প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৮ ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছিলো। কিন্তু কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে প্রকাশিত ফল স্থগিত করে অধিদপ্তর। স্থগিত বৃত্তির রেজাল্ট ১ মার্চ তারিখ বুধবার রাত ১০টার সময় প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল দেখার নিয়ম জানুন।
৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২: ফলাফল দেখবেন যেভাবে (সংশোধিত)
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৮ ফেব্রুয়ারি তারিখ মঙ্গলবার প্রথম প্রকাশ করা হয়েছিলো। কিন্তু পরীক্ষার রেজাল্টে কারিগরি ত্রুটির কারণে প্রকাশিত রেজাল্ট বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd), প্রাথমিক বৃত্তির স্থগিত রেজাল্ট ১ মার্চ ২০২৩ খ্রি. তারিখে পুনরায় প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে, ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সংশোধিত রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত প্রাথমিকের বৃত্তি পরীক্ষার রেজাল্ট, অধিদপ্তরের ওয়েবসাইটে থেকে অনলাইনে ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীদের তথ্য দিয়ে নিজ নিজ বৃত্তি রেজাল্ট দেখা যাবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, থানা/উপজেলা ও জেলা ভিত্তিক রেজাল্ট এখানে পাওয়া যাবে।
আরো জানুন:
প্রাথমিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ মুক্তপাঠ প্রশিক্ষণ নিয়ম
ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রশিক্ষণ গ্রহণের নিয়ম
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২: এক নজরে
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ৪টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা ২ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
২০২২ সালে প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহন করেছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ৮২ হাজারেরও বেশী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিকের এবারের বৃত্তি পরীক্ষায় ৩৩ হাজার ট্যালেন্টপুলে আর সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
৩০০ টাকা মাসিক হারে ট্যালেন্টপুল আর ২২৫ টাকা হারে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। ছাত্র ও ছাত্রীদের সমান কোটায় বৃত্তি প্রদান করা হবে।
Primary Scholarship Result 2022 pdf download
দেশের সকল জেলা ও উপজেরার বৃত্তির রেজাল্ট জানা যাবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বৃত্তির রেজাল্টের পিডিএফ ফাইল থেকে।
নিচের লিংকগুলো থেকে বিভাগভিত্তিক বৃত্তির সংশোধিত রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।
যে বিভাগের রেজাল্ট দেখতে চান, সে লিংকের উপর ক্লিক করুন। নতুন পাতায় জেলার নাম দেখতে পাবেন। জেলার নামে ক্লিক করলে উপজেলা/থানা ভিত্তিক বৃত্তির রেজাল্ট দেখতে পাবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
প্রাথমিকের ৫ম শ্রেণীর বৃত্তির ফল প্রকাশের পর হতে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অনলাইনে বৃত্তির ফলাফল পাওয়া যাবে।
বৃত্তির ফলাফল দেখতে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। নিচের ঠিকানাতে ক্লিক করলে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোমপেজ ওপেন হলে, সেখানে সমাপনী ও বৃত্তির ফলাফল লেখা লিংক দেখতে পাবেন।
অথবা বৃত্তির রেজাল্ট সার্চ পাতায় সরাসরি যেতে নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।
এই লিংকে ক্লিক করলে রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।
বৃত্তির ফলাফলের সার্চ পাতা ওপেন হলে, এখানে পরীক্ষার্থীর তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে। এছাড়া গোটা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলার ফলাফল এখান থেকে জানা যাবে।
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf (সংশোধিত প্রজ্ঞাপন)
DPE Notice (www.dpe.gov.bd) Primary Notice দেখুন
প্রাথমিক ক্লাস রুটিন ২০২৩: Primary School Class Routine 2023
তথ্যসূত্র-
Kagoje britti denni keno?
অনলাইনে পাবেন।
Britti result kagoje chharenni keno?
Asa kori britti paise
Nice
দেখতে পারছি না
কিছু পরপর চেষ্টা করে দেখুন। অথবা আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগযোগ করুন।
Ami o dekhte parchina
প্রতিবেদনে পিডিএফ ফাইল যুক্ত করা আছে। সেটা ডাউনলোড করে দেখুন।
Result showw kore nato….Web site moteo kaj kore na.
পিডিএফ কপি ডাউনলোড করুন। প্রতিবেদনের নিচের অংশে বিভাগ ভিত্তিক বৃত্তির রেজাল্টের পিডিএফ লিংক দেওয়া আছে।
এটা কি শিক্ষা অধিদপ্তরের ভালের সার্ভার।সেই বিকেল থেকে কোনও কাজ করে না😡😡
রাত ১০টার পরে বৃত্তি পরীক্ষার রেজাল্ট পিডিএফ কপিতে প্রকাশ করা হয়েছে।
আমার মেয়ে আরফা আক্তার তানহা,সরকারি বি,কে,জি,সি,বালিকা উচ্চ বিদ্যালয়,হবিগঞ্জ হতে ৫ম শ্রেণী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত হয়। যার রোল নং ১০০৯।কিন্তু সংশোধিত তালিকায় তার নাম বাতিল দেখানো হয়।
যা আমাদের বোধগম্য নয় এবং অত্যন্ত হতাশজনক। মেয়েটির উপর অযথা মানসিক চাপ সৃষ্টি হয়েছে।
অতএব, এবিষয়ে পুনঃ যাচাই/তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
সিরিয়া আক্তার
মা ও অভিভাবক
মোবাইল ০১৭৭১৭১৩৪০০।
রোল নাম্বার অনুসারে একক ফলাফল আসে না। মনে হচ্ছে সফটওয়্যার আপডেট নয়। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত রেজাল্ট অপশন দেয়া আছে। ২০২২ বা ২০২৩ নেই। অনুগ্রহ করে বিষয়টি দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।
এবারে পিডিএফ কপিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।