Home » June MPO 2022: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের চেক ছাড়

June MPO 2022: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের চেক ছাড়

June MPO 2022 (School-College, Madrasah, Technical)

June MPO 2022 (School-College, Madrasah, Technical): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

June MPO 2022: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জুন মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়েছে।

৩ জুলাই এমপি ভুক্ত স্কুল কলেজের জুন মাসের বেতন ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৪ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে।

সবশেষ ১২ জুলাই কারিগরি শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতার চেক ছাড় করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের বেতন ভাতা ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো জানুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)

স্কুল কলেজের জুন মাসের বেতনের চেক হস্তান্তর

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর স্কুল কলেজের জুন মাসের বেতনের চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, শিক্ষকদের জুন মাসের বেতন ভাতা ছাড়ের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

স্কুল কলেজের শিক্ষকগণ জুন মাসের বেতন ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

লক্ষ্য করুন: স্কুল কলেজের ঈদ বোনাসের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

নিচের অনুচ্ছেদ থেকে স্কুল কলেজের জুন মাসের এমপিও সিট সংগ্রহ করুন।

আরো পড়ুন:

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর

এবতেদায়ী মাদ্রাসার বেতন ২০২২: এপ্রিল-জুন মাসের চেক ছাড়

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস এর চেক হস্তান্তর

June MPO Sheet 2022: স্কুল কলেজ জুন এমপিও শিট ২০২২

শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত নিচের লিংক থেকে জুন মাসের এমপিও সিট সরাসরি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1y2nuFp9W7bhsViy8iW6grFsV0Kj3ShKF?usp=sharing

উপরের লিংকটি কপি করে ব্রাউজারে অ্যাড্রেস বারে পেস্ট করে ব্রাউজ করুন। এমপিও সিটের পাতাটি ওপেন হলে, ব্যাংকভিত্তিক এমপিও শীটের কপি ডাউনলোড করতে পারবেন।

মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতার চেক ছাড়

এমপি ভক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

৪ জুলাই তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে জুন মাসের বেতন ভাতার চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষকগণ জুন মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ০৭/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের অনুচ্ছেদ থেকে জুন মাসের মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করুন।

Madrasha June MPO sheet 2022: মাদ্রাসা জুন এমপিও সিট ২০২২

নিচের লিংক থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মাদ্রাসা শিক্ষকদের জুন মাসের এমপিও সিট সরাসরি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/mobile/folders/1tGD_pn9EytuZgqdCIVggO4J3VoeZRYB_?usp=sharing

উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করে ব্রাউজ করুন। এখান থেকে ব্যাংক ভিত্তিক এমপিও সিট সংগ্রহ করা যাবে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

১২ জুলাই ২০২২ খ্রি. তারিখে কারিগরির জুন মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষকদের জুন মাসের বেতন ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৭/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের লিংক থেকে কারিগরির জুন মাসের এমপিও শীট উত্তোলন করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/4807_File_June_2022.html

এমপিও ভুক্ত স্কুল-কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জুন মাসের বেতন ভাতার খবর জানতে প্রতিবেদনটির সাথেই থাকুন।

আমরা এ বিষয়ে আপডেট খবর পেলে এই প্রতিবেদনের তৎক্ষণাৎ জানিয়ে দেব।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

9 thoughts on “June MPO 2022: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের চেক ছাড়”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top