Home » ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অনলাইনে ঢাবির ভর্তি আবেদন শুরু হবে ১৮ ডিসেম্বর তারিখে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারী থেকে। এবারে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষার নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ থেকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায়, ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। কিছুদিন আগেও যেখানে ৫ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হতো।

এছাড়া ৪ বছর মেয়াদি অনার্স ভর্তি পরীক্ষার নামেও এবারে পরিবর্তন থাকছে বলে জানা গেছে। গত বছর থেকে অনার্স ভর্তি পরীক্ষাটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ২০২৪ সালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরো জানুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ [আবেদনের যোগ্যতা, সিলেবাস ও মানবণ্টন]

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (NU Honours Admission 2024)

২০২৪ সালের ঢাবি অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ (আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম)

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার (আন্ডারগ্রাজুয়েট) অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে।

অনলাইনে ভর্তি আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তির অনলাইন আবেদন ফি ১০৫০/= টাকা।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. তারিখ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু হবে। সকল ইউনিটের পরীক্ষা গ্রহণ শেষ হবে ০৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে।

ঢাবির নতুন নামকরণকৃত আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নিচের অনুচ্ছেদ থেকে দেখুন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শুক্রবারে।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ০১ মার্চ ২০২৪ শুক্রবার।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার।

সবশেষে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ০৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে (সাধারণ জ্ঞান ও অংকন)।

চারুকলা বাদে সকল ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষার দেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির প্রেস বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ডিসেম্বর তারিখে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ভর্তি অনলাইন আবেদন, ভর্তি যোগ্যতা ও পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিচের অনুচ্ছেদে ঢাবির অনার্স ভর্তি পরীক্ষার প্রেস বিজ্ঞপ্তি দেখুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ঢাবির অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠান তারিখ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমবিবিএস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: MBBS Admission 2024

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৪ (CUET RUET KUET Admission)

তথ্যসূত্র-

ঢাকা বিশ্ববিদ্যালয়

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top