৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মকমিশনের এক বিজ্ঞপ্তিতে, পরীক্ষার সময়সূচির তথ্য প্রকাশ করা হয়েছে। বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে শুরু হবে।
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ (BCS Exam Date)
সূচীপত্র...
বাংলাদেশ সরকারি কর্মকমিশন চলতি ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ৪ জুলাই ২০২৪ খ্রি. তারিখের কর্মকমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়াবলির পরীক্ষার তারিখ জানানো হয়েছে।
৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৮ আগস্ট থেকে। সকল বিষয়ের পরীক্ষা গ্রহণ চলবে ৯ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। নিচের অনুচ্ছেদে পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন যুক্ত করা হযেছে।
যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার কেন্দ্রের নাম, আসনবিন্যাস এখনো প্রকাশ করা হয়নি।
এসব বিষয়ে পরবর্তী নির্দেশনা যথাসময়ে পিএসসির দাপ্তরিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে।
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীর সংখ্যা
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
৪৬তম বিসিএসে পদ সংখ্যা
৪৬ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন প্রার্থী। এর মধ্যে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। এছাড়া সাধারণ ক্যাডার সমূহে ৪৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
BCS Exam Date: বিসিএস লিখিত পরীক্ষার রুটিন ২০২৪
নিচের অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন ওয়েবসাইটে প্রকাশিত বিসিএস লিখিত পরীক্ষার রুটিনের কপি যুক্ত করা হয়েছে। এখান থেকে পরীক্ষার দিন-তারিখ জানা যাবে।
আরো দেখুন:
৪৬ তম বিসিএস সার্কুলার: আবেদন ও পরীক্ষার তারিখ
তথ্যসূত্র-