জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ১ম বর্ষ ভর্তি তথ্য ২০২২

২০২০-২০২১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি আবেদনের সময়সূচি, যোগ্যতা ও ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

সদ্য খবর: গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ভর্তি তথ্য ২০২২: আবেদনের যোগ্যতা ও সময়সূচি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে। অনলাইনে আবেদন ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

গত বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়টির ভর্তিতে থাকছে জিপিএ নম্বর। ১৭ অক্টোবরে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একই সাথে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে।

গুচ্ছ কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি পরিশোধ করে গুচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটে ভর্তি আবেদন করতে পারবেন।

ভর্তি তথ্য সংক্রান্ত ওয়েবসাইট-

http://admission.jnu.ac.bd

www.jnu.ac.bd

আরো জানুন:

গুচ্ছ পদ্ধতিতে ২২ বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২ PDF (জাতীয় বিশ্ববিদ্যালয়)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে। এছাড়া মেধা তালিকা প্রকাশ ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

অনলাইনে জবির ভর্তি আবেদন শুরু হবে ১৭ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ বেলা ১২:০০ টা থেকে।

ভর্তি আবেদন করার শেষ সময় ২৭ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ  রাত ১১:৫৯ টা পর্যন্ত।

আবেদনের ঠিকানা: http://admission.jnu.ac.bd

আবেদন ফি তিন ইউনিট/বিভাগের জন্য ৫০০/= (ছয় শত) টাকা। এর সাথে সার্ভিস চার্জ যুক্ত হবে।

২০২২ সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভর্তি জন্য আবেদন করতে পারবে।

আবেদনকারীদের ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ইউনিট ভিত্তিক নির্দিষ্ট যোগ্যতা অধিকারী হতে হবে।

এ-ইউনিট (বিজ্ঞান): এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮:০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ৩:৫০ এর নিচে থাকা চলবে না।

বি-ইউনিট (মানবিক): উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ থাকতে হবে ৭:০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩:০০ এর নিচে গ্রহণযোগ্য হবে না।

সি-ইউনিট (বাণিজ্য): চতুর্থ বিষয় সহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ৩:০০ এর নিচের জিপিএ থাকা চলবে না।

সংগীত ও চারুকলা বিভাগ: এখানে ভর্তির জন্য আবেদন করতে ন্যূনতম উভয় পরীক্ষায় মোট জিপিএ চতুর্থ বিষয় সহ ৬:৫০ থাকতে হবে। তবে এখানে কোন পরীক্ষায় জিপিএ ৩:০০ এর নিচের থাকা চলবে না।

নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ: চতুর্থ বিষয় সহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭:০০ থাকতে হবে। এখানেও কোন একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩:০০ এর নিচে থাকা চলবে না।

ভর্তি আবেদনের যোগ্যতা সম্পর্কে আরো জানুন নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তির আবেদনের যোগ্যতা অনুচ্ছেদ থেকে।

জবি অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা ২০২২

আরো পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (অনার্স ১ম বর্ষ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির নম্বর বন্টন ও মেধা তালিকা নীতিমালা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর ও এসএসসি/সমমান ১০ এবং এইচএসসি/সমমান ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের মেধাতালিকা প্রকাশ করা হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ভর্তি তথ্য সম্পর্কে আরো জানার থাকলে লিখে জানাতে পারেন।

আর লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১৭ অক্টোবর, ফি ৫০০ টাকা

ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: আবেদনের যোগ্যতা ও সময়সূচি

তথ্যসূত্র:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সবশেষ আপডেট: ১৬/১০/২০২২ খ্রি. তারিখ ০৮:১৫ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন