চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার D ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল ১৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখ রাতে প্রকাশ করা হয়েছে।
চবির ভর্তি ওয়েবসাইট (admission.cu.ac.bd) ও দাপ্তরিক ফেসবুক পেজ থেকে ডি-ইউনিটের প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে। (নিচের অনুচ্ছেদে ফলাফলের পিডিএফ কপি যুক্ত করা হয়েছে)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার D ইউনিটের ফলাফল ২০২৪
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র D ইউনিট ভতি পরীক্ষার ফলাফল, ১৯ মার্চ তারিখ মঙ্গলবার রাত ৮টার সময় প্রকাশ করা হয়েছে।
চবির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে, ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে। চবির ডি ইউনিটের ভর্তির প্রকাশিত ফলাফল অনলাইনে দেখা যাবে।
আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফল জানতে পারবেন। এছাড়া চবির দাপ্তরিক ফেসবুক পেজ থেকে ভর্তি রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।
চবির বি ইউনিট ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (cu admission result 2024)
অনলাইনে চবির প্রকাশিত D ইউনিট ভর্তি রেজাল্ট দুইভাবে দেখা যাবে। ভর্তির দাপ্তরিক ওয়েবসাইটে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন।
এছাড়া চবির দাপ্তরিক ফেসবুক পেজে সি ইউনিটের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা চবির ফেসবুক পেজ থেকে এই ইউনিটের ভর্তি রেজাল্ট দেখে নিতে পারবেন।
চবির ভর্তি ওয়েবসাইটের ঠিকানা:
চবির ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/login/?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fictcu%2F
লক্ষ্য করুন: নিচের লিংক থেকে চবির ডি-ইউনিটের ভর্তি রেজাল্ট সরাসরি দেখা যাচ্ছে।
- চবির D-ইউনিট সাধারণ আসনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
উপরোক্ত লিংকে ক্লিক করে D-ইউনিটের ভতি রেজাল্ট সরাসরি দেখা যাবে।
ভর্তি রেজাল্ট পেতে কোন সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৪
তথ্যসূত্র-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট।