সরকারি স্কুলে ভর্তি লটারি ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারি রেজাল্ট ১৭ ডিসেম্বর তারিখসকাল ১০টার সময় প্রকাশ করা হবে। অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তি রেজাল্ট দেখা যাবে। এছাড়া মোবাইল মেসেজে ভর্তি লটারি রেজাল্ট জানা যাবে।

সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ তারিখে

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া, লটারির প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিগত সালের মত এবারও ডিজিটাল লটারির ফলাফলের মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচন করে মাধ্যমিক স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে।

নতুন নিয়ম অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির জন্য পরীক্ষা দিতে হচ্ছে না। শুধু ভর্তির আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হয়েছে। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য হতে লটারির মাধ্যমে নির্বাচিতদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ও অনলাইনে আবেদন ফরম পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির অনুষ্ঠান ১৭ ডিসেম্বর তারিখ সকাল ১০টার সময় অনুষ্ঠিত হবে। লটারি অনুষ্ঠানের পর থেকে অনলাইন ও মোবাইল মেসেজে রেজাল্ট দেখা যাবে।

আরো জানুন:

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি লটারির ফলাফল ২০২৪

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট দেখার নিয়ম

শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মত অনলাইনে সকল সরকারি স্কুলের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনলাইনে এই লটারি প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করা হবে।

ভর্তি লটারি রেজাল্ট প্রকাশ করার পর হতে ওয়েবসাইট হতে, স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান ভর্তি ওয়েবসাইটে হতে রেজাল্ট জানতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ইউজার আইডি ব্যবহার করে নিচের ভর্তি ওয়েবসাইট থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট জানা যাবে।

https://gsa.teletalk.com.bd/

সরকারি স্কুলে ভর্তি রেজাল্ট ২০২৪

উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতায় শিক্ষার্থীর ইউজার আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে রেজাল্ট দেখা যাবে।

এছাড়া মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মেসেজ লিখে 16222 নম্বর পাঠিয়ে দিন।

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে, ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

কেবলমাত্র টেলিটক মোবাইল থেকে ভর্তি রেজাল্টের জন্য এসএমএস প্রেরণ করা যাবে।

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

“সরকারি স্কুলে ভর্তি লটারি ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে”-এ 70-টি মন্তব্য

  1. সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরিক্ষা নিলে ভাল হতো । স্কুলে যেহেতু পরিক্ষা হচ্ছে সেহেতু ভর্তি পরিক্ষা নিলে কর্তৃরক্ষের কি সমস্যা হতো বুঝলাম না । দয়া করে বলবেন কি ?

    জবাব
  2. অামার ছেলের জন্য ৬ষ্ট শ্রেনীতে আবেদন করেছি আমার বাড়ির কাছে লাটারী না বেধে যদি দূরের স্কালে বাধে তাহলে কি বাড়ির কাছের স্কুলে ভর্তি করতে পারবা?

    জবাব
    • আবেদনের সময় দুই ভার্সন করা গেলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে সফটওয়ার বলে দিবে। যদিও এবিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আপনি প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিশ্চিত তথ্য নিতে পারেন। ধন্যবাদ।

    • একজন স্টুডেন্ট কি শুধু একটা ক্লাসটার এ আবেদন করতে পারবে নাকি অন্য ক্লাসটার এও আবেদন করতে পারবে আলাদা আলাদা ফি দিয়ে???

  3. আমার মেয়ে টা ক্লাস ৫ তার বয়স ১১বছর ৮ মাস কিন্তু বারো প্লাস হয়নি ৬স্ঠ শ্রেনিতে কি উঠতে পারবে কিনা লটারির মাধ্যমে, এমতাবস্থায় আমার মেয়েটা লটারি তে হয়নি, না, সে বয়সের কারনে আগেই বাদ পড়ে গেছে তা জানার আমার খুব ইচ্ছে, আমি কিভাবে সাহায্য পেতে পারি তা জানালে একটা শিশুর কস্ট কিছু টা লাঘব হয়, আরেকটু জানিয়ে রাখি এ ব্যাপারে আমাদের কিছুই জানায় নি ।

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তির যোগ্যতা হলো, শিক্ষার্থীকে ৬+ বছর বয়স হতে হবে। এর কম হলে হবে না। তবে বয়স নাকি লটারিতে বাদ পড়েছে তা জানার বোধ হয় কোন উপায় নেই। ধন্যবাদ।

  4. আমি ভাগ্নিকে চতুর্থ শ্রণিতে ভর্তির জন্য সরকারি স্কুলে আবেদন করেছি কিন্তু কোন রেজাল্ট আসে না।
    এটার কারণ কি??
    না টিকলেও তো ওয়েটিং লিষ্টটে থাকবে, তাও নাই।
    এই বিষয়ে একটু জানালে ভালো হতো।

    জবাব
    • মেধা তালিকা ও ওয়েটিং লিস্টে নাম থাকতে লটারিতে নাম উঠতে হবে। আপনার ভাগ্নির নাম কোথাও নেই মানে মেধা ও অপেক্ষমান কোথাও চান্স পায়নি। ধন্যবাদ।

  5. আমার সন্তানের বয়স ৩০/১২/২০২১ তারিখে ৮ বছর পূর্ন হবে, সে কি ২০২২ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি হতে পারবে? সে এ বছর লটারিতে বিজয়ী হয়েছে।

    জবাব
  6. যশোর জেলা ইস্কুলে কি ২য় শ্রেণীতে লটারির মাধ্যমে ২০২২সালে ভর্তি নেবে ৷জন্ম নিবন্ধন করা আছে৷এটাকি ডিজিটাল করা লাগবে৷ জানাবেন প্লিজ৷
    বাচ্চার বয়স ৭+

    জবাব
  7. আমার মেয়ে আগামী বছর ৫ম শ্রেনীতে উঠবে।তার বয়স হবে ৯ বছর ৯মাস।সে কি ৫ম শ্রেনীতে ভর্তি হতে পারবে?নিয়ম অনুযায়ী যদি সে ভর্তি হতে না পারে, তাহলে আমরাতো মেয়েকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াব।দুই ক্ষেত্রেইতো সরকারী স্কুল।তাহলে নিয়মের যথার্থতা রইল কোথায়?

    জবাব
    • আপনি নিশ্চিত হয়ে নিন। যদি হয়, তাহলে আপনিও আবেদন করুন। তবে এটা বৈধ না হলে আবেদনপত্র বাতিলও হতে পারে। তাই নিজ দায়িত্বে আবেদন করুন।

  8. যে বাচ্চার পিতা অনেক বৎসর যাবত বিদেশ থাকে,পিতার NID নাম্বার নাই বা NID কার্ড নাই ,সে বাচ্চা কি পিতার পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবে? কিন্তু আবেদন ফর্মে পাসপোর্ট নাম্বারের কোন অপশন নাই। জানালে খুশী হব। ধন্যবাদ ।

    জবাব
  9. ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গুলো কে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।আমার প্রশ্ন, একজন শিক্ষার্থী কি আলাদা আলাদা করে তিনটি গ্রুপ থেকেই তিনটি ফর্মে বিদ্যালয় পছন্দ করে ভর্তির আবেদন করতে পারবে।

    জবাব
  10. আসসালামু আলাইকুম। আমার ছেলের ৩য় শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি । আবেদনের প্রেক্ষিতে সফল ম্যাসেজ ও পেয়েছি। ওর জন্ম তারিখ ২৪/১২/২০১৪। সে অনুযায়ী আগামী ২৪/১২/২০২২ তার বয়স ৮ বছর পূর্ণ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভর্তির জন্য বয়স কোন তারিখ কে ধরে আট বছর গণনা করা হবে? আবেদনের তারিখ থেকে নাকি ০১/০১/২০২৩ তারিখ ধরে ? দয়া করে জানালে বিশেষ ভাবে উপকৃত হবো।
    “ধন্যবাদ“

    জবাব
  11. সরকারি স্কুলে ভর্তি হওয়ার পরে এক জেলা থেকে অন্য জেলায় স্কুল পরিবর্তন করতে পারবে কিনা।
    যেমন আমার মেয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পড়ালেখা করেন, সে এখন সিরাজগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ভর্তি হতে ইচ্ছুক ।

    জবাব
  12. আমার বাচ্চা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে। তার বয়স ০১/০১/২০২৩ তারিখে ১১+ হতে ২৩ দিন কম থাকবে। তদপ্রেক্ষিতে জন্ম নিবন্ধন সংশোধনের উদ্যোগ নেই। আমার ছোট ভাই একজন শিক্ষক তার কাছে বিষয়টি পরামর্শ করলে সে বলল যে, এ বিষয়ে ২০২০ সালে হাইকোর্টে একটি রিট হয়েছে তারপর থেকে বয়সের বিষয়টি স্থগিত রয়েছে। অনলাইনে আবেদনের সময়ও দেখলাম যে, সঠিকভাবে সাবমিট হয়েছে। এ আইনটি যদি কার্যকরই থাকতো তাহলেতো অনলাইনে সাবমিটের সময় বয়সের ঘরে রেড কালার দিয়ে নির্দেশনা দিয়ে দিতো। Educator Desks এর কাছে হাইকোর্টের রিট সম্পর্কে জানতে চাই। বিস্তারিত বললে কৃতার্থ হবো।

    জবাব
    • এই বিষয়টিতে নতুন করে প্রকাশিত ভর্তি নীতিমালায় আবারো বলা হয়েছে, ভর্তির বয়স ছয় বছরের বেশি হতে হবে। তবে কি বোঝা যাবে ভর্তির সময়।

  13. আসসালামু আলাইকুম, আমার ছেলের জন্ম তারিখ ০৪-০৭-২০১৪। আমি তাকে ২০২৪ সালে ৫ম শ্রেণীতে সরকারী স্কুলে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক। আগামী ০১-০১-২০২৪ তারিখে তার বয়স হবে ০৯ বছর ০৬ মাস। এই ক্ষেত্রে আমি আবেদন করতে পারব কিনা দয়া করে জানালে খুব ভাল হয়।

    জবাব
  14. আসসালামুআলাইকুম আমার ছেলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে সেক্ষেত্রে কি ৩ জেলায় ৩টি আবেদন করতে পারবে? জামালপুর সদর এ আবেদন করলে মাত্র ১টি স্কুল দেখায় সেখানে ডে শিফট এবং মরনিং সিফট পুরণ করলে ২টি বিদ্যায় গণনা করা হলো তাহলে আমি কিভাবে ৫টি বিদ্যালয় চয়েজ দিতে পারবো? আর জামালপুর জেলা স্কুলে সরকারী প্রাথমিক বিদ্যালয় এর কোন কোঠা পূরণ করা যাচ্ছে না তাহলে করণীয় কি? জানালে অনেক কৃতজ্ঞ থাকবো।

    জবাব

মন্তব্য করুন