১৬তম শিক্ষক নিবন্ধন ফল প্রকাশ | NTRCA Teletalk Com BD

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল ২০২০

১৬তম শিক্ষক নিবন্ধন ফল ২০২০ প্রকাশ করা হয়েছে। 16th NTRCA Result 2020 অনলাইনে পেতে ntrca.teletalk.com.bd/result ওয়েবসাইটে আসুন।

১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আজ (১১/১১/২০২০ খ্রিষ্টাব্দ)  রাত ১১টায় এ ফলাফল প্রকাশ করে।

লিখিত পরীক্ষার প্রায় এক বছরের মাথায়, নিবন্ধন ফলাফল প্রকাশ করা হয়। পাশের সার্বিক হার শতকরা ১৪.৪৮ ভাগ।

স্কুল পর্যায়ে ১৭,১৪০ জন,  কলেজ পর্যায়ে ৪,০৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। আর স্কুল-২ পর্যায়ে ১,২০৩ জন উত্তীর্ণ হন। মোট  ২২,৩৯৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১,৫৪,৬৬৫ জন।

বেসরকারী শিক্ষক নিবন্ধন ফলাফল পাওয়া যাবে অনলাইনে। এছাড়া, নিবন্ধনে উত্তীর্ণদের মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল জানানো হবে।

মোবাইলে ফলাফল পেতে, নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর দিয়েছিলেন সচল রাখুন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দিন, তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

আর পড়ুন: Latest NTRCA Notice | সদ্য এনটিআরসিএ নোটিশ: কীভাবে দেখবেন?

অনলাইনে এনটিআরসিএ ১৬তম শিক্ষক নিবন্ধন ফল পাওয়ার নির্দেশনা

এনটিআরসিএ কর্তৃক গৃহীত ১৬তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পাওয়া যাবে নিচের সংযুক্ত ঠিকানায়।

http://ntrca.teletalk.com.bd/result/

আপনার মোবাইল/কম্পিউটারের ব্রাউজারে উপরোক্ত ঠিকানাটি টাইপ করুন।

এবার কী-বোর্ডের Enter Go বাটনে ক্লিক  করলে নিচের ছবির মত রেজাল্ট সার্চ ফরম দেখতে পাবেন।

এনটিআরসিএ ১৬তম শিক্ষক নিবন্ধন ফলাফল

আশা করি উপরের ছবির মত রেজাল্ট সার্চ ফরম পাতাটি খুঁজে পেয়েছেন।

লক্ষ্য করুন, এখানে Roll No, Exam ও Submit লেখা তিনটি অপশন আছে। এবার নিচের নির্দেশনা মত সকল তথ্য দিন।

Roll No: এই টেক্স বক্সে আপনার নিবন্ধন পরীক্ষার রোল নম্বর দিন। প্রয়োজনে প্রবেশপত্র বের করে রোল নম্বর মিলিয়ে দেখুন।

Exam: এখানে Select One লেখা সিলেক্ট বক্সে ক্লিক করলে কয়েকবারের নিবন্ধন পরীক্ষার ফলাফলের লিংক দেখা যাবে। আপনি 16th NTRCA Exam (Written) লেখা লিংকটি সিলেক্ট করুন।

Submit: আপনার দেওয়া রোল নম্বর ও পরীক্ষার তথ্য ভালোভাবে দেখে, সবশেষে Submit বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্খিত ফলাফল শিট দেখতে পাবেন।

এখানে বলে রাখা ভালো যে, ফল প্রকাশের দিন অতিরিক্ত চাপের কারণে আপনি হয়তো ফল পেতে কিছু সমস্যায় পড়তে পারেন। তাই ধৈর্য না হারিয়ে বারবার চেষ্টা করতে থাকুন।

আর জানুন: NTRCA Latest Result | ntrca.teletalk.com.bd | সদ্য এনটিআরসিএ রেজাল্ট

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে

১৬তম লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে। করোনা ভাইরাস জনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন প্রায় ৩০ জনের মত পরীক্ষার্থীর মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে। এনটিআরসিএ ওয়েবসাইট হতে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

উল্লেখ্য, গত ২০১৯ খ্রিষ্টাব্দের ১৫ ও ১৬ নভেম্বর, শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে একই বছরের ৩০ আগস্ট ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় পাশের হার ছিলো শতকরা ২৩ দশমিক ৮২ ভাগ।

১৬তম বেসরকারী শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন।

তথ্যসূত্র:

Non-Government Teachers’ Registration & Certificatuion Authority (NTRCA)

সবশেষ আপডেট: ১৭/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:০৫ অপরাহ্ন।

মন্তব্য করুন