এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরে বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট/২০২২ খ্রি. মাসের মূল বেতন ভাতা হস্তান্তর করা হয়েছে।
৪ সেপ্টেম্বর তারিখে, এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের চেক ছাড় করা হয়।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৮/০৯/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
কারিগরি আগস্ট মাসের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখুন।
কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৫২৪,১৫২৫, ১৫২৬ ও ১৫২৭ তারিখ : ০৪-০৯-২০২২।
আরো জানুন:
ভোকেশনাল পরীক্ষার রুটিন 2022 (কারিগরি বোর্ড এসএসসি-দাখিল)
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)
Non-Govt Technical Teacher August MPO Sheet 2022
নিচের লিংক থেকে কারিগরি শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার এমপিও শিট সংগ্রহ করুন।
২০০২২ সালের কারিগরি শিক্ষকদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)
Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন
তথ্যসূত্র: