নভেম্বর মাসের এমপিও ২০২১ : বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও বেতন-ভাতার চেক ছাড়ের খবর।
২০২১ সালের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও ও বেতনের চেক ছাড়ের খবর
২০২১ সালের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিওভুক্তি ও বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ভাতা ইতোমধ্যে (২৯ নভেম্বর) ছাড় করা হয়েছে।
স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের বেতন ২ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
সবশেষ ৭ ডিসেম্বর তারিখে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে নভেম্বর মাসের বেতনের চেক ছাড়ের নিশ্চিত তথ্য পাওয়া গেছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
Online MPO Application | শিক্ষক এমপিও আবেদন কোথায় করবেন?
www.dshe.gov.bd – Teacher MPO Update কীভাবে দেখবেন?
মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ভাতা হস্তান্তর
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে।
২৯ নভেম্বর তারিখে বেতনের চেক ছাড়ের নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের নভেম্বর মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ০৫/১২/২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।
Madrasah November MPO Sheet: মাদ্রাসা নভেম্বর এমপিও শীট
নিচের লিংক থেকে মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও শীট সংগ্রহ করা যাবে।
শিক্ষা অধিদপ্তরে স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহে হস্তান্তর করা হয়েছে।
২ ডিসেম্বর তারিখে অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বেতনের চেক জমাদানের বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৮/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৯৬৮৪/৪, তারিখ: ০২/১২/২০২১।
নভেম্বর মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ দেখুন। আর নিচের অনুচ্ছেদের লিংক থেকে এমপিও শিট সংগ্রহ করুন।
School-College November MPO Sheet 2021: স্কুল-কলেজ নভেম্বর এমপিও শিট ২০২১
নিচের লিংক থেকে স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
https://drive.google.com/drive/folders/1gmr0zdpfaj-jTf4mysNbXJ2DzWjM0yy4?usp=sharing
উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর তারিখে অধিদপ্তরে নভেম্বর মাসের এমপিও সভা অনুষ্ঠিত হয়। এই এমপিও সভায়, স্কুলের ১ হাজার ৮৯৫ জন ও কলেজের ২৮৯ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত হয়েছেন।
শিক্ষা অধিদপ্তরের নভেম্বরের এমপিও সভায়, দুই হাজারেও বেশী স্কুল-কলেজের শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া উচ্চতর গ্রেড পাচ্ছেন সমান সংখ্যক শিক্ষক-কর্মচারী।
আর এমপিওভুক্ত স্কুল-কলেজের ২ হাজার ১২১ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এদের মধ্যে স্কুলের ৫০৪ জন এবং কলেজের ১ হাজার ৬১৭ জন রয়েছেন।
এবারের এমপিও সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সভায় অন্যান্য কর্মকর্তারা সশরীরে অংশ নেন।
আরো পড়ুন:
MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা এমপিও আপডেট দেখবেন কীভাবে?
MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন
কারিগরি শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন হস্তান্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭ ডিসেম্বর তারিখে, নভেম্বর মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১২/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
কারিগরি নভেম্বর মাসের এমপিও শিট ২০২১: Technical November MPO Sheet 2021
নিচের লিংক থেকে কারিগরি প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
২০২১ সালের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতা চেক ছাড় সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন।
আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
MPO Notice | Teacher MPO কীভাবে দেখবেন?
Madrasha MPO Notice | কোথায়, কীভাবে দেখবেন?
Techedu MPO Notice | কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখবেন কীভাবে?
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৭/১২/২০২১ খ্রি. তারিখ ০৯:৪০ অপরাহ্ন।
Modhupur moynakuri Tehcnical School and college 16160 MPO list ase ki ?
এমপিও শিট প্রকাশ না হলে এটা নিশ্চিত করে বলা যাবে না। ধন্যবাদ।
১৯৯৯ সালে নিয়োগ ২০১৯ সালে এম পিও সহকারি শিক্ষক ইসলাম শিক্ষা কামিল ২০০০ সালে ।এখন কি আমি কামিল স্কেলের জন্য আবেদন করলে কামিল স্কেল পাব কি ?
আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ পরামর্শ নিতে পারেন। দন্যবাদ।