ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৩

ঢাবি ভর্তি পরীক্ষা ২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। অনলাইনে ঢাবির ভর্তি আবেদন শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল থেকে। এবারে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষার নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। ২৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ থেকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায়, ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আগে যেখানে ৫ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

এছাড়া ৪ বছর মেয়াদি অনার্স ভর্তি পরীক্ষার নামেও এবারে পরিবর্তন আসছে বলে জানা গেছে। এখন থেকে অনার্স ভর্তি পরীক্ষাটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ২০২৩ সালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় পরীক্ষার ইউনিট কমানো ও পরীক্ষার নামের পরির্বতনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, অনার্স ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

১২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরো জানুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ [আবেদনের যোগ্যতা, সিলেবাস ও মানবণ্টন]

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ (NU Honours Admission 2023)

ঢাবি ভর্তি পরীক্ষার নতুন সিদ্ধান্ত: পরীক্ষার নাম বদলাচ্ছে, কমছে ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নামের পরিবর্তন করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বের সাথে তাল মিলিয়ে এবার থেকে ঢাবির অনার্স ভর্তি পরীক্ষা, আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে নামকরণ করা হবে।

এদিকে এবার থেকে ৫ ইউনিটের পরিবর্তে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির। এবারের ভর্তি পরীক্ষার ইউনিটগুলোর নাম হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

২০২৩ সালের ঢাবি অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ (আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম)

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার (আন্ডারগ্রাজুয়েট) অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ২০ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

অনলাইনে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ২৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু হবে। সকল ইউনিটের পরীক্ষা গ্রহণ শেষ হবে ১৩ মে ২০২৩ খ্রি. তারিখে।

ঢাবির নতুন নামকরণকৃত আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নিচের অনুচ্ছেদ থেকে দেখুন।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল তারিখ অনুষ্ঠিত হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ৬ মে তারিখে।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ১২ মে।

সবশেষ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে ২০২৩ খ্রি. তারিখে।

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা অনুষ্ঠানের কেন্দ্র সম্পর্কে জানুন নিচের যুক্ত ছবি থেকে।

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২২-২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ঢাবির অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠান তারিখ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমবিবিএস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: MBBS Admission 2023

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৩ (CUET RUET KUET Admission)

তথ্যসূত্র-

ঢাকা বিশ্ববিদ্যালয়

Share This:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − seven =