Madrasah February MPO 2021: মাদ্রসার ফেব্রুয়ারি মাসের বেতন হস্তান্তর

Madrasah Teacher February MPO 2021

Madrasah February MPO 2021: এমপিওভুক্ত মাদ্রসা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

Madrasah February MPO 2021: মাদ্রসা ফেব্রুয়ারি এমপিও/২০২১ ও বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের, ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিক বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি ০৪/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে ২০২১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের বেতনের ৪টি চেক সোনালী, রূপালী, অগ্রনী ও জনতা ব্যাংকের প্রধান/স্থানীয শাখায় হস্তান্তর তথ্য জানানো হয়েছে।

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ফেব্রয়ারি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে উত্তোলন করতে পারবেন ১১/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

মাদ্রাসার ফেব্রুয়ারির বেতনের স্মারক: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.২০-৬৯ তারিখ: ০৪/০৩/২০২১

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি

মাদ্রসা ফেব্রুয়ারি এমপিও নোটিশ ২০২১

আরো পড়ুন: শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ

Madrasah February MPO Sheet 2021: মাদ্রাসা ফেব্রুয়ারি এমপিও শিট ২০২১

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার এমপিও শিট পাওয়া যাবে অধিদপ্তর এর অফিসিয়াল গুগল ড্রাইভ ফোল্ডারে।

করোনা ভাইরাস জনিত কারণে প্রায় এক বছর থেকে প্রতি মাসের এমপিও শিটের সফট কপি অনলাইনে পাওয়া যাচ্ছে।

অযথা ঝুঁকি না বাড়িয়ে, নিচে সংযুক্ত লিংক থেকে অনলাইনে থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার এমপিও শিটের কপি সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1Mt9PBKsFc2wxtPTUXo25wzWtFTFI9CEG?usp=sharing

নির্দেশনা: প্রথমে উপরের গুগল ড্রাইভ লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

লিংকটি ব্রাউজারে ওপেন হলে, ব্যাংকের নাম লেখা কতগুলো ফোল্ডার দেখতে পাবেন।

এবার আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের নাম লেখা ফোল্ডারে ক্লিক করুন।

সেখানে এমপিও শিট, ভাউচার ইত্যাদি লেখা কতগুলো পিডিএফ ফাইল দেখা যাবে।

এখান থেকে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট, ভাউচার খুঁজে বের করুন এবং প্রয়োজনে প্রিন্ট করুন।

আরো জানুন: স্কুল-কলেজ, মাদ্রাসা খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৯ মার্চ পর্যন্ত

Madrasah EFT: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ইএফটি মাধ্যমে বেতন হস্তান্তরের আপডেট

প্রাথমিক শিক্ষকের পর বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন, ইএফটি’র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে EMIS সেলে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ইএফটি তথ্য হালনাগাদ শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয় নি। তবে মার্চ মাস থেকে সরাসরি বেতন যাবে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে।

কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের, ইএফটি তথ্য হালনাগাদের কোন নিশ্চিত খবর পাওয়া যায় নি।

আশা করা যাচ্ছে স্কুল-কলেজের ইএফটি চালু হওয়ার পরপর মাদ্রাসারও ইএফটি চালু হবে। MEMIS সফটওয়ার আপগ্রেডেশন করে তারপর ইএফটি তথ্য হালনাগাদের পদক্ষেপ নেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ইএফটি বাস্তবায়ন সম্পর্কে এখনো অফিসিয়ালি কোন পদক্ষেপ নেওয়া হয় নি। এতে করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষকগণ, যত দ্রুত সম্ভব ইএফটি’র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে, সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছেন।

আরো দেখুন:

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021

মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“Madrasah February MPO 2021: মাদ্রসার ফেব্রুয়ারি মাসের বেতন হস্তান্তর”-এ 2-টি মন্তব্য

  1. এমপিও কমিটির মিটিং মাদ্রাসার মার্চ ২০২১ কত তারিখেঅনুষ্ঠিতহ।

    জবাব
    • আপনার প্রশ্নের জবাব দেওয়ার সময় পর্যন্ত মাদ্রাসা অধিদপ্তরে মার্চ মাসের এমপিও সভা অনুষ্ঠানের বিষয়ে কোন তথ্য প্রকাশ হতে আমরা দেখিনি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।

মন্তব্য করুন