২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
দেশের প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন, সিলেবাস ও প্রশ্নের বিষয় কাঠামো বা মানবণ্টন সম্পর্কে জানুন।
প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৩ (পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন)
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হলেও, গতবছরের মত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক নোটিশে, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক সমাপনী পরীক্ষা না হলেও, চলতি বছর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর। ২০২৩ সালের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা গতবছরের মত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার তারিখ, নির্ধারিত বিষয় ও প্রশ্ন পত্রের মানবন্টন সম্পর্কে সুষ্পষ্ট ধারণা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
উল্লেখ্য, ২০২২ সালের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছিলো। কেবলমাত্র উপজেলা সদরের কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।
আরো জানুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (ঢাকা-চট্টগ্রাম বিভাগ)
DPE Notice (www.dpe.gov.bd) Primary Notice দেখুন
প্রাথমিক ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার তারিখ (রুটিন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৩ সালের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে।
গতবছরের মত এবারও কেবলমাত্র উপজেলা সদরের কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিজ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বাষিক পরীক্ষায় ফলাফল যেসব শিক্ষার্থী এগিয়ে থাকবে, তাদের মধ্যে ১০% থেকে ২৫% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয় ও সিলেবাস ২০২৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর প্রশ্নের কাঠামো ও মানবন্টন সম্পর্কে সাধারণ নির্দেশীকা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান এই ৪ বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। দুই ঘন্টার মধ্যে এসব বিষয়ের উত্তর দিতে হবে।
প্রাথমিক বৃত্তি ২০২৩ এর প্রশ্নের কাঠামো ও মান বন্টন সম্পর্কে সাধারণ নির্দেশনা
শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।
বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে।
সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবেনা। একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে এ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন পত্রের মানবন্টন
বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুইটি অনুচ্ছেদ থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তক হতে থাকবে । একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ ।
গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।
ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। যার মান ১০ নম্বর।
প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।
এ বিষয়ে বিস্তারিত জানতে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
প্রাথমিকের পিইসি পরীক্ষা শুরুর পর থেকে আর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে পিইসি পরীক্ষা উঠিয়ে দেওয়ার কারণে পুনরায় বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সিলেবাস ও পরীক্ষার তারিখ বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ [সরকারি-বেসরকারি]
তথ্যসূত্র-
কিন্ডারগার্টেনগুলো বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা?
উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর মানবন্টন এবং পরীক্ষা কী লিখিত হবে নাকি সঠিক উত্তরে টিক চিহ্ন
১০০ নম্বরের পরীক্ষার হবে। বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। দুই ঘন্টায় এসব বিষয়ের উত্তর দিতে হবে।
পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন দেওয়া যায় কি?
এর চেয়ে বেশী তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে নতুন তথ্য প্রকাশ করলে আমরা তৎক্ষনাৎ জানানো চেষ্টা করবো।
চার বিষয়ে দুই ঘন্টা নাকি এক বিষয় দুই ঘন্টা করে?
চার বিষয় ১০০ নম্বর এবং সময় দুই ঘন্টা। পরীক্ষার রুটিন প্রকাশ হলে বিস্তারিত জানানো হবে।
চারটি বিষয় দুই ঘন্টা
পরীক্ষা কি সমাপনীর সিলেবাস অনুযায়ী হবে?
পরীক্ষা হচ্ছে এমনটা বলা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হলে আমরা তা প্রতিবেদনে উল্লেখ করবো।
পরীক্ষা কি সমাপনীর সিলেবাস অনুযায়ী হবে?
বৃত্তি পরীক্ষার সিলেবাস কি হবে?
এই প্রতিবেদনের শেষ অনুচ্ছেদে বৃত্তির সিলেবাস সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। প্রাথমিক অধিদপ্তর আরো তথ্য প্রকাশ করলে আমরা জানাবো।
পরীক্ষার বিষয়বস্তু জানিয়ে দিলে ভালো হবে।
সকল বাচ্চাদের জন্য পরীক্ষা সহজ করে দিলে খুবই ভালো হবে। পরীক্ষা দিতে গিয়ে বাচ্চাদের উপর অনেক মানসিক অশান্তি হচ্ছে।
অনেক বাচ্চাদেরকে মা-বাবা প্রেসারে রেখেছে। আমার অনুরোধ রইল পরীক্ষার সহজ করার।
সিলেবাসটা কী?কোন বিষয়ে কোন সিলেবাস বা,টপিক?এটা জানালে উপকৃত হতাম
পরীক্ষার বিষযগুলো প্রতিবেদনের নিচের অংশে উল্লেখ করা হয়েছে।
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কীভাবে হবে?
সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন।
পরীক্ষা কি সৃজনশীল হবে নাকি গতানুগতিক হবে,,জানালে উপকৃত হতাম
এটা এখনো জানা যায়নি। তবে পরীক্ষার রুটিন প্রকাশ করা হলে বিষয়টি স্পষ্ট হবে।
বৃত্তি পরীক্ষার আলাদা কোনো সিলেবাস আছে কী?
চার বিষয়ে পরীক্ষা হবে এটা প্রতিবেদনে উল্রেখ আছে। এর চেয়ে বেশী তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হলে বিস্তারিত বলা যাবে।
মাদ্রাসাযর শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে কি
উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে তথ্য নিতে পারেন।
good
সিলেবাস কি তাহা জানতে চাই।
পরীক্ষার বিষয়গুলো জানা গেছে। তবে বিস্তারিত এখনো জানানো হয়নি।
বিদ্যালয়গুলোতে যে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছে, তার রেজাল্টের ভিত্তিতে ১০% শিক্ষার্থী চয়ন করা উচিৎ। পত্রিকাগুলোও এরকম বলেছে। এ ব্যাপারে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া দরকার। অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে তারা এখন বৃত্তি পরীক্ষাকে উপলক্ষ করে আবার শিক্ষার্থীদের নতুন করে মূল্যায়নের চেষ্টা করছে। এজন্যে তারা ৩ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে ১০/১২ দিনের কোচিং করানোর অফার দিচ্ছে অভিভাবকদের। এ ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিদের যথাযথ পদক্ষেপ আশা করছি।
মতামতের জন্য ধন্যবাদ।
বিদ্যালয়গুলো বার্ষিক পরীক্ষা না কোন বিশেষ পরীক্ষার মাধ্যমে ১০% সেরা শিক্ষার্থী চয়ন করবেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন নির্দেশনা দিয়েছে কি না? এ সম্বন্ধে একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন।
মূল্যায়ন পরীক্ষায় যারা এগিয়ে তাদের নির্বাচন করতে হবে।
M মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা কী হবেনা? পরীক্ষার তারিখ ঠিক করা হলো, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার কথা নিশ্চিত হইলাম না!
এখনো বিষয়টি নিশ্চিত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হঠাৎ করে বৃত্তি পরীক্ষা ঘোষণা করলো কিন্তু কোন প্রশ্ন কাঠামো দেয়নি্। কষ্ট করে প্রশ্ন কাঠামো প্রকাশ কবলে ভালো হতো।
a) মোট ১০০ নম্বরের পরীক্ষা কি প্রতি বিষয়ে ২৫ নম্বর করে হবে?
b) প্রশ্নের ধরণ কি বহুনির্বাচনি বা এক কথায় উত্তর বা সংক্ষিপ্তউত্তর হবে?
জানিয়ে দিলে উপকৃত হবে শিক্ষার্থীরা।
মোট ১০০ নম্বরের পরীক্ষা কি প্রতি বিষয়ে ২৫ নম্বর করে হবে। আমরা এতটুকু তথ্য পেয়েছি। তবে প্রশ্নের ধরণের বিষয়ে কিছু জানতে পারিনি।
Hmm
কিভাবে আবেদন করতে হবে জানাবেন কি?
সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধানের সাথে যোগাযোগ করুন।
কোন বিদ্যালয়ে যদি দশ জন ছাত্রছাত্রী থাকে সেক্ষেত্রে কি একজনের বেশি দিতে পারবেনা?
বৃত্তি নীতিমালায় ১০ শতাংশ শিক্ষার্থীর কথা বলা হয়েছে।
পরীক্ষা পদ্ধতি কী হবে? কোন নির্দেশনা থাকলে জানাবেন প্রিজ?
এটার বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।
সামনের বছর যারা ষষ্ঠ শ্রেণীতে উঠবে,তারা কি এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে?
হ্যাঁ, এবছর যারা ৫ম শ্রেণিতে বার্ষিক মুল্যায়ন পরীক্ষা দিচ্ছে তারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে।
মাদরাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা কেন হবে না?.
মাদ্রাসার বৃত্তি সম্পর্কে এখনো কোন তথ্য আমরা জানতে পারিনি।
মনে করেন কোন বিদ্যালয়ে ১৩ জন শিক্ষার্থী আছে এখন এই ১৩ জন শিক্ষার্থী হতে বৃত্তি পরীক্ষারর জন্য কিভাবে নির্বাচিত করতে হবে একটু জানাবেন?
এখন দেখা যাচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন না করে মনের মত করে শিক্ষক রা বৃত্তির জন্য নির্বাচিত করছেন।এইটার কোন নিয়ম আছে একটু জানাবেন।
স্কুলে যে বার্ষিক পরীক্ষা হচ্ছে, সেখান থেকে নম্বরের ভিত্তিতে ২০% শিক্ষার্থী নির্বাচন করতে হবে।