শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ো যা বললো শিক্ষা মন্ত্রণালয়

দেশের স্কুল-কলেজ শনিবার খোলা না বন্ধ থাকবে তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে সংশয় তৈরী হয়েছে। সামাজিক মাধ্যম সহ ইন্টারনেটে আগামী নতুন বছরের জানুয়ারি থেকে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে খবর বেরিয়েছে।

তবে ‘আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ফেসবুকে ছড়িয়ে পড়া বিষয়টি তারাও জেনেছেন। তবে কারা এমন ভুল তথ্য ছড়িয়েছে, সেটা তারা জানেন না মন্ত্রণালয় ও মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা।

মাউশি অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. কে এম এ এম সোহেল এক সংবাদ মাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সেটা এখনো বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট তারিখের জারি করা এক প্রজ্ঞাপনে, সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবারের সাথে শনিবারও যুক্ত করা হয়। তখন থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন বহাল আছে।

আরো দেখুন:

শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল কলেজে) সাপ্তাহিক ছুটি ২ দিন: প্রজ্ঞাপন জারি

মন্তব্য করুন