শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

সরকারি-বেসরকারি শিক্ষকদের করোনা টিকা

সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি (এমপিও-নন এমপিও) শিক্ষকদের জরুরী ভিত্তিতে করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

বাংলাদেশের সকল স্কুল-কলেজের, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের জরুরী ভিত্তিতে করোনা টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) গ্রহণ করতে, শিক্ষা মন্ত্রণালয় জরুরী নির্দেশনা জারী করেছে।

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজের শিক্ষকদের টিকা গ্রহণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শাখার দাপ্তরিক ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ২৮/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ০৫/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের অনুরূপ এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ০৭/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, সংযুক্ত ফরমের নির্দেশনা অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ৪০ বছর বয়সের নিচের শিক্ষক-কর্মচারীদের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

৪০ বছরের নিচের শিক্ষকদের টিকা গ্রহণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১১/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

এদিকে যাদের বয়স ৪০ বছরের কম, অধিদপ্তরে তালিকা পাঠিয়েও যারা নিবন্ধন জটিলতায় এখনো করোনা টিকা নিতে পারেননি, তাদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

(বিজ্ঞপ্তি নিজের অনুচ্ছেদে)।

করোনা টিকা গ্রহণের তালিকা সম্পর্কে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

আরো পড়ুন: স্কুল-কলেজ খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৯ মার্চ পর্যন্ত 

স্কুল-কলেজের ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদের টিকা গ্রহণের জন্য তথ্য প্রেরণ

সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীগণ, টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে জটিলতায় পড়লে তাদের তথ্য প্রেরণ করতে বলা হয়েছে।

টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে না পারা শিক্ষক-কর্মচারীগণ, অধিদপ্তর এর নির্ধারিত গুগল ফরমে তাদের তথ্য প্রেরণ করতে বলা হয়েছে।

২২/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে ঠিকা গ্রহণে নিবন্ধন করতে না পারা শিক্ষক-কর্মচারীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

টিকা গ্রহণে নিবন্ধনের তথ্য প্রেরণের গুগল ফরমের লিংক

৪০ বছরের নিচের বয়সী শিক্ষক-কর্মচারীরাও এখন টিকা নিতে পারবেন

সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীরা এখন টিকা গ্রহণের জন্য নিবন্ধন ও টিকা গ্রহণ করতে পারবেন।

সুরক্ষা অ্যাপে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এই বিভাগে এনআইডি ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে, শিক্ষকদের ৩০ মার্চের মধ্যে টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

টিকা গ্রহণের সাম্প্রতিক বিজ্ঞপ্তি দেখুন

৪০ বছরের কম বয়সীদের শিক্ষকদের করোনা টিকা গ্রহণ

স্কুল-কলেজ শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

স্কুল-কলেজের শিক্ষকদের জন্য প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বেই দেশের সকল এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা গ্রহণ করতে হবে।

৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষক-কর্মচারীদের www.surokkha.gov.bd ঠিকানায় গিয়ে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

এছাড়া মোবাইলে সুরক্ষা অ্যাপে গিয়েও শিক্ষক ক্যাটাগরিতে করোনা টিকা গ্রহণের জন্য শিক্ষকরা নিবন্ধন করতে পারবেন।

আর সে সব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বছরের কম তাদের তালিকা, প্রতিবেদনে যুক্ত নির্ধারিত ছকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর এর নিকট সফট কপি প্রেরণ করতে হবে।

ছকে শিক্ষক-কর্মচারীর নিজ বিভাগ, জেলা ও উপজেলার নাম, শিক্ষক-কর্মচারীর নাম ও পদবী, এনআইডি নম্বর, জন্ম তারিখ ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত তালিকার শিক্ষক-কর্মচারীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরও টিকা গ্রহণ করতে হবে।

আরো জানুন: February School-College EFT MPO 2021 | ফেব্রুয়ারি এমপিও ২০২১

উল্লেখ্য, ৩০ মার্চ হতে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হবে। এর আগেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের টিকা গ্রহণ করতে হবে।

তবে কবে নাগাদ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে, সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য জানা যায় নি।

শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত স্কুল-কলেজ শিক্ষকদের করোনা টিকা গ্রহণের বিজ্ঞপ্তি দেখুন

স্কুল-কলেজ শিক্ষকদের করোনা টিকা
[সরকারি-বেসরকারি (এমপিও-নন এমপিও) স্কুল-কলেজ শিক্ষকদের করোনা টিকা গ্রহণের বিজ্ঞপ্তি]
আরো দেখুন:

Madrasah February MPO 2021: মাদ্রসার ফেব্রুয়ারি মাসের বেতন হস্তান্তর

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | SSC-HSC Syllabus 2021

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021

প্রাথমিক সিলেবাস ২০২১ (পুনর্বিন্যাসকৃত) Primary Syllabus 2021

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ওয়েবসাইট।

সবশেষ আপডেট: ১৮/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৩৭ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন