এমপিও মাদ্রাসার ঈদুল আজহার উৎসব বোনাসের চেক ছাড়

এমপিওমাদ্রাসার ২০২৪ সালের ঈদুল আজহার উৎসব বোনাসের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের উৎসব ভাতার টাকা ১২ জুন তারিখের পর থেকে উত্তোলন করা যাবে।

এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের চেক হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১১ জুন ২০২৪ খ্রি. তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, মাদ্রাসার উৎসব বোনাসের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত চেক ছাড়ের নোটিশ থেকে, ঈদুল আজহার ভাতা হস্তান্তরে তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে ১২/০৬/২০২৪ তারিখের পর থেকে উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসার বোনাসের আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩৬৫, তারিখ: ১১.০৬.২০২৪।

ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড়ের নোটিশ

মাদ্রাসার ঈদুল আজহার বোনাসের এমপিও শিট ২০২৪

নিচের লিংক থেকে মাদ্রাসার ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

আরো দেখুন:

Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন