প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২২

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ বিকালে প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক উদ্ধর্তন কর্মকর্তা।
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ১৪ ডিসেম্বর ২০২২
সূচীপত্র...
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার চুড়ান্ত ফলাফল ১৪ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বুধবার বিকেলে প্রকাশ করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রাথমিক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রাথমিক নিয়োগ ফলাফল ২৮ নভেম্বর প্রকাশ করার কথা ছিলো। কিন্তু প্রাথমিকে প্রকৃত শূন্য পদ আবারো যাচাই-বাছাই করার জন্য ফলাফল প্রকাশের দিন-তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদের তথ্য পুনরায় যাচাই-বাছাই শেষে ১৪ ডিসেম্বর প্রাথমিকের নিয়োগ ফলাফল প্রকাশ করা হচ্ছে।
এদিন বিকেলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রাথমিক নিয়োগের ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
আরো জানুন:
৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২ (45th bcs job circular 2022)
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ২০২২ ( স্কুল-কলেজ)
প্রাথমিকের শূন্যপদের যাচাই শেষে নিয়োগের রেজাল্ট প্রকাশের তারিখ ১৪ ডিসেম্বর
প্রাথমিক শিক্ষকের শূন্যপদ যাচাই শেষে অবশেষ ১৪ ডিসেম্বর বুধবার বিকালে প্রাথমিক নিয়োগের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে।
এর আগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ রেজাল্ট ২৮ নভেম্বর তারিখে প্রকাশ করার কথা ছিলো কিন্তু শুন্যপদে শিক্ষকের তথ্য যাচাইয়ের জন্য রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, “২৮ নভেম্বর ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রকৃত শূন্য পদ আবার যাচাই-বাছাই করার জন্য নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।”
তিনি আরো জানান, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের থেকে জানানো হয়েছে, শূন্য পদ যাচাই-বাছাই করে ১৪ ডিসেম্বর বিকেলে ফলাফল প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, ২০২০ সালে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। করোনার কারণে দীর্ঘ সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
করোনা সংক্রমণ কমে গেলে তিন ধাপে প্রাথমিক নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এরপর ধাপে-ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
তবে পরীক্ষা শেষে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও, এতদিনেও মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারেনি।
তবে সবশেষ ১৪ ডিসেম্বর বিকালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তির অনুমোদিত ৩২ হাজার ৫৭৭ পদের সাথে শূন্যপদ ৫ হাজার যুক্ত করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন ২০২২
Ntrca সর্বশেষ খবর: এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে?
তথ্যসূত্র-