আপনার কাগজপত্র ঠিক থাকলে, আগামী এমপিও’তে আপনি আপনার বকেয়া বেতন-ভাতা পাবেন- এমনটা আশা করা যায়।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
Madrasa theke school a asa teacherder mpo kivabe abedon korbe ai bepare ektu janaben
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর অধিন প্রতিষ্ঠান থেকে স্কুল-কলেজে আসা ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি সম্পর্কে ১৬/০৭/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে।
সেখানে মাদ্রাসা ও কারিগরি থেকে আসা শিক্ষক-কর্মচারীর একটি তালিকা ২৩/০৭/২০২০ তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের কথা বলা হয়।
আপনার প্রতিষ্ঠান যদি এই তালিকা প্রেরণ করে থাকে তাহলে খুব সহজেই এমপিওভুক্ত হতে পারবেন। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন এখান থেকে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
আমার এমপিও সীটে প্রথমে আমার নাম Md. Habib Ullah ছাপানো হয়েছিল কিন্তু বিগত কয়েক বছর যাবৎ Habibullah ছাপানো হচ্ছে, Md Habib Ullah করতে হলে আমাকে কি করতে হবে? পরামর্শ দিলে উপকৃত হবো।
নাম সংশোধন এর জন্য আবেদন করতে হবে। এমপিও আবদনের মতই প্রকৃত নামের স্বপক্ষে কাগজপত্র সহ আবেদন করতে হবে। ধন্যবাদ।
আমি উচ্চতর গ্রেড অথাৎ(২২০০০/-টাকা স্কেলের জন্য আবেদন করেছি। বিএড স্কেল হতে একই স্কেলে ১২ বছর হয়েছে। আমার আবেদন এখন আইএস এ। আমি গত ২ বছরের বকেয়া ও বিগত ৩ টি ইনক্রিমেন্ট পাব কিনা ? দয়া করে জানাবেন।
বর্তমান এমপিও নীতিমালা অনুসারে শিক্ষকতা জীবনে দুটির বেশী উচ্চতর গ্রেড পাওয়া যাবে না। আর বকেয়া বেতন-ভাতার প্রাপ্তির ব্যাপারে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তিনি আপনাকে এ বিষয়ে পরামর্শ দিতে পারবেন।
ধন্যবাদ।