EFT মাধ্যমে বেতন পেতে স্কুল-কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ
EFT (Electronic Funds Transfer) এর মাধ্যমে বেতন-ভাতা পেতে, স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত স্কুল-কলেজ এর শিক্ষক-কর্মচারীগণ, G2P (Government to Person) পদ্ধতির আওতায়, EFT এর মাধ্যমে বেতন-ভাতা পেতে যাচ্ছেন।
আর এই কারণে, স্কুল-কলেজ এর এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদের জরুরী নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
ভুল তথ্য বা তথ্যের অমিল, EFT এর মাধ্যমে প্রেরিত অর্থ ব্যাংকে জমা হবে না বলে সতর্ক করে, এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি, অধিদপ্তর এর ওয়েবসাইটে ০৭/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি হতে জানা যায়, EFT তে বেতন-ভাতা প্রাপ্তিতে, শিক্ষক-কর্মচারীদের সনদের নাম, এমপিও নাম, ভোটার আইডি ও ব্যাংক অ্যাকাউন্টের নাম এক হতে হবে।
ইএফটির মাধ্যমে প্রেরিত অর্থের ব্যাংক হিসাব নম্বর শিক্ষক-কর্মচারীর নিজের হতে হবে। ব্যাংকের নাম, শাখা ও রাউটিং নম্বর ঠিকঠাক থাকতে হবে।
শিক্ষক-কর্মচারীর জন্ম-তারিখ, বেতন-কোড ও মোবাইল নম্বর সঠিক হতে হবে বলে, বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।
আর উপরের উল্লেখিত তথ্য সঠিক না থাকলে, বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে না বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে EMIS সেলে তথ্য হালনাগাদের জন্য, প্রয়োজনীয় লিংক ও নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে, যে সব শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে নাম, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর ভুল আছে তারা শংকার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অনেকে জানিয়েছেন।
এছাড়া জাতীয় পরিচয়পত্রে নামের সামান্য গড়মিলও বেতন-ভাতা প্রাপ্তিতে সমস্যা করবে বলে অনেকে আশংকা প্রকাশ করেছেন।
যদিও প্রকাশিত বিজ্ঞপ্তিত বা অধিদপ্তর থেকে এ বিষয়ে এখনো তেমন কিছু বলা হয় নি।
তবে ইএফটি মাধ্যমে বেতন-ভাতা প্রেরণ করা হলে, অধিদপ্তর উদ্ভুত সমস্যার দ্রুত বিকল্প সমাধান দেবেন বলে, অনেক শিক্ষক-কর্মচারী আশা প্রকাশ করেছেন।
ইএফটি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের সংযুক্ত বিজ্ঞপ্তি থেকে।
আরো পড়ুন: December MPO 2020: স্কুল-কলেজ ডিসেম্বর মাসের চেক ছাড়
EFT এর স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদের নির্দেশনার বিজ্ঞপ্তি দেখুন
বিঃদ্রঃ প্রতিষ্ঠান প্রধানদের ইএফটি’র মাধ্যমে অর্থ প্রেরণে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উপরোক্ত সকল তথ্য হালনাগাদ করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
তথ্যসূত্র:
mpo শিটে আমার জম্ম তারিখ 01/04/1980 এর স্থলে 07/04/1980 করা হয়েছে, অনুগ্রহ পূর্বক সংশোধনের উপায় বলবেন।
স্কুল-কলেজের এমপিও হলে EMIS Cell এ জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করতে হবে। আর মাদ্রাসা বা কারিগরি হলে অফলাইনে জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করতে হবে। ধন্যবাদ।
mpo শিটে আমার নাম ইংরেজীতে ভুল এবং জম্ম তারিখ 0৬/0৪/১৯৭২এর স্থলে 0১7/0৪/১৯৭২ করা হয়েছে, অনুগ্রহ পূর্বক সংশোধনের উপায় বলবেন।
স্কুল-কলেজ এর এমপিও শিটে নাম জন্মতারিখ ইত্যাদি, ভুল থাকলে EMIS সফটওয়্যার থেকে তা সংশোধন করতে পারবেন। এমপিও আবেদনের মতই নতুন করে সংশোধন এর আবেদন করতে হবে। ধন্যবাদ।
সনদে আছে Muhammad, আর এম্পিও শীট, বাংক একাউন্ট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এগুলোতে Md দেওয়া। এটা কি সংশোধন করতে হবে?
ইএফটি নোটিশ মোতাবেক, এসএসসি পাসের সনদ অনুয়ায়ী সকল ডকুমেন্ট হতে হবে। সে হিসাবে আপনার তথ্যগুলো সংশোধন করতে হবে। ধন্যবাদ।