কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখা যাবে Bangladesh Technical Education Board (BTEB) দাপ্তরিক ওয়েবসাইট থেকে। কারিগরি বোর্ডের www.bteb.gov.bd ওয়েবসাইট ব্রাউজ করে, সকল পরীক্ষার ফলাফল অনলাইনে খুব সহজে দেখা যবে। এই প্রতিবেদনে রেজাল্ট দেখার সচিত্র নির্দেশনা দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখার নিয়ম [www.bteb.gov.bd result]
সূচীপত্র...
কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত এসএসসি-দাখিল ভোকেশনাল, এইচএসসি সমমান ভোকেশনাল-বিএম, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সহ সকল কোর্সের রেজাল্ট বোর্ড ওয়েসাইটে পাওয়া যায়।
অনলাইনে বোর্ড ওয়েবসাইট ব্রাউজ করে প্রকাশিত সম্প্রতি প্রকাশিত রেজাল্ট দেখা যায়। আবার পূর্ব প্রকাশিত সংরক্ষিত রেজাল্টও দেখা যায়।
নিচের অনুচ্ছেদে কারিগরি বোর্ড সম্পর্কে কিছু কথা ও বোর্ড ওয়েবসাইট থেকে কারিগরির সদ্য প্রকাশিত পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানুন।
কারিগরি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ (এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স)
২০২৪ সালের কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম/বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর তারিখে প্রকাশ করা হবে। এদিন সকাল ১১ টার সময় স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
নিম্নে উল্লিখিত পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://bteb.gov.bd এ চলমান ফলাফল (এইচএসসি পর্যায়) এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল download করা যাবে।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।
পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে-
HSC Board Name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরন: HSC TEC 123456 2024 Send to 16222.
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের নোটিশ দেখুন।
Bangladesh Technical Education Board (BTEB) এর পূর্বকথা।
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিস্তার, মান নিয়ন্ত্রণ ও উন্নয়ণের সার্বিক দায়িত্ব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর উপর ন্যাস্ত।
স্বাধীনতা পূর্ব সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ, পরীক্ষা ও সনদপত্র প্রদানের লক্ষ্যে, ১৯৫৪ সালে ‘East Pakistan Board of Examinations for Technical Education’ নামে একটি বোর্ড গঠন করা হয়।
এরপর ১৯৬৭ সালের ১নম্বর সংসদীয় কারিগরি আইনবলে ‘East Pakistan Technical Education Board’ নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে যা Bangladesh Technical Education Board (BTEB), বাংলায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) নামে পরিচিতি লাভ করে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অবস্থান, শের-ই-বাংলা নগর আগারগাঁও-১২০৭, ঢাকা, বাংলাদেশ।
- বোর্ড এর ওয়েবসাইট এর ঠিকানা: www.bteb.gov.bd
আরো জানুন:
কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২৪ [ভোকেশনাল বিএম ডিপ্লোমা]
BD Education Board Address [শিক্ষা বোর্ড ওয়েবসাইট ইমেইল ফোন নম্বর]
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট সম্পর্কীত কিছু তথ্য জেনে নিন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) এর অধিন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশ করে।
ডিপ্লোমা, এইচএসসি পর্যায়, এসএসসি পর্যায় ও স্বল্পমেয়াদী কোর্সসমূহের পরীক্ষার রেজাল্ট প্রকাশমাত্রই, বোর্ড এর ওয়েবসাইটে তা দেখা যায়।
দেশে-বিদেশের যে কোন স্থান থেকে, ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে, কারিগরি শিক্ষা বোর্ড এর রেজাল্ট দেখা যায়।
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখার ওয়েবসাইট (BTEB Result Website)
পূর্বেই বলেছি, কারিগরি শিক্ষা বোর্ড এর রেজাল্ট দেখতে বোর্ড এর ওয়েবসাইট www.bteb.gov.bd তে যেতে হবে। কারিগরি বোর্ড এর প্রতিটি পরীক্ষা রেজাল্ট উক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এছাড়া, কারিগরি বোর্ডের এসএসসি ও এইচএসসি সমান রেজাল্ট পাওয়া যবে www.educationboardresults.gov.bd ঠিকানায়।
তাই সদ্য প্রকাশিত যে কোন কোর্স এর রেজাল্ট সরাসরি দেখতে উল্লেখিত ওয়েবসাইটি ব্রাউজ করুন। নিচের নির্দেশনা অনুসরণ করে প্রকাশিত এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখুন।
কারিগরি শিক্ষা বোর্ড হতে প্রকাশিত রেজাল্ট দেখার নির্দেশনা
কারিগরি বোর্ড এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটা জানবেন কীভাবে? বিষয়টি সম্পর্কে জানতে ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করুন।
এরপর ব্রাউজারের অ্যাড্রেসবারে বোর্ড এর ওয়েবসাইট এর ঠিকানা www.bteb.gov.bd লিখুন।
এবার কী-বোর্ডের Go অথবা Enter বাটনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যেই আপনি পৌছে যাবেন বোর্ড এর ওয়েবসাইটের হোমপেজে।
এবার নিচের ছবির মত পাতাটির দিকে ভালো ভাবে লক্ষ্য করুন।
যদি আপনি কম্পিউটারে সাইটটি ব্রাউজ করেন তাহলে হোমপেজের নিচের দিকে, উপরের ছবির মত কতগুলো অপশন দেখতে পাবেন।
আর মোবাইলে ব্রাউজ করলে অপশনগুলো কিছুটা ভিন্ন দেখাতে পারে।
এবার অপশনগুলো মধ্যে উপরের ছবিতে তীর চিহ্নিত চলমান ফলাফল নামের অপশনটি খুজে বের করুন।
এই অপশনটি ভালো ভাবে লক্ষ্য করুন। এখানে সকল ফলাফল এর লিংক দেওয়া আছে। যেমন-
ডিপ্লোমা পর্যায়, এইচএসসি পর্যায়, এসএসসি পর্যায় এবং স্বল্পমেয়াদী ও অন্যান্য।
এখান থেকে আপনার প্রয়োজনীয় রেজাল্ট এর লিংকটিতে ক্লিক করুন।
সঠিক রেজাল্ট এর লিংকে ক্লিক করা হলে, কিছুক্ষণের মধ্যে নতুন একটি পাতা ব্রাউজার লোড হবে।
এখানে পূর্ব প্রকাশিত রেজাল্ট এর সাথে সদ্য প্রকাশিত রেজাল্ট ক্রমানুসারে দেখতে পাবেন। এবার আপনার প্রয়োজনীয় রেজাল্ট এর লিংকটিতে ক্লিক করুন।
সাধারণত কারিগরি শিক্ষা বোর্ড এর রেজাল্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করে। তাই আপনার ক্লিক কৃত লিংকটি আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখানে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত রেজাল্ট সংরক্ষণ করা আছে।
এখানে আপনি আপনার প্রয়োজনীয় রেজাল্ট দেখতে ও প্রয়োজনে ডাউনলোড করতে পারবেন।
কারিগরি বোর্ডের রেজাল্ট যেহেতু পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়, সেহেতু উক্ত ফলাফল দেখতে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার প্রয়োজন হবে।
BTEB Result Re-scrunity Result 2024 [পুনঃনিরীক্ষণ স্থগিত ফলাফল ২০২4]
কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এর ব্যাপারে কোন শিক্ষার্থীর আপত্তি থাকতে পারে। তাই বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করে।
যদি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ইতিবাচক ফলাফল আসে, তাহলে তা সংশোধিত ফলাফল হিসাবে প্রকাশ করে।
কোন শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য, বোর্ডের হোমপেজে উত্তরপত্র পুণঃনিরীক্ষণ/স্থগিত ফলাফল নামক অপশনটি খুঁজে বের করুন।
এখানে বোর্ড কর্তৃক প্রকাশিত ডিপ্লোমা হতে স্বল্পমেয়াদী সকল কোর্স এর লিংক দেওয়া আছে।
এবার যে কোর্স অথবা পরীক্ষার রেজাল্ট এর পুনঃনিরীক্ষণ চান সে লিংকটিতে ক্লিক করুন।
লিংক পাতাটি ওপেন হলে, সাম্প্রতিক কয়েকটি কোর্স এর পুনঃনিরীক্ষণের আবেদন লিংক পাওয়া যাবে।
এবার কাঙ্খিত লিংকটিতে ক্লিক করে, পরবর্তী পাতাটি ওপেন হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
লগইন সফল হলে পাতার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্দিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড এর রেজাল্ট (BTEB Result) দেখতে কোন প্রকার অসুবিধা হলে, আমাদের মন্তব্য করে জানাতে পারেন।
লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে ফেসবুক ও টুইটারে শেয়ার করতে পারেন।
আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক অথবা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি হলে, নিচের লেখাগুলো প্রয়োজনীয় হতে পারে।
কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ [www.bteb.gov.bd Notice]
কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন [Techedu Teacher MPO Notice]
তথ্যসূত্র:
TTC সার্টিফিকেট
প্রিয় MD ASHIK REZA, আপনি শুধু TTC সার্টিফিকেট এর কথা লিখেছেন। বিস্তারিত বললে পরামর্শ দিতে সহজ হতো। আশা করি BTEB Result সম্পর্কে জানতে বিস্তারিত লিখবেন। ধন্যবাদ।
৬ মাস মেয়াদি কম্পিউটা অফিস এপ্লিকেশন কোর্স (কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে) পরীক্ষার রেজাল্ট দেখবো কেমনে বা সঠিক কিনা বুঝবো কেমনে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উক্ত কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হলে, বোর্ড কর্তৃক ফলাফল ঘোষণা করার কথা। এতে করে উক্ত কোর্সের ফলাফল কারিগরি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। কারণ উক্ত বোর্ডের প্রতিটি কোর্সের ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আপনার কোর্সের ফলাফল প্রকাশিত হলে, বোর্ডের ওয়েবসাইটে ফলাফল খুঁজুন। এখানে তা পেয়ে গেলে অবশ্যই সঠিক।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
৬ মাস মেয়াদি কম্পিউটা অফিস এপ্লিকেশন কোর্স (কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে) পরীক্ষার রেজাল্ট দেখবো কেমনে বা সঠিক কিনা বুঝবো কেমনে?
রেজাল্ট প্রকাশ হয়ে থাকলে কারিগরি বোর্ড থেকে রেজাল্ট দেখতে পারবেন।
SSC technical board result marksheet 2019
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানালে পরামর্শ দিতে সুবিধা হতো। ধন্যবাদ।
ডিসেম্বরের ২৭ তারিখে পরিক্ষা দিয়েছি কিন্তু এখনো সাটিফিকেট পাইনাই । কবে এবংকিভাবে পাবো? দয়াকরে জানাবেন।
আপনি কোন শ্রেণিতে পরীক্ষা দিয়ে সনদ পান নি, তা স্পষ্ট করে লিখলে ভালো হতো।
পরীক্ষার ফলাফল ও সনদ বিতরণ সম্পূর্ণ সংশ্লিষ্ট বোর্ডের এখতিয়ার। আমরা শুধু ফলাফল প্রকাশের তথ্য দিতে পারি।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
, Thanks for your
ami class 9 a result paini
I have applied for admission in Polytechnic but I have been left on the waiting list. Do I want to know the reason for keeping me on the waiting list?
পলিটেকনিকের রেজালট পাইনি
পলিটেকনিকের কোন বিভাগ/বিষয়ের রেজাল্ট?
আমার রেজাল্ট আপেক্ষামান আছে এখন আমি কি করব?
কোন কারণে অপেক্ষমান আছে তা জানুন। প্রয়োজনে প্রতিষ্ঠান ও বোর্ডে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Waiting list politacknick result
সরকারী পলিটেকনিকের ওয়েটিং লিস্টের রেজাল্ট ২য় পর্যায়ের আবেদনের ফলাফলের সাথে (আজ ১১/০৯/২০২০ তারিখে) দেওয়া হবে।
১৩৩১৮০ রেজাল্ট টা দেখতে পারছি না, plz help
রেজাল্ট তো এখন দেখা যাচ্ছে। চেষ্টা করুন্।
ইং- ২০০৩ সালের ৩৬০ ঘন্টা কোর্সের রেজাল্ট কি নেটে পাওয়া যাবে
সম্ভবত না। বোর্ডে যোগাযোগ করুন।
2003 সালের মূল সনদ হারিয়ে গেলে উত্তোলনের পদ্ধতি কি
সনদ এর ডুপ্লিকেট এর জন্য আবেদন করতে হবে। বোর্ডে যোগাযোগ করুন।
আমি কম্পিউটার টেনিং দিয়েছি …আমাকে একটা সারটিফিকেট সেটা আসল কিনা নকল কিভাবে দেখব
আপনার রেজিঃ-রোল নম্বর ও পাশের সাল দিয়ে সংশ্লিষ্ট রেজাল্ট, বোর্ডের ওয়েবসাইটে খুঁজুন। কারিগরি বোর্ড কর্তৃক সনদ হলে, বোর্ডে তার রেজাল্ট থাকার কথা। ধন্যবাদ।
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাইনি ২০১৯-২০ শিক্ষাবর্ষ ৫ পর্ব টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট
কোন কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের রেজাল্ট না পেলে বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।
refard er result kivabe dekhbo?
রেফার্ড রেজাল্ট একই প্রক্রিয়ায় দেখা যাবে। এইচএসসি রেজাল্ট দেখার সাইটে দেখুন। ধন্যবাদ।
SSC, HSC মার্কশিট যেমন অনলাইন থেকে পাওয়া যায় তেমনি ডিপ্লোমার মার্কশীট অনলাইনে এ পাওয়া যায় না? যদি মার্কশীট পাওয়া যায় তাহলে নিয়ম টা বলুন ।
এইচএসসি সমমানের রেজাল্ট ও মার্কসীট পাওয়া যাবে। ডিপ্লোমা রেজাল্ট পাওয়া যায়। তবে মার্কসীটসহ রেজাল্ট পাওয়া যাবে কী-না, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আপনি সংশ্লিষ্ট বছরের রেজাল্ট পেতে বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজি: নম্বর দিয়ে ফলাফল খুঁজুন। ধন্যবাদ।
জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সের রেজাল্ট সনদপত্র সহ কোন ওয়েবসাইটে পাওয়া যাবে?
কারিগরি বোর্ড প্রকাশিত সকল রেজাল্টের তথ্য পাওয়া যাবে এখানে। আর সনদ তুলতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অথবা বোর্ডে আবেদন করতে হবে। ধন্যবাদ।
রেজাল্ট দেখব
কোন শ্রেণির?
২০২০ কারিগরি বোর্ডের রেজাল্ট
২০১৯ সালের এসএসসি পরিক্ষার মার্ক সীট দেখবো কীভাবে?
এখান থেকে কারিগরি বোর্ডের এসএসসি রেজাল্ট সহ মার্কসীট নম্বর পেতে পারেন।
আমি এইচএসসি পদার্থ ফেল করিসি বিষয় টেকনিক্যাল বোডে রোল 461687 রেজিষ্ট্রেশন 2600013435 1920
হাই স্কুল থেকে বিএম কলেজে শারীরিক শিক্ষা বিষয়ে গেলে ইনডেক্স ও অভিজ্ঞতা বহাল থাকবে কিনা জানালে উপকৃত হতাম।
এ বিষয়ে সঠিক তথ্য পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
কারিগরি বোড চেলেনজ এর রেজাল্ট পকাশ করেছে এ-ই খানে রেজাল্ট চেনাস হয়েছে কিন্তু নেটে ফেল দেখাছে কেনো নেটে কি রেজাল্ট পকাশ করবে না, এ-ই কারনে কোথাও সার্কুলার দিতে পারছি না নেটে কি দিবে না রেজাল্ট
রেজাল্ট আপডেট হতে সময় লাগতে পারে। আপনি বোর্ডে সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানাতে পারেন।
Diploma In Engineering er result kobe dibe?
কারিগরি বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখুন।
আমার ডিপ্লোমা ইন ফার্মেসী ২০১৪ এর রেজাল্ট অনলাইনে দেখব কীভাবে?
কারিগরি বোর্ডে এতদিনের রেজাল্ট পাওয়া যাবে কী না সে সম্পর্কে আমাদের ধারণা নেই। তবে আপনি আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন।
যদি কোনো শিক্ষার্থী শিক্ষক এর প্রতিহিংসা বা অপমান জনিত ক্রোধের বশিবুত হয়ে ব্যাবহারিক এ খারাপ করে। বা ফেল দেখায় তখন কি করার।যদি শিক্ষাথী লিখিত পরীক্ষা ভালো করে। সে ক্ষেত্রে। কিছু সময় শিক্ষার্থীর কারনে শিক্ষক এর এমন কিছু সামনে আসে যার ফলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অপমানিত হতে হয়। এ ক্ষেত্র এমন হয়। বোর্ডের সাহায্য চাই।কাউকে ব্যাবহারিক এর জন্য কি ফেল দেখানো হয়।
এটা সাধারণ হয় না।