মাদ্রাসা শিক্ষকদের জুন-২০২৩ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুনের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৬ জুলাই ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
মাদ্রাসা শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় ২০২৩ (June MPO 2023)
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১২ জুলাই ২০২৩ খ্রি. তারিখে জুনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এমপিও নোটিশে, জুনের বেতন হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষক- কর্মচারীগণ আগামী ১৬/০৭/২০২৩খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হতে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
আরো জানুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সিলেবাস দেখুন ২০২৩
মাদ্রাসার জুন মাসের বেতনের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-০৩ তারিখ: ১২/০৭/২০২৩ খ্রি.। এছাড়া নিচের অনুচ্ছেদে যুক্ত বেতনের নোটিশে স্মারকের উল্লেখ আছে।
Madrasah June MPO Sheet 2023: মাদ্রাসা জুন মাসের এমপিও শিট ২০২৩
মাদ্রাসার শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতা হস্তান্তরের পাশাপাশি এমপিও শিট অনলাইনে প্রকাশ করা হয়েছে। অনলাইন থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করে বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে বলা হয়েছে।
নিচের দেওয়া লিংক থেকে মাদ্রাসার জুন মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
২০২৩ সালের মাদ্রাসার জুন মাসের বেতন-ভাতা চেক ছাড়ের বিষয়ে আরো জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় ২০২৩
কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক হস্তান্তর
তথ্যসূত্র-