সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট ২৮ নভেম্বর ২০২৩ তারিখে

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারি আবেদন ফরম ২৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি লটারি ফলাফল ২৮ নভেম্বর তারিখে প্রকাশ করা হবে।

অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তি রেজাল্ট দেখা যাবে। এছাড়া মোবাইল মেসেজে ভর্তি লটারি রেজাল্ট জানা যাবে।

লক্ষ্য করুন: সরকারি স্কুলের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে স্কুলের ভর্তির মেধা ও অপেক্ষমান তালিকার রেজাল্ট দেখা যাবে।

সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট ২৮ নভেম্বর ২০২৩ তারিখ তারিখে

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া, লটারির প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিগত সালের মত এবারও ডিজিটাল লটারির ফলাফলের মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচন করে মাধ্যমিক স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে।

নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির জন্য পরীক্ষা দিতে হচ্ছে না। শুধু ভর্তির আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হয়েছে। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য হতে লটারির মাধ্যমে নির্বাচিতদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ও অনলাইনে আবেদন ফরম পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি লটারির অনুষ্ঠান ২৮ নভেম্বর তারিখ বেলা ১১টার সময় অনুষ্ঠিত হবে। লটারি অনুষ্ঠানের পর থেকে অনলাইন ও মোবাইল মেসেজে রেজাল্ট দেখা যাবে।

আরো জানুন:

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি লটারির ফলাফল ২০২৪

বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি)

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট দেখার নিয়ম

শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মত অনলাইনে ২৮ নভেম্বর তারিখ মঙ্গলবার বেলা ১১টার সময় সরকারি স্কুলের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনলাইনে এই লটারি প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করা হবে।

ভর্তি লটারি রেজাল্ট প্রকাশ করার পর হতে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে, স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান ভর্তি ওয়েবসাইটে হতে রেজাল্ট জানতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ইউজার আইডি ব্যবহার করে নিচের ভর্তি ওয়েবসাইট থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট জানা যাবে।

https://gsa.teletalk.com.bd/

সরকারি স্কুলে ভর্তি রেজাল্ট ২০২৩

উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতায় শিক্ষার্থীর ইউজার আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে রেজাল্ট দেখা যাবে।

এছাড়া মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মেসেজ লিখে 16222 নম্বর পাঠিয়ে দিন।

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে, ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

কেবলমাত্র টেলিটক মোবাইল থেকে ভর্তি রেজাল্টের জন্য এসএমএস প্রেরণ করা যাবে।

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি স্কুল ভর্তি লটারি আবেদনের তারিখ

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তি বরাবরের মত লটারিতে করা হবে। চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের, ২৪ অক্টোবর সকাল ১১:০০টা হতে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণ করা যাবে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত।

অনলাইন ভর্তি আবেদন ১১০/= টাকা। শুধুমাত্র টেলিটক মোবাইল এসএমএস এর মাধ্যমে ভর্তি আবেদনের ফি পরিশোধ করা যাবে।

সরাসরি অনলাইন ডিজিটাল লটারির মধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে, ২৮ নভেম্বর তারিখে সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

অনলাইনে স্কুল ভর্তির লটারি আবেদনের ঠিকানা: http://gsa.teletalk.com.bd

সরকারি মাধ্যমিক স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি PDF ২০২৪

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ কপি ১৭ অক্টোবর খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। সাথে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে।

সকল শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তাই কোন শিক্ষার্থীকে ভর্তির জন্য কোন পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে না।

সরকারি স্কুলে ভর্তির জন্য বিগত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে লটারির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

নিচের অনুচ্ছেদে যুক্ত সরকারি স্কুলের ভর্তি লটারির বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে বিস্তারিত জানুন।

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪ সালের সংশোধিত ভর্তি নীতিমালায়, শিক্ষার্থীর ভর্তির সময়ে শিক্ষার্থীর ন্যূনতম বয়স কত হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

সরকারি মাধ্যমিক স্কুল ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

সরকারি স্কুল সমূহে অনলাইনে ভর্তির জন্য, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে ১৮ নভেম্বর তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

এরপর টেলিটক প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে ১১০/= টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা: http://gsa.teletalk.com.bd

উপরোক্ত ঠিকানায় গিয়ে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পর ইউজার আইডি পাওয়া যাবে।

এই ইউজার আইডি ব্যাবহার করে আবেদন ফি মোবাইল এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।

২০২৪ শিক্ষাবর্ষের স্কুল ভর্তি আবেদন (একসঙ্গে ৫টি স্কুল) ফি ধরা হয়েছে ১১০/ (এক শত দশ) টাকা।

আবেদনের প্রক্রিয়া ও ফি জমাদানের বিষয়ে বিস্তারিত জানুন, নিচের যুক্ত অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশাবলী থেকে।

সরকারি স্কুলে ভর্তি আবেদন করার নিয়ম

অনলাইনে সরকারি স্কুলের ভর্তি আবেদন করার নিয়ম

স্কুল ভর্তির নির্দেশাবলী সম্বলিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে, সঠিক তথ্য ও ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন করুন।

কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের প্রশ্ন করুন।

বিডি এডুকেটর কর্তৃপক্ষ, ২০২৪ সালের স্কুল ভর্তি লটারি প্রক্রিয়া সম্পর্কে নতুন কোন তথ্য পেলে প্রতিবেদনটিতে যুক্ত করবে।

তাই মাধ্যমিক স্কুল ভর্তির বিষয়ের আপডেট খবর পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ (eSIF ফরম ফিলাপ তারিখ ও ফি)

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২২/১১/২০২৩ খ্রি. তারিখ ০৮:০৮ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট ২৮ নভেম্বর ২০২৩ তারিখে”-এ 70-টি মন্তব্য

  1. সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরিক্ষা নিলে ভাল হতো । স্কুলে যেহেতু পরিক্ষা হচ্ছে সেহেতু ভর্তি পরিক্ষা নিলে কর্তৃরক্ষের কি সমস্যা হতো বুঝলাম না । দয়া করে বলবেন কি ?

    জবাব
    • করোনা সংক্রমণের কারণে এবারের ভর্তি লটারিতে অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ধন্যবাদ।

  2. আমার বাচ্চা ডিসে: ৬ তারিখে বয়স হয় ১২ বছর ১১মাস এতে কি সে অষ্টম শ্রেণীতে সরকারি স্কুলে ভর্তি হতে পারবে??

    জবাব
    • ১ম শ্রেণিতে বয়স হতে হবে ৬ বছরের বেশী। তাহলে হিসাব করুন সংশ্লিষ্ট শ্রেণিতে কত বছর বয়স হতে হবে। ধন্যবাদ।

  3. ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তির জন্য নূন্যতম কত বছর হতে হবে?

    জবাব
    • ১ম শ্রেণিতে ৬+ বছর বয়স হিসাব করতে হবে। ধন্যবাদ।

  4. ক্লাস্টার কি?

    জবাব
    • একই এলাকায় অবস্থিত স্কুল।

    • একজন স্টুডেন্ট কি শুধু একটা ক্লাসটার এ আবেদন করতে পারবে নাকি অন্য ক্লাসটার এও আবেদন করতে পারবে আলাদা আলাদা ফি দিয়ে???

  5. সরকারি বেসরকারি তে কি আলাদা আলাদা আবেদন করতে হবে??

    জবাব
    • আবেদন আলাদাভাবে করতে হবে। ধন্যবাদ।

    • লটারির মাধ্যমে জিলা স্কুলে ভর্তি হতে কিকি ডকুমেন্ট লাগবে?

    • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তরা এবিষয়ে স্পষ্ট করে বলতে পারবেন। ধন্যবাদ।

  6. অামার ছেলের জন্য ৬ষ্ট শ্রেনীতে আবেদন করেছি আমার বাড়ির কাছে লাটারী না বেধে যদি দূরের স্কালে বাধে তাহলে কি বাড়ির কাছের স্কুলে ভর্তি করতে পারবা?

    জবাব
    • খুব সম্ভবত না। সরকারি কর্মকর্তাদের বেলায় এক জেলা থেকে বদলি জনিত কারণে অন্য জেলার বিদ্যালয় পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ।

  7. Motijheel ideal এ English version এবং বাংলা ভার্সন এ আলাদা আলাদা দরখাস্ত করা যাবে?

    জবাব
    • আবেদনের সময় দুই ভার্সন করা গেলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে সফটওয়ার বলে দিবে। যদিও এবিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আপনি প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিশ্চিত তথ্য নিতে পারেন। ধন্যবাদ।

    • একজন স্টুডেন্ট কি শুধু একটা ক্লাসটার এ আবেদন করতে পারবে নাকি অন্য ক্লাসটার এও আবেদন করতে পারবে আলাদা আলাদা ফি দিয়ে???

  8. আমার মেয়ে টা ক্লাস ৫ তার বয়স ১১বছর ৮ মাস কিন্তু বারো প্লাস হয়নি ৬স্ঠ শ্রেনিতে কি উঠতে পারবে কিনা লটারির মাধ্যমে, এমতাবস্থায় আমার মেয়েটা লটারি তে হয়নি, না, সে বয়সের কারনে আগেই বাদ পড়ে গেছে তা জানার আমার খুব ইচ্ছে, আমি কিভাবে সাহায্য পেতে পারি তা জানালে একটা শিশুর কস্ট কিছু টা লাঘব হয়, আরেকটু জানিয়ে রাখি এ ব্যাপারে আমাদের কিছুই জানায় নি ।

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তির যোগ্যতা হলো, শিক্ষার্থীকে ৬+ বছর বয়স হতে হবে। এর কম হলে হবে না। তবে বয়স নাকি লটারিতে বাদ পড়েছে তা জানার বোধ হয় কোন উপায় নেই। ধন্যবাদ।

  9. আমি ভাগ্নিকে চতুর্থ শ্রণিতে ভর্তির জন্য সরকারি স্কুলে আবেদন করেছি কিন্তু কোন রেজাল্ট আসে না।
    এটার কারণ কি??
    না টিকলেও তো ওয়েটিং লিষ্টটে থাকবে, তাও নাই।
    এই বিষয়ে একটু জানালে ভালো হতো।

    জবাব
    • মেধা তালিকা ও ওয়েটিং লিস্টে নাম থাকতে লটারিতে নাম উঠতে হবে। আপনার ভাগ্নির নাম কোথাও নেই মানে মেধা ও অপেক্ষমান কোথাও চান্স পায়নি। ধন্যবাদ।

  10. আমার সন্তানের বয়স ৩০/১২/২০২১ তারিখে ৮ বছর পূর্ন হবে, সে কি ২০২২ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি হতে পারবে? সে এ বছর লটারিতে বিজয়ী হয়েছে।

    জবাব
    • ১ম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ হিসাবে হিসাব করুন। ধন্যবাদ।

  11. যারা লটারিতে বা অপেক্ষা মান তালিকায় না আসেনি তারা কি করবে

    জবাব
    • বেসরকারি স্কুলে ভর্তি করতে হবে। আপনার আশেপাশে দেখুন অনেক স্কুল আছে। ধন্যবাদ।

  12. যারা লটারিতে মেরিট লিস্টে বা অপেক্ষা মান তালিকায় নাম আসেনি তারা কি করবে

    জবাব
    • সরকারি স্কুলে যাদের নাম আসেনি তাদের বেসরকারি কোন স্কুলে ভর্তি হতে হবে। ধন্যবাদ।

  13. যশোর জেলা ইস্কুলে কি ২য় শ্রেণীতে লটারির মাধ্যমে ২০২২সালে ভর্তি নেবে ৷জন্ম নিবন্ধন করা আছে৷এটাকি ডিজিটাল করা লাগবে৷ জানাবেন প্লিজ৷
    বাচ্চার বয়স ৭+

    জবাব
    • ডিজিটাল জন্মনিবন্ধন লাগবে।

  14. আমার মেয়ে আগামী বছর ৫ম শ্রেনীতে উঠবে।তার বয়স হবে ৯ বছর ৯মাস।সে কি ৫ম শ্রেনীতে ভর্তি হতে পারবে?নিয়ম অনুযায়ী যদি সে ভর্তি হতে না পারে, তাহলে আমরাতো মেয়েকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াব।দুই ক্ষেত্রেইতো সরকারী স্কুল।তাহলে নিয়মের যথার্থতা রইল কোথায়?

    জবাব
    • আপনার মেয়েকে যে কোন স্কুলে পড়াতে গেলে ১ম শ্রেণিতে ভর্তির বয়স ৬+ ধরে হিসাব করতে হবে।

  15. একই বিদ্যালয়ে দুই শিফ্ট এ কি আলাদা করে দুই বার আবেদন করা যাবে? জানাবেন প্লিজ

    জবাব
  16. অনেকে নাকি একই বিদ্যালয়ে দুই শিফটের জন্য দুই বার আলাদা করে আবেদন করেছে। এ বিষয়ে একটু জানালে উপকৃত হব। ধন্যবাদ ।

    জবাব
    • আপনি নিশ্চিত হয়ে নিন। যদি হয়, তাহলে আপনিও আবেদন করুন। তবে এটা বৈধ না হলে আবেদনপত্র বাতিলও হতে পারে। তাই নিজ দায়িত্বে আবেদন করুন।

  17. একই ফরমে দুই সিপটে আবেদন করা যায়

    জবাব
    • এই বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই। তাই এ বিষয়ে কোন তথ্য জানাতে পারছি না।

  18. SENTAL GOBMENT school and college ৭ম শ্রেনির বাংলা ভার্ষন আছে কিনা জানাবেন

    জবাব
    • আবেদনের সময় ভার্সন আছে কি না তা দেখতে পাবেন।

  19. ফর্ম পুরনের কত ঘণ্টার মধ্যে টাকা জমা দিতে হবে ………????

    এটা বললে ভাভো হত ।

    জবাব
    • ঝুঁকি এড়াতে সাথে সাথে ফি জমা দিন। এছাড়া আবেদনের পর সেখানে বলা থাকবে কত ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে।

  20. যে বাচ্চার পিতা অনেক বৎসর যাবত বিদেশ থাকে,পিতার NID নাম্বার নাই বা NID কার্ড নাই ,সে বাচ্চা কি পিতার পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবে? কিন্তু আবেদন ফর্মে পাসপোর্ট নাম্বারের কোন অপশন নাই। জানালে খুশী হব। ধন্যবাদ ।

    জবাব
    • আবেদনে পিতা-মাতার আইডি নম্বর প্রয়োজন হবে। আর পাসপোর্ট থাকলে তার এনআইডি থাকার কথা।

  21. ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গুলো কে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।আমার প্রশ্ন, একজন শিক্ষার্থী কি আলাদা আলাদা করে তিনটি গ্রুপ থেকেই তিনটি ফর্মে বিদ্যালয় পছন্দ করে ভর্তির আবেদন করতে পারবে।

    জবাব
  22. ত্রকজন শিক্ষার্থী কয়বার আবেদন করতে পারবে ।

    জবাব
    • সরকারিতে একবার ও বেসরকারিতে একবার।

  23. জানাবেন প্লিস

    জবাব
  24. ত্রকজন ছাত্র পাঁচ বার আবেদন করতে পারবে নোটিশে লেখা ।
    সে ছাত্র কি ছয় বার আবেদন করতে পারবে কি না ।

    জবাব
    • এক সাথে একটি আবেদনে পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করত পারবে। এটা বলা আছে।

  25. সে বিষয়ে ত্রকটু জানাবেন প্লিস
    ৬ষ্ট শ্রেনী ভর্তি

    জবাব
    • আবেদন করতে শিক্ষার্থীর ছবি সহ বাবা-মা ও তার কিছু তথ্যের প্রয়োজন হবে। ভর্তির সময় প্রতিষ্ঠানে ডকুমেন্ট দিয়ে ভর্তি হতে হবে।

  26. ভর্তির আবেদন কপি ও প্রয়োজনীয় কাগজপত্র কি লটারির আগেই স্কুলে জমা দিতে হবে নাকি লটারিতে মনোনীত হওয়ার পর জমা দিতে হবে?

    জবাব
    • মনোনীত হবার পর। স্কুলে ভর্তির সময় জমা দিতে হবে।

  27. আসসালামু আলাইকুম। আমার ছেলের ৩য় শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি । আবেদনের প্রেক্ষিতে সফল ম্যাসেজ ও পেয়েছি। ওর জন্ম তারিখ ২৪/১২/২০১৪। সে অনুযায়ী আগামী ২৪/১২/২০২২ তার বয়স ৮ বছর পূর্ণ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভর্তির জন্য বয়স কোন তারিখ কে ধরে আট বছর গণনা করা হবে? আবেদনের তারিখ থেকে নাকি ০১/০১/২০২৩ তারিখ ধরে ? দয়া করে জানালে বিশেষ ভাবে উপকৃত হবো।
    “ধন্যবাদ“

    জবাব
    • ০১/০১/২০২৩ তারিখ ধরে ভর্তির বয়স নির্ধারিত হবে।

  28. সরকারি স্কুলে ভর্তি হওয়ার পরে এক জেলা থেকে অন্য জেলায় স্কুল পরিবর্তন করতে পারবে কিনা।
    যেমন আমার মেয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পড়ালেখা করেন, সে এখন সিরাজগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ভর্তি হতে ইচ্ছুক ।

    জবাব
    • কিছু ক্ষেত্র এমন বিধান আছে। যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে।

  29. আমার বাচ্চা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে। তার বয়স ০১/০১/২০২৩ তারিখে ১১+ হতে ২৩ দিন কম থাকবে। তদপ্রেক্ষিতে জন্ম নিবন্ধন সংশোধনের উদ্যোগ নেই। আমার ছোট ভাই একজন শিক্ষক তার কাছে বিষয়টি পরামর্শ করলে সে বলল যে, এ বিষয়ে ২০২০ সালে হাইকোর্টে একটি রিট হয়েছে তারপর থেকে বয়সের বিষয়টি স্থগিত রয়েছে। অনলাইনে আবেদনের সময়ও দেখলাম যে, সঠিকভাবে সাবমিট হয়েছে। এ আইনটি যদি কার্যকরই থাকতো তাহলেতো অনলাইনে সাবমিটের সময় বয়সের ঘরে রেড কালার দিয়ে নির্দেশনা দিয়ে দিতো। Educator Desks এর কাছে হাইকোর্টের রিট সম্পর্কে জানতে চাই। বিস্তারিত বললে কৃতার্থ হবো।

    জবাব
    • এই বিষয়টিতে নতুন করে প্রকাশিত ভর্তি নীতিমালায় আবারো বলা হয়েছে, ভর্তির বয়স ছয় বছরের বেশি হতে হবে। তবে কি বোঝা যাবে ভর্তির সময়।

  30. ছয় বৎসর গননা কোন তারিখ ধরে হিসাব হবে

    জবাব
    • ১ জানুয়ারি ২০২৪ তারিখ ধরে শিক্ষার্থীর বয়স গণনা করতে হবে।

  31. আসসালামু আলাইকুম, আমার ছেলের জন্ম তারিখ ০৪-০৭-২০১৪। আমি তাকে ২০২৪ সালে ৫ম শ্রেণীতে সরকারী স্কুলে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক। আগামী ০১-০১-২০২৪ তারিখে তার বয়স হবে ০৯ বছর ০৬ মাস। এই ক্ষেত্রে আমি আবেদন করতে পারব কিনা দয়া করে জানালে খুব ভাল হয়।

    জবাব
    • বয়সের নীতিমালা অনুসারে ১ম শ্রেণির ভর্তির বয়স ৬ বছরের বেশী।

  32. আসসালামুআলাইকুম আমার ছেলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে সেক্ষেত্রে কি ৩ জেলায় ৩টি আবেদন করতে পারবে? জামালপুর সদর এ আবেদন করলে মাত্র ১টি স্কুল দেখায় সেখানে ডে শিফট এবং মরনিং সিফট পুরণ করলে ২টি বিদ্যায় গণনা করা হলো তাহলে আমি কিভাবে ৫টি বিদ্যালয় চয়েজ দিতে পারবো? আর জামালপুর জেলা স্কুলে সরকারী প্রাথমিক বিদ্যালয় এর কোন কোঠা পূরণ করা যাচ্ছে না তাহলে করণীয় কি? জানালে অনেক কৃতজ্ঞ থাকবো।

    জবাব
    • ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। দুই শিফটে আবেদন করলে দুটি প্রতিষ্ঠান হিসাবে গনণা করা হবে।

  33. আমার বাচ্চার বয়স নভেম্বর 27, 2023 তারিখে আট বছর হবে, তাহলে কি তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে ?

    জবাব
  34. সবুজ বাগ সরকারি স্কুলে ৯ম শ্রেণীতে লটারিতে কতজন ছাত্রী ভর্তি হতে পারবে?

    জবাব
    • প্রতি সেকশনে ৫৫ জনের বেশী ভর্তি করা যাবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  35. User id: GVUF5EJH2S5A আমার বাচ্চা ষষ্ঠ শ্রেণির ভর্তির জন্য আবেদন করেছে। কিন্তু রেজাল্ট দেখতে পারছি না

    জবাব
    • এখন রেজাল্ট দেখা যাচ্ছে।

মন্তব্য করুন