ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪-২০২৫

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।অনলাইনে ঢাবির ভর্তি আবেদন শুরু ৪ নভেম্বর তারিখে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি থেকে। এবারে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪-২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ থেকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের অনুষ্ঠিতব্য ঢাবির ভর্তি পরীক্ষায়, ৫ ইউনিটে পরীক্ষা গ্রহণ করা হবে। গতবার ৪ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ৪ বছর মেয়াদি অনার্স ভর্তি পরীক্ষার নামেও পরিবর্তন থাকছে বলে জানা গেছে। বিগত বছর থেকে অনার্স ভর্তি পরীক্ষাটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ২০২৫ সালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, অনার্স ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে।

আরো জানুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ [আবেদনের যোগ্যতা, সিলেবাস ও মানবণ্টন]

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ (NU Honours Admission 2024)

২০২৫ সালের ঢাবি অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার (আন্ডারগ্রাজুয়েট) অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ৪ নভেম্বর ২০২৪ তারিখ থেকে।

অনলাইনে ভর্তি আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তির অনলাইন আবেদন ফি ১০৫০/= টাকা। কেবল আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০/= টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি গ্রহণ হবে। সকল ইউনিটের পরীক্ষা গ্রহণ শেষ হবে ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে।

ঢাবির নতুন নামকরণকৃত আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নিচের অনুচ্ছেদ থেকে দেখুন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ২৫ জানুয়ারি (শনিবার)।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি (শনিবার)।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি (শনিবার)।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি (শনিবার ) অনুষ্ঠিত হবে (সাধারণ জ্ঞান ও অংকন)।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

চারুকলা বাদে সকল ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষার দেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ অক্টোবর তারিখে প্রকাশিত এব বিজ্ঞপ্তিতে ভর্তি অনলাইন আবেদন, ভর্তি যোগ্যতা ও পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিচের অনুচ্ছেদে ঢাবির অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ঢাবির অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠান তারিখ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চুয়েট রুয়েট কুয়েট ভর্তি ২০২৪ (CUET RUET KUET Admission)

তথ্যসূত্র-

ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন