August MPO 2020: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন হস্তান্তর

August MPO 2020 (School-College Madrasah Technical): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন হস্তান্তর।

August Teacher MPO Update 2020: School-College Madrasah Technical

এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট বিভাগসমূহে, আগস্ট মাসের বেতন-ভাতার জি’ও জারি করা হয়।

এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর অধিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। (বেতন-ভাতার বিজ্ঞপ্তি নিচে দেখুন)

উল্লেখ্য, কিছুদিন আগে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন-ভাতার ছাড়ের মন্ত্রণালয়ে আদেশের (জি’ও) জন্য, সংশ্লিষ্ট অধিদপ্তরকে ২০ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়। আশা করা যাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় এর এমন পদক্ষেপ আগামীতে দ্রুত বেতন-ভাতার ছাড়ের প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

আরো পড়ুন: স্কুল-কলেজ অনলাইন এমপিও আবেদন এর নতুন সময়সূচী নির্ধারণ

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনভাতা প্রাপ্তির অধিদপ্তর এর নিদের্শনা জানতে নিচের লেখাটি পড়ুন।

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের বকেয়া বেতন-ভাতা সংক্রান্ত নির্দেশনা

August MPO 2020 (School-College): স্কুল-কলেজের আগস্ট মাসের বেতন-ভাতা হস্তান্তর

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর এর মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের আগস্ট মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকের প্রধান শাখা সমূহে ০১/০৯/২০২০ খ্রিষ্টাব্দে হস্তান্তর করা হয়।

এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০২০ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের বেতন-ভাতা অর্থ উত্তোলন করা যাবে ০৮/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের বেতন-ভাতা আদেশের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/৩৮৮০/০৪।

School-College August MPO Sheet 2020 Download Link

স্কুল-কলেজের আগস্ট মাসের ভাউচার ও টপ সীট ডাউনলোড করুন অধিদপ্তর এর গুগল ড্রাইভ নিম্নোক্ত ফোল্ডার থেকে।

স্কুল-কলেজের বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আগস্ট মাদ্রাসা এমপিও ২০২০: এমপিওভুক্ত মাদ্রাসার আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত, ২০২০ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের বেতন-ভাতার বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে মাদ্রাসার আগস্ট মাসের বেতন-ভাতার ০৪টি চেক, অনুদান বণ্টনকারী সোনালী, রূপালী, অগ্রনী ও জনতা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার সরকারী অংশের টাকা উত্তোলন করা যাবে ০৮/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

মাদ্রাসার বেতন-ভাতা আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.২০-৩৫১ তারিখ: ১-৯-২০২০।

Madrasah August MPO Sheet 2020 Download Link

মাদ্রাসার আগস্ট মাসের বেতন-ভাতার ভাউচার ও টপসীট ডাউনলোড করুন অধিদপ্তর এর গুগল ড্রাইভের নিম্নোক্ত লিংক থেকে।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের আগস্ট/২০২০ মাসের বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

Technical August MPO 2020: এমপিওভুক্ত কারিগরির আগস্ট মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের ( এইচএসসি- বিএম, এসএসসি- ভোকেশনাল এবং মাদ্রাসা- ভোকেশনাল ও বিএম) আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা ০৮) মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে বেতন-ভাতা প্রাপ্তির বিজ্ঞপ্তিটি ০২ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়েছে।

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৯/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

বেতন-ভাতার এমপিও সীট, ভাউচার ও টপ সীট ডাউনলোড করা যাবে অধিদপ্তর এর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে।

Karigori August MPO Sheet 2020 Download Link: কারিগরি আগস্ট ২০২০ এমপিও সীট

এমপিওভুক্ত কারিগরির আগস্ট মাসের এমপিও সীট পাওয়া যাবে নিম্নের লিংক থেকে।

কারিগরির বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।

স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও সম্পর্কে আরো জানুন-

Online MPO Application | শিক্ষক এমপিও আবেদন: কোথায় করবেন?

www.dshe.gov.bd – Teacher MPO Update: কীভাবে দেখবেন?

MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন

MEMIS Madrasah MPO Update – মাদ্রাসা এমপিও আপডেট দেখবেন কীভাবে?

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ | Techedu MPO Notice: কীভাবে দেখবেন?

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

সবশেষ আপডেট: ০৩/০৯/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ১১:৫৬ পূর্বাহ্ন।

“August MPO 2020: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন হস্তান্তর”-এ 12-টি মন্তব্য

    • সবকিছু ঠিকঠাক খাকলে ও সময়মতো এমপিও আবেদন নিষ্পত্তি হলে সেপ্টেম্বর/২০২০ মাসের এমপিও’তে বকেয়া বেতন-ভাতা পাওয়ার আশা করতে পারেন। তবে এসব কিছু নির্ভর করছে এমপিও আবেদনের নির্ভুলতা ও সময়মতো নিষ্পত্তির উপর।

    • স্কুল-কলেজের এমপিও সভা এমপিও মাসের ২০ তারিখের আগে হওয়ার কথা। কারণ ২০ তারিখের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতার আদেশের জন্য মন্ত্রণালয়ে তথ্য পাঠানো নির্দেশনা দেওয়া হয়েছে।
      ধন্যবাদ।

  1. গত ৫/৭/২০২০ ইং তারিখে বকেয়া বেতনের জন্য আবেদন করি, বর্তমানে আমার ফাইল ডিডি স্যারের কাছে আছে,এবং অনেক দিন যাবত ডিডি স্যারের কাছে ফাইল আটকে আছে,তাই আমি জানতে চাই কবে নাগাত ফাইল অগ্রায়ন করবে।

    জবাব
    • আপনি জানিয়েছেন আপনার বকেয়া বেতন-ভাতার আবেদন ডিডি অফিসে নিষ্পত্তির অপেক্ষায় আছে। এমতাবস্থায় আবেদনের কোন কারণে নিষ্পত্তি হচ্ছে না তার কারণ জানিয়ে কোন বার্তা দিয়েছে কী-না তা জানার চেষ্টা করুন। সেপ্টেম্বর/২০২০ মাসের নতুন এমপিওতে বকেয়া বেতন-ভাতা প্রাপ্তির সম্ভাবনা আছে। পারলে অফিসের গিয়ে খোঁজ-খবর নিতে পারেন। ধন্যবাদ।

  2. আমি ইন্ডেক্স ট্রান্সফারের আবেদনের প্রেক্ষিতে গত ১৫ তারিখ তা কার্যকর হয়েছে।মানে ওয়েবসাইটের কলেজ শিক্ষক তালিকায় আমার নাম সংযোজন হয়েছে।আমি জানুয়ারি/২০২০ থেকে বেতন তুলিনি।আমি কি সেপ্টেম্বরের বিলের সাথে বকেয়া পাবো? উল্লেখ্য,আমি ২ কলেজেই NTRCA এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। নানা অফিসিয়াল জটিলতায় এতো দেরি হয়েছে।ধন্যবাদ।

    জবাব
    • আমাদের জানা মতে, বকেয়া বেতন-ভাতা পেতে আবেদন করতে হয়। আপনি আবেদন করে থাকলে পেতে পারেন। আর নিশ্চিতভাবে জানতে আর কিছু দিন অপেক্ষা করুন। সেপ্টেম্বর মাসের এমপিও প্রকাশ হলে তা জানতে পারবেন। ধন্যবাদ।

মন্তব্য করুন