বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৪ (সিপাহী ১০২ তম ব্যাচ)

২০২৪ সালের ১০২ তম ব্যাচে বিজিবি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন শুরু ১৫ মার্চ তারিখে। আবেদন গ্রহণ চলবে ২৪ মার্চ তারিখ পর্যন্ত।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৪ (সিপাহী ১০২ তম ব্যাচ)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০২ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। ১৫ মার্চ সকাল ১০:০০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। সিপাহী পদের আবেদন গ্রহণ চলবে ২৪ মার্চ ২০২৪ খ্রি. তারিখ রাত ১২:০০টা পর্যন্ত।

কেবলমাত্র অনলাইনে বিজিবির সিপাহী পদে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের ঠিকানা: https://joinborderguard.bgb.gov.bd/

বিজিবি সিপাহী পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স

পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয় ক্ষেত্রে এসএসসি/সম্মান পরীক্ষা কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

পুরুষ মহিলা উয়ের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় বলে বিজিবির সার্কুলারে জানানো হয়েছে।

শারিরিক যোগ্যতা (পুরুষ মহিলা)

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ১.৬৭৬ মিটার (৫”-৬”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫”-৪”)। ওজন ৪৯.৮৯৫ কেজি ( ১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। বুকের মাপ  স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ ( ৩০ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ ( ৩২ ইঞ্চি)। দৃষ্টিশক্তি ৬/৬।

মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ১.৫৭৪ মিটার (৫”-২”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫”-০”)। ওজন ৪৭.১৭৩ কেজি ( ১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)। বুকের মাপ স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ ( ২৮ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ ( ৩০ ইঞ্চি)। দৃষ্টিশক্তি ৬/৬।

বিজিবির সিপাহী (জিডি) পদের বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০ টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ সার্কুলার ২০২৪ (BGB recruitment circular)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওয়েবসাইটে প্রকাশিত সিপাহী জিডি পদের নিয়োগ সার্কুলারে আবেদনের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আবেদন করার আগে নিয়োগ সার্কুলার ভালোভাবে পদে নিন। যেসব তথ্য ও ডকুমেন্টস প্রয়োজন হবে তা আগে থেকে সংগ্রহ করে রাখুন। নিচের অনুচ্ছেদে বিজিবির নিয়োগ সার্কুলারের অনুলিপি যুক্ত করা হলো।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ সার্কুলার ২০২৪

বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৪ (১০২ তম ব্যাচ)

২০২৪ সালের বিজিবি নিয়োগ সার্কুলার সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন;

৪৬ তম বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে পিএসসি

প্রাথমিক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৪ [ঢাকা চট্টগ্রাম বিভাগ]

স্কুলে নিয়োগ ও বিএসসি সমমান পাচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলীরা

তথ্যসূত্র-

বর্ডার গার্ড বাংলাদেশ

মন্তব্য করুন