মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরে আগস্টের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

Madrasah August MPO 2022: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের এমপিও এবং বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২৯ আগস্ট ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে আগস্ট মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে, আগস্টের বেতন-ভাতার চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসার আগস্টের বেতনের স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২০৫ তারিখ ২৯-৮-২০২২ খ্রিষ্টাব্দ।

নিচের বিজ্ঞপ্তি হতে মাদ্রাসার আগস্ট মাসের বেতনের চেক ছাড়ের তথ্যের বিস্তারিত জানুন।

মাদ্রাসার আগস্ট মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ ২০২২

উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষকও কর্মচারীগণ প্রতি মাসে অধিদপ্তরের এমপিও অর্ডার এর ভিত্তিতে বেতন-ভাতা প্রাপ্ত হন। প্রতি এক মাস পরপর এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও আপডেট করা হয়।

আরো জানুন:

মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

মাদ্রাসার সেপ্টেম্বর মাসের এমপিও শিট ডাউনলোড ২০২২ (Madrasah August MPO Sheet 2022)

মাদ্রসার শিক্ষক-কর্মচারীদের এবারে স্মারকে বেতন-ভাতা প্রদান করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের এমপিও আপডেট করা হবে বলে জানা গেছে।

নিচের লিংক থেকে আগস্ট মাসের এমপিও শিট ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1A2bGpgy7fP1GDe5V9e7uDPvyL3FuTqlp?usp=sharing

২০২২ সালের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়ের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা এমপিও আপডেট দেখার নিয়ম

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন