July MPO 2021 (School-College, Madrasah, Technical): এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও ও বেতনের চেক ছাড় করা হয়েছে।
School-College, Madrasah, Technical Teacher July MPO Update 2021
সূচীপত্র...
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২০২১ সালের জুলাই মাসের এমপিও প্রকাশ ও চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
২ আগস্ট, মাদ্রসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক ছাড়ের নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
সবশেষ ৩ আগস্ট, স্কুল-কলেজের জুলাই মাসের বেতন ছাড় করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
(বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।
স্কুল-কলেজের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারীদের উচ্চতর স্কেল, বিএড স্কেল সহ জুলাই মাসের বেতনের চেক ছাড়ের পদক্ষেপ নিতে দেখা গেছে।
আশা করা যাচ্ছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকল এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক ছাড় করা হবে।
আরো পড়ুন:
MPO Notice | Teacher MPO কীভাবে দেখবেন?
Madrasha MPO Notice | কোথায়, কীভাবে দেখবেন?
Techedu MPO Notice | কারিগরি এমপিও নোটিশ দেখবেন কীভাবে?
July Madrasah MPO 2021: মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার জুলাই মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
০২ আগস্ট ২০২১ খ্রি. তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বেতন-ভাতার চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বেতন ছাড়ের বিজ্ঞপ্তি, অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর সাথে, জুলাই মাসের আপডেট করা নতুন এমপিও শিট অধিদপ্তরে আপলোড করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ২০২১ খ্রিষ্টাব্দের জুলাই মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৮/০৮/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
বেতনের স্মারক নম্বর ও তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনের লিখে রাখুন। এমপিও শিটের লিংক নিচের অনুচ্ছেদে দেখুন।
Madrasah Teacher July MPO Sheet 2021: মাদ্রাসার জুলাই/২০২১ মাসের এমপিও শিট
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও আপডেট করা হয়েছে। নিচের লিংক থেকে জুলাই মাসের আপডেটকৃত নতুন এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1CqLdbCqdwrGCeltI557YatL8iM_rC4iq?usp=sharing
কারিগরি প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতা হস্তান্তর
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর এবং এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের বেতনের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত বেতনের বিজ্ঞপ্তি, ০২ আগস্ট ২০২১ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১২/০৮/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে লিখে রাখুন। আর এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন নিচের অনুচ্ছেদে।
Technical July MPO Sheet 2021: কারিগরির জুলাই মাসের এমপিও শিট
নিচের লিংক থেকে কারিগরির জুলাই মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/
স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সহপরিচালক (সাঃ প্রশাঃ) রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
০৩ আগস্ট, জুলাই মাসের বেতন ছাড়ের বিজ্ঞপ্তি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এবারের এমপিও’তে নতুন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত, উচ্চতর স্কেল সহ নতুন করে এমপিও শিট আপডেট করা হয়েছে।
স্কুল-কলেজের জুলাই মাসের বেতন-ভাতা, অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১২/০৮/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৮৫৪/১৩- হিসাব তারিখ: ০৩/০৮/২০২১ খ্রি..
নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। প্রয়োজনে এমপিও শিট সংগ্রহ করুন।
School-College July MPO Sheet 2021: স্কুল-কলেজ জুলাই এমপিও শিট ২০২১
নিচের লিংক থেকে স্কুল-কলেজের জুলাই মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1l5vi7oRND3qVk9V3FtKv6Od02YquJyj-?usp=sharing
জুলাই মাসের এমপিও’তে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী শিক্ষকদের উচ্চতর স্কেল, বিএড/কামিল স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানরা অভিজ্ঞতার স্কেল পেয়েছেন।
এবারের জুলাই মাসের এমপিও সভায় নতুন করে স্কুল-কলেজের ১ হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।
বিএড স্কেল পেয়েছেন ১৪৮ জন। এছাড়া উচ্চতর গ্রেড, সহাকারী অধ্যাপক স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানেরা অভিজ্ঞতার স্কেল পেয়েছেন।
নতুন আপডেট করা জুলাই মাসের এমপিও শিট হতে অনলাইনে শিক্ষক-কর্মচারীগণ তারা তাদের প্রাপ্ত নতুন ইনডেক্স নম্বর ও পরিবর্তিত স্কেল সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারবেন।
আরো দেখুন:
Online MPO Application | শিক্ষক এমপিও আবেদন কোথায় করবেন?
www.dshe.gov.bd – Teacher MPO Update কীভাবে দেখবেন?
MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন
MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা এমপিও আপডেট দেখবেন কীভাবে?
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৩/০৮/২০২১ খ্রি. তারিখ ০১:২৮ অপরাহ্ন।
৩০.০৫.২০২১ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইংরেজিতে নামের বানান সংশোধনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে হাতে হাতে আবেদন জমা দিয়েছিলাম। জুলাই ২১ এম পি ও তে সংশোধন হয়ে আসবে কিনা।
কাগজপত্র ঠিক থাকলে এবং অধিদপ্তরের নাম সংশোধনী সভায় অনুমোদিত হলে জুলাই মাসে এমপিও’তে নাম সংশোধন হওয়ার কথা। ধন্যবাদ।
বেসরকারি মাদ্রাসার সহকারি মৌলভীরা যুগের পর যুগ যুগ ধরে ১০ম কোডে আছে তাদের উচ্চতর স্কেল ২০২১ কবে, তারা কি সহকারি শিক্ষক নয়?একই কাজ একই পদ, কেউ ৯ম কোডে কেউ ১০ম কোডে কেন? এ কঠিন বৈষম্য কবে কিভাবে দুর হবে জানাইবেন? ধন্যবাদ,
এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ।
What can we do for distinguishing bed scale and others scale?
এবিষয়ে বিস্তারিত জানালে কিছু বলা যেত। ধন্যবাদ।
EFT এর মাধ্যমে কোন মাস থেকে বেতন পাওয়া যাবে।
এবিষয়ে এখনো কোন তথ্য আমরা পায়নি। ধন্যবাদ।
what about our EFT latest news ? plz !
দেখা যাক, স্কুল-কলেজের জুলাই মাসের বেতন কোন পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয় ছাড় করে। এবিষয়ে অধিদপ্তর নতুন কোন তথ্য সরবরাহ করেনি। ধন্যবাদ।
আমরা ইএফটি এর মাধ্যমে কবে নাগাদ বেতন পেতে পারি?
এবিষয়ে মাউশি অধিদপ্তরে নতুন কোন তথ্য প্রকাশ হতে আমরা দেখিনি। ধন্যবাদ।
সেপ্টেম্বর ২০২০ এ যাহারা উচ্চতর স্কেল পেয়েছেন, তাহারা জুলাই ২০২১ এ ইনক্রিমেন্ট পাবেন কিনা? জানাবেন Please.
৫% ইনক্রিমেন্ট পাওয়ার কথা। জুলাই মাসের বেতন হলে নিশ্চিত জানা যাবে। ধন্যবাদ।
আচ্ছা ভাইয়া কারিগরি শিক্ষকদের জানুয়ারি ২০২১ এমপিও নীতিমালার অনুমোদন কবে হবে?এবং এই চলতি আগস্ট মাসের ভিতরে বেতন ভাতা ছাড় করা হবে বলে কি আশা করা যাচ্ছে ভাইয়া?
আসলে কবে, কখন কারিগরির সংশোধিত এমপিও নীতিমালা কার্যকর হবে এটা আমাদের পক্ষে আগে থেকে বলা সম্ভব নয়। ধন্যবাদ।
আচ্ছা ভাইয়া কারিগরি শিক্ষদের জানুয়ারি ২০২১ এর সংশোধিত এমপিও নীতিমালার কাগজপত্র শিক্ষাবোর্ডে জমা পড়েছে কি?
আচ্ছা ভাইয়া কারিগরি শিক্ষদের জানুয়ারি ২০২১ এর সংশোধিত এমপিও নীতিমালার কাগজপত্র শিক্ষাবোর্ডে জমা পড়েছে কি?প্লিজ বলুন না ভাইয়া।
এবিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। ধন্যবাদ।
Incriment fixetion MADRASHA kobey Hobe
এবিষয়ে আমরা এখনো কোন তথ্য পায়নি। মাদ্রাসা অধিদপ্তর থেকে এবিষয়ে তথ্য পেলে আমরা জানাবো।