JSC Result with Number Sheet 2022, JDC Result With Full Marksheet – All Education Board – জেএসসি রেজাল্ট, জেডিসি রেজাল্ট মার্কসীটসহ দেখতে eboardresults.com সাইটে ক্লিক করুন।
All Board JSC, JDC Result 2022 with Number Sheet : জেএসসি রেজাল্ট মার্কশীটসহ দেখার নিয়ম
সূচীপত্র...
JSC, JDC Result 2022 (পূর্ণ নম্বরপত্রসহ) সম্পর্কীত প্রতিবেদন থেকে আপনি যা জানতে পারবেন-
- JSC Exam Result কী?
- JDC Exam Result কী?
- জেএসসি ও জেডিসি রেজাল্ট কখন ও কোথায় দেখা যায়?
- JSC Result (with Number Sheet) ও JDC Result (With Full Mark sheet) অনলাইনে কীভাবে দেখা যাবে?
- Mobile SMS এর সাহায্যে JSC ও JDC Result জানা যাবে কীভাবে?
এক নজরে JSC/JDC Exam Result
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জেএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ। Junior School Certificate সংক্ষেপে JSC সনদটি, শিক্ষা জীবনের অষ্টম শ্রেণীর পর পাবলিক পরীক্ষার মাধ্যমে অর্জিত হয়। তাই জেএসসি সনদ লাভ করতে যে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার ফলাফলই JSC Examination Result।
মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীন Junior Dakhil Certificate সংক্ষেপে JDC সনদটি, JSC সনদের সমমানের একটি সনদ।
সাধারণ শিক্ষার অষ্টম শ্রেণীর পর যেমন জেএসসি পরীক্ষার পর একটি সনদ প্রদান করা হয়, তেমনই মাদ্রাসা শিক্ষাতেও অষ্টম শ্রেণীর পর JDC সনদ প্রদান করা হয়।
মাদ্রাসা শিক্ষায় অষ্টম শ্রেণীর শিক্ষা শেষে যে পাবলিক পরীক্ষা হয়, তার ফলাফলই হলো JDC Examination Result।
আরো জানুন:
Education Board SSC Result BD 2022: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২২
অনলাইনে জেএসসি ও জেডিসি রেজাল্ট ২০২২ দেখার ঠিকানা
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল, সাধারণ চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশিত হয়। পরীক্ষা বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয়। পূর্ববর্তী বছরগুলোর ফলাফল প্রকাশের তারিখ হতে এমন অনুমান করা যায়।
নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট প্রকাশমাত্রই, অনলাইনে তা দেখতে পাওয়া যায়। পূর্বে যেখানে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে হতো, এখন ঘরে বসেই সহজে ও দ্রুত তা দেখা যায়।
মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে, অনলাইনে ও মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে দ্রুত পরীক্ষার ফলাফল জানা যাবে। অনলাইনে নিম্নোক্ত ঠিকানা রেজাল্ট পাওয়া যাবে-
- https://eboardresults.com
- http://www.educationboardresults.gov.bd
জেএসসি, জেডিসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশমাত্রই, অনলাইনে সকল বোর্ডের ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষার্থীর পূর্ণ নম্বরসহ ফলাফল পেতে হলে বা গোটা প্রতিষ্ঠানের ফলাফল দেখতে হলে, https://eboardresults.com ঠিকানায় যেতে হবে।
এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে, Mobile SMSএ মাধ্যমে JSC/JDC Result জানা যাবে।
JSC Result with Number Sheet 2022 ও JDC Result With Full Mark Sheet 2022 অনলাইনে দেখার নিয়ম
আপনার মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন। ঠিকানাটি https://eboardresults.com ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে, WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS ওয়েবসাইটে যান।
eboardresults.com এর হোমপেজে নিচের ছবির মত পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন।
এখানে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথম অপশন বোর্ডের ফলাফল, আর নিচের অপশন গুলোতে ফলাফলের বিশ্লেষণ নির্ভর রিপোর্ট দেখা যায়।
পরীক্ষার্থীর ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের JSC, JDC Result দেখতে, HSC/HSC/JSC/Equivalent লেখা প্রথম লিংকটিতে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যে নিচের ছবির মত একটি Result Search পাতা দেখতে পাবেন।
উপরের ছবির মত রেজাল্ট সার্চ ফরমে প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে ও লিখে, সবশেষে Get Result বাটনে ক্লিক করে ফলাফল দেখুন।
- Examination: প্রথমে পরীক্ষার নাম ডান পাশের সিলেক্ট বক্সের ক্লিক করে নির্বাচন করুন।
- Year: সিলেক্ট বক্স হতে পরীক্ষার বছর 2022 নির্বাচন করুন।
- Board: পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করুন।
- Result Type: এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন একজন পরীক্ষা ব্যক্তিগত রেজাল্ট পেতে Individual Result, আর গোটা প্রতিষ্ঠানে রেজাল্ট পেতে Institution Result লেখা অপশনের একটি নির্বাচন করুন। প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে উক্ত প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রয়োজন হবে।
- Roll: পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
- Registration (Optional): এটা দেওয়া ঐচ্ছিক। পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন। এটা লিখলেই কেবলমাত্র পূর্ণ নম্বর সহ রেজাল্ট দেখা যাবে। না হলে কেবলমাত্র গ্রেড পয়েন্টের ভিত্তিতে রেজাল্ট প্রদর্শিত হবে।
- Security Key: নিরাপত্তা কী-ওয়ার্ড হিসাবে এখানে কয়েকটি আঁকাবাঁকা ইংরেজী অক্ষর প্রদর্শিত হবে। ভালোভাবে দেখে তা ডানদিকের টেক্সবক্সে লিখতে হবে। এটা ভূল হলে এরর দেখাবে।
- Get Result: উপরের তথ্য সঠিকভাবে লিখে ও নির্বাচন করে সবশেষে Get Result বাটনে ক্লিক করুন।
উপরের তথ্যগুলি সঠিক থাকলে কিছু সময়ের মধ্যে একটি নতুন পাতায় পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও নম্বরসহ ফলাফল দেখা যাবে।
বিঃ দ্রঃ- ফলাফল প্রকাশের দিন গোটা দেশের মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক ব্যাস্ত থাকার কারণে, ফলাফল পেতে সমস্যা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে বারবার চেষ্টা করতে থাকুন।
প্রতিষ্ঠানের JSC, JDC Result 2022 দেখার নির্দেশনা
গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে, উপরের ছবিতে Result Type অপশনটি লক্ষ্য করুন।
এখানে প্রতিষ্ঠানের রেজাল্ট পেতে Individual Result এর পরিবর্তে Institution Result লেখা অপশনটি নির্বাচন করুন।
Institution Result অপশনটি নির্বাচন করা হলে নিচে EIIN লেখা একটি টেক্স বক্স আসবে। এখানে উক্ত প্রতিষ্ঠানের সঠিক EIIN নম্বর লিখুন।
যদি EIIN নম্বর জানা না থাকে, তাহলে Tree ও List লেখা লিংক দুটির একটিতে ক্লিক করুন।
ভিন্ন পাতায় বাংলাদেশের জেলা ও উপজেলা ভিত্তিক, সকল প্রতিষ্ঠানের EIIN নম্বর দেখতে পাবেন।
এরপর Security Key সঠিকভাবে পূরণ করে Get Result বাটনে ক্লিক করে, গোটা প্রতিষ্ঠানের গ্রেড পয়েন্ট ভিত্তিক রেজাল্ট দেখুন।
Mobile SMS এর সাহায্যে JSC/JDC Result 2022 (with Marksheet) জানার পদ্ধতি
বাংলাদেশের যে কোন অপারেটরের মোবাইল ফোন ব্যবহার করে, Mobile SMS এর সাহায্যে JSC ও JDC Result জানা যাবে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে জেএসসি ও জেডিসি ফলাফল পেতে যা প্রয়োজন হবে-
- শিক্ষার্থীর পরীক্ষার নাম (ইংরেজী অক্ষরে)। যেমন- JSC অথবা JDC।
- শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে, তার নামের প্রথম তিনটি অক্ষর। যেমন- RAJSHAHI বোর্ড হলে RAJ, আর DHAKA বোর্ড DHA। সকল শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষরের তালিকা নিচে দেওয়া হয়েছে, দেখুন।
- শিক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর। যেমন- 123456। সঠিক রোল নম্বর পেতে শিক্ষার্থীর প্রবেশপত্র দেখুন।
- পরীক্ষার্থী যে বছরে JSC অথবা JDC পরীক্ষা দিয়েছে। যদি 2022 সালের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে পরীক্ষার বছর হবে 2021।
Mobile SMS এর সাহায্যে JSC ও JDC Result জানতে, সাধারণ এসএমএস চার্জ প্রয়োজন হবে। তাই মোবাইলে ব্যালান্স আছে কী না তা পরীক্ষা করে নিন।
Mobile SMS এর সাহায্যে JSC/JDC Result 2022 পাওয়ার SMS Format
মোবাইল ফোন এর ম্যাসেজ অপশনে যান। এবার নতুন ম্যাসেজ লিখার অপশনটি বের করে লিখুন-
JSC Result 2022 পেতে নিচের ফরম্যাট লক্ষ্য করুন।
JSC<একটি Space দিন><First Three Letters of Board Name><একটি Space দিন<>Roll Number<>একটি Space দিন<>2022 এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
কোন একজন রাজশাহী শিক্ষা বোর্ড এর অন্তর্গত, JSC শিক্ষার্থীর ফলাফল জানার এসএমএস ফরম্যাট দেখুন।
JSC RAJ 123456 2022 Send=16222
JDC Result 2022 পেতে নিচের ফরম্যাট লক্ষ্য করুন।
JDC<একটি Space দিন><First Three Letters of Madrasah Board><একটি Space দিন<>Roll Number<>একটি Space দিন<>2022 এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
কোন একজন মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অন্তর্গত, JDC শিক্ষার্থীর ফলাফল জানার এসএমএস ফরম্যাট দেখুন।
JDC MAD 123456 2022 Send=16222
বিঃ দ্রঃ উপরোক্ত JSC ও JDC ম্যাসেজ ফরম্যাটে একজন কল্পিত শিক্ষার্থীর রোল নম্বর ব্যবহার করা হয়েছে। এখানে যে শিক্ষার্থীর ফলাফল চান তার নিজের রোল নম্বর দিন।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর
- Dhaka Education Board =DHA
- Chittagong Education Board =CHI
- Comilla Education Board= COM
- Barisal Education Board= BAR
- Dinajpur Education Board= DIN
- Jessore Education Board= JES
- Rajshahi Education Board= RAJ
- Sylhet Education Board= SYL
- Mymensingh Education Board= MYM
- Madrasah Education Board= MAD
JSC, JDC Result (with Number Sheet) পেতে সমস্যা হলে মন্তব্য করে আমাদের জানান।
লেখাটি সবাইকে জানাতে ফেসবুক, টুইটার সহ সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
বাংলাদেশ শিক্ষা বোর্ড প্রকাশিত আরো কিছু ফলাফলের তথ্য, যা আপনি জানতে পারেন-
DPE PSC Result 2022: পিএসসি ও ইবতেদায়ী ফলাফল ২০২২
SSC Result 2022: এসএসসি ফলাফল ২০২২ (নাম্বার সহ)
HSC Result 2021: এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ২৯/১০/২০২২ খ্রি. তারিখ ১১:৫৫ পূর্বাহ্ন।
JSC তে কি নাম্বারপত্র দেখায়? কোন বিষয়েকত পাইছি।।।।
অনলাইনে সাধারণত JSC Exam Result এর গ্রেড পয়েন্ট ভিত্তিক ফলাফল পাওয়া যায়। তবে জেএসসি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে যেহেতু অষ্টম শ্রেণীর বৃত্তি ফলাফল দেওয়া হবে, সেহেতু এটা থেকে কে বেশী নম্বর পেল তা অনুমান করা যাবে। বর্তমান সিস্টেমে এর চেয়ে বেশী কিছু জানার ব্যবস্থা এখনো নেই। মানে কে কত নম্বর পেল তা জানা সম্ভব নয়।
ধন্যবাদ ও শুভকামনা রইল।
লালমনিরহাট শহিদ শাহাজান কলনী
Yes
সব বিষয় দেখতে চাই
আচ্ছা, শুধু রোল জানি কিন্তু রেজিঃ নং জানিনা এখন কীভাবে রেজাল্ট জানতে পারবো জানেন?
কোন শিক্ষার্থীর JSC Result জানতে রোল নম্বর হলেও রেজাল্ট জানা যাবে। উপরোক্ত পদ্ধতিতে রেজি নম্বর দেওয়া ঐচ্ছিক। আপনি শুধু রোল নম্বর দিয়ে শিক্ষার্থীর জেএসসি রেজাল্ট এর প্রাপ্ত গ্রেড জানতে পারবেন। ধন্যবাদ।
Ami jsc 2020 salar result khuja pascina
সঠিক রোল নম্বর দিয়ে খুঁজুন। আর এবিষয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।
আমি জিএসি রেজাল মারসিট চাই
আমি ২০১৮ সালে যারা জেএসসি দিয়েছে তাদের রেজাল্ট জানতে চাই। নাম্বার সহ।
২০১৮ সালের মার্কসীটসহ জেএসসি রেজাল্ট জানা যাবে। আপনি https://eboardresults.com/app/stud/ লিংক থেকে উপরোক্ত প্রতিবেদনের নির্দেশনামত রোল ও রেজি নম্বর দিয়ে জেএসসির মার্কসীটসহ রেজাল্ট দেখতে পারবেন। এ বিষয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।
আমি ২০২১ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা দিয়েছে কিন্তু আমি রোল নাম্বার পাইনি যার কারণে আমার দশম শ্রেণীর রেজিস্ট্রেশন হয়নি, যে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে সেখান থেকে বলছে এখনো রোল নাম্বার আসেনি….আমার রেজিস্ট্রেশন নাম্বার.2118807929 সাল.2021 শ্রেণী.Eight জন্ম সাল.30.04.2007 মাদ্রাসার নাম.(115010) আলহাজ্ব কুরবান আলী আলিম মাদ্রাসা উপজেলা. মংলা(583) জেলা. বাগেরহাট।( দয়া করে রোল নাম্বারটা দেওয়ার অনুরোধ রইলো )।,,,,,আল্লাহ হাফেজ
আপনার সমস্যার বিষয়ে আপনার প্রতিষ্ঠান ও বোর্ডে থেকে সহায়তা নিন।
আমি ২০১১ সালে জে এস সি দিয়েছি। আমার রুল নাম্বার মনে নাই রেজিষ্ট্রেশন নাম্বার জানা আছে তাহলে কি আমি আমার রেজাল্ট দেখতে পাব
আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে রোল নম্বর যোগাড় করতে পারেন। ধন্যবাদ।
আমি ২০১৪ সালে জেএসসি পরীক্ষা দিয়েছি রোল নম্বর রেজিস্ট্রার নম্বর কোনো কিছু মনে নাই এখন কিভাবে আমি জেএসসি রেজাল্ট জানব?
প্রবেশপত্রে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার আছে। সেখান থেকে এগুলো পেতে পারেন।
Ami JSC ER registration number kivabe Janbo?
Amr admit card o haroye geyeche
আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। সেখানে হয়তো রেজিস্ট্রারে আপনার জেএসসির রেজিঃ নম্বর থাকতে পারে। ধন্যবাদ।
Catipicket lagbe jsc 2020
ময়মনসিংহ বোর্ডের আওতায় ২০২১ সালে JSC পরীক্ষার রোল নাম্বার জানতে পারছিনা।যার ফলে অন্য স্কুলে ভর্তী করাতে পারছিনা। তাছাড়া যশোর বোর্ডের আওতায় ক্লাস নাইনে ভর্তীর মেয়াদ শেষ এখন আমি কি করতে পারি?
জেএসসি পরীক্ষার রোল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে থাকার সম্ভাবনা আছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন।
2019 সালের জে এস সি পরীক্ষার ফলাফল নাম্বার সহ দেখতে পারতেছি না প্লিজ হেল্প
খুব সম্ভবত জেএসসি পরীক্ষার নম্বর দেখা যায় না। তবে জিপিএ দেখা যায়।
ami jsc registration kori nai kichu hobe