সেপ্টেম্বর শিক্ষক এমপিও ২০২০: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক ছাড়; এমপিও সীট প্রকাশ করা হয়েছে।
সেপ্টেম্বর এমপিও ২০২০: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারী প্রতিষ্ঠান এর শিক্ষক-কর্মচারী গণের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিভুক্ত এমপিও শিক্ষকদের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতনও ছাড় হয়েছে।
সবশেষে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর অধিন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। (নিচে দেখুন)
আরো পড়ুন: এমপিও আবেদন নিষ্পত্তি ও অগ্রায়ণে দীর্ঘসূত্রিতায় মন্ত্রণালয়ের হুঁশিয়ারী
September School-College MPO 2020: স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন হস্তান্তর
বেসরকারী স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান কার্যালয়ে, ০৪/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে বেতনের ০৮টি চেক হস্তান্তর করা হয়।
স্কুল-কলেজের নতুন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তি ও ইনডেক্স ভুক্ত শিক্ষক-কর্মচারী গণের নিয়মিত বেতন-ভাতার অর্থ ছাড় করা হয়েছে। এছাড়া এমপিও শিক্ষকদের টাইমস্কেল/উচ্চতর স্কেল, সিলেকশন গ্রেড, বিএড/কামিল স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল প্রদান করা হয়েছে।
সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় সংক্রান্ত বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত হয়।
অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, সেপ্টেম্বরের বেতন-ভাতা ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেতন-ভাতার সাথে সেপ্টেম্বর মাসের নতুন এমপিও সীট প্রকাশ করা হয়েছে। এমপিও সীট পাওয়া যাবে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে।
সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে উত্তোলন করা যাবে ১১/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
সেপ্টেম্বরের বেতন-ভাতার মূল বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
আরো পড়ুন: নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের বকেয়া বেতন-ভাতা সংক্রান্ত নির্দেশনা
School-College September MPO Sheet 2020: স্কুল কলেজ সেপ্টেম্বর ২০২০ এমপিও সীট
করোনা ভাইরাস জনিত কারণে এমপিও সীট অনলাইনে আপলোড করা হয়েছে। স্কুল-কলেজের এমপিও সীট পাওয়া যাবে নিম্নোক্ত লিংক থেকে।
আরো পড়ুন: www.dshe.gov.bd – Teacher MPO Update: কীভাবে দেখবেন?
সেপ্টেম্বর কারিগরি এমপিও ২০২০: কারিগরি শিক্ষক-কর্মচারীর বেতনের চেক হস্তান্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর যুগ্মসচিব, পরিচালক (ভোকেশনাল) কবির আল আসাদ স্বাক্ষরিত বেতন-ভাতা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেপ্টেম্বরের বেতন-ভাতার বিজ্ঞপ্তি, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে ০৫/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে।
সেপ্টেম্বরের বেতন-ভাতার ১২টি চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রদান/স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে উত্তোলন করা যাবে ১২/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
কারিগরি অধিদপ্তরে প্রকাশিত মুল বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
Technical September MPO Sheet 2020: কারিগরি এমপিও সীট সেপ্টেম্বর ২০২০
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠান এর এমপিও শীট লিংক:
সেপ্টেম্বর মাদ্রাসা এমপিও ২০২০: মাদ্রাসা শিক্ষকের সেপ্টেম্বরের বেতনের চেক ব্যাংকে
এমপিওভুক্ত বেসরকারী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট এর নোটিশ বোর্ডে প্রকাশিক এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত, ০৬/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি দেখা যাবে অধিদপ্তর এর নোটিশ বোর্ডে।
সেপ্টেম্বরের বেতন-ভাতার সাথে নতুন এমপিও শীট প্রকাশ করা হয়েছে। এমপিও শীট পাওয়া যাবে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে।
মাদ্রাসা শিক্ষকের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা, ব্যাংক হতে উত্তোলন করা যাবে ১১/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
আরো পড়ুন: Madrasah MPO Sheet Correction | মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন
মাদ্রাসার বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
Madrasah September MPO Sheet 2020: মাদ্রাসা সেপ্টেম্বর এমপিও সীট ২০২০
মাদ্রসার এমপিও সীট বরাবরের মত অনলাইনে পাওয়া যাবে। করোনা দুর্যোগের কারণে শিক্ষকদের হয়রানি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়।
অধিদপ্তর এর গুগল ড্রাইভ থেকে সংশ্লিষ্ট মাদ্রসার এমপিও শীট সংগ্রহ করা যাবে। এমপিও শীট পাওয়া নিচে সংযুক্ত লিংক থেকে।
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সবশেষ আপডেট: ০৭/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৪: ০২০ অপরাহ্ন।
upper gread
এমপিও সম্পর্কে জানতে বিস্তারিত প্রশ্ন করুন। ধন্যবাদ।
আমি গত ৫/৭/২০২০ তারিখ বকেয়ার জন্য আবেদন করি কিন্তু আমার ফাইল ডিডি স্যারের কাছে আটকে আছে, সেপ্টেম্বর মাসের বেতনের সাথে আসেনি শুধু বেতন আসছে বকেয়া আসেনি,এখন আমার করণীয় কি , এখনকি আবার ফাইল সাবমিট করতে হবে জানাবেন, ধন্যবাদ
আপনার ফাইল কোন অবস্থায় ডিডি অফিসে আছে তা জানার চেষ্টা করুন। স্কুল-কলেজের হলে EMIS Cell এর ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধানের ইউজার ও পাসওয়ার্ড দিয়ে আবেদনের অবস্থান ও বর্তমান স্টাটাস জানা যায়। আবেদনটি কোন কারণে রিজেক্ট হলে তার কারণ লেখা থাকবে।
আবেদনের অবস্থা জেনে তারপর পরবর্তী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।
বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বিএড কলেজ আছে? সেগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নং জানতে চাই (সরকারী ও বেসরকারী উল্লেখসহ)। এগুলোতে ভর্তি শুরু হয় কখন থেকে এবং কত মাসের কোর্স? জানালে উপকৃত হব।
দেশের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এর ওই রকম ডাটাবেজ খুঁজে পাওয়া দুস্কর। তবে এখানে কিছু বিএড কলেজের নাম পাবেন। নাম দিয়ে গুগলে সার্চ করলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর ঠিকানা পাবেন। এখন সরকারী-বেসরকারী প্রতিটি প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইট আছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে ভর্তি সংক্রান্ত তথ্য পাবেন।
আর আপনাদের তথ্যের চাহিদা পূরণ করতে অচিরেই দেশের বিএড কলেজের নাম, ঠিকানা, কোর্স ইত্যাদি বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
বাংলাদেশের যে কোন বিএড কলেজে বিএড কোর্স করলেই কি বিএড এর সমান বেতন স্কেল পাবো, নাকি নির্দিষ্ট কলেজে/প্রতিষ্ঠানে বিএড কোর্স করতে হবে? যদি প্রতিষ্ঠান নির্দিষ্ট হয়, তাহলে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলির নাম, ঠিকানা, মোবাইল নং দয়া করে জানাবেন।
বাংলাদেশ সরকার স্বীকৃত, বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএড প্রতিষ্ঠান থেকে বিএড করলেই হবে। তবে দেখতে হবে প্রতিষ্ঠানটির সনদের বৈধ অনুমোদন আজে কী না। তবে সরকারি কোন প্রতিষ্ঠান থেকে করা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও সনদের দিক থেকে নিশ্চিত। ধন্যবাদ।
আমি নতুন MPO ভুক্ত প্রতিষ্ঠানের একজন প্রভাষক।
আমার নিয়োগ ২০০০ সালের জুলাই মাসে। গত মে -জুন এর বিশেষ MPO থেকে বাদ পড়ায় আগষ্টের চলমান MPO তে আবেদন করে সেপ্টেম্বরে MPO ভুক্ত হই। কিন্তু আমার সেপ্টেম্বরের বেতনে ৫ % ইনক্রিমেন্ট যোগ হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই ….
আপনি বর্তমান অর্থবছরে এমপিওভুক্ত হয়েছেন। তাই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয় নি- এমনটাই মনে হচ্ছে। বকেয়াসহ বেতন প্রাপ্তির একটি বিজ্ঞপ্তি আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর পক্ষ থেকে। সফটওয়ার জটিলতা বা অন্য কারণে যারা এমপিওভুক্ত হতে পারেন নি তাদের জন্য। বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে পারেন এখান থেকে, ধন্যবাদ।
নতুন mpo ভুক্ত প্রতিষ্ঠানের ২০১৯ সালের জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্ত যারা সেপ্টেম্বর ২০২০ এ mpo ভুক্ত হয়েছেন তারা বর্তমান অর্থ বছরে ইনক্রিমেন্ট পাবেন কিনা, জানালে উপকৃত হবো।
বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে আলোচনা করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।
বকেয়া বেতন ভাতার আবেদনে বর্তমান অর্থ বছরের উৎসব ভাতা অন্তর্ভূক্ত করা যাবে কি ? দয়া করে জানাবেন
বিষয়টি নিয়ে আপনার এমপিও আবেদন যে দপ্তরে যাবে, সে দপ্তরের কর্তা ব্যাক্তির সাথে আলোচনা করুন। ধন্যবাদ।
আমি বি,এড স্কেলসহ প্রথম এম পি ও ভূক্ত হই এবং ৮ বছরে ১টি টাইম স্কেল পাই। আর কী কোন টাইম স্কেল পাব? অনেকেই বলছেন যে,টাইম স্কেল ২টি হবে।এই ব্যাপারে বিস্তারিত জানালে ধন্য হবো।ধন্যবাদ।
এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে চাকুরী জীবনে দুটি টাইমস্কেল/সিলেকশন গ্রেড পাওয়া যাবে। আপনি একটি পেয়েছেন বলে উল্লেখ করেছেন। তাহলে আরেকটি পেতে পারেন। কিন্তু কিছুদিন আগে বিএড স্কেলকেও উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা হবে বলে প্রজ্ঞাপন জারি হয়েছে। বিষয়টি বেশ জটিল।
আপনি আপনার সমস্যার বিষয়ে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তিনি আপনাকে এ বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।
নির্দিষ্ট স্কুলের চাকরি রত টিচার দের সনদ যাচাই কিভাবে দেখবো জানাবেন
আপনি যদি এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত সনদের কথা বলেন, তাহলে এর যাচাই করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। তবে কোন প্রতিষ্ঠানের শিক্ষকের সনদ যাচাইয়ের আবেদন করলে তা তারা যাচাই করে দেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটা দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেতে হবে। ধন্যবাদ।