স্কুল-কলেজের ims module তথ্য হালনাগাদ ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত

স্কুল-কলেজের Institute Management System (IMS) Module তথ্য হালনাগাদ করার জরুরী নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি অধিদপ্তরের অধিন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা যাবে ৩০ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের IMS Module তথ্য ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে হালনাগাদের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের IMS মডিউলের তথ্য হালনাগাদের নোটিশ প্রকাশ করেছে অধিদপ্তর।

সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ এর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EMIS ড্যাশবোর্ডে লগইন করে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হবে।

আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার জন্য অধিদপ্তরের পক্ষ হতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করে, রিপোর্ট মেনুর স্বতন্ত্র প্রতিবেদন/ Individual Report অপশন হতে “প্রতিষ্ঠানের বিবরণ/ Institute Profile” ডাউনলোড করে, স্বাক্ষর ও সীল সহ হার্ডকপি সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আরো জানুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

সরকারি ছুটির তালিকা ২০২৩ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন)

স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ এর তথ্য ভান্ডার Education Management Information System (www.emis.gov.bd) এর আওতায় Institute Management System (IMS) এ তথ্য আপডেট করতে হবে।

এ বিষয়ের বিস্তারিত জানতে শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন।

স্কুল-কলেজের ims module তথ্য হালনাগাদের নোটিশ

School-College এর IMS-এ তথ্য হালনাগাদ করার নির্দেশিকা

স্কুল-কলেজের তথ্য হালনাগাদ করার জন্য www.emis.gov.bd ওয়েবসাইটে Institute Management System (IMS) ইউজার ম্যানুয়ালের সহায়তা নেওয়া যেতে পারে।

School-College IMS Entry short manual PDF দেখতে এখানে ক্লিক করুন।

স্কুল-কলেজের ims module-এ তথ্য হালনাগাদ করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

নৈপুণ্য অ্যাপ (noipunno.gov.bd): রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম

কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন