রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ প্রকাশ করা হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে রাবি ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৫-২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড করার সময়সূচী প্রকাশ করা হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ থেকে রাবির অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিটি ইউনিটের দুই কপি করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। একটি University Copy এবং অন্যটি Candidate Copy। কোন শিক্ষার্থী একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে প্রতি ইউনিটের জন্য দু’টি করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর রয়েছে, সেটি হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সব ডাউনলোডকৃত প্রবেশপত্র আনতে হবে। রাবির ভর্তি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

রাবির অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা নিয়ম

রাবির অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হলে রাবির ভর্তি ওয়েবসাইটে যেতে হবে।অনলাইনে https://admission.ru.ac.bd/ ওয়েবসাইটে গিয়ে, শিক্ষার্থীর নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

যেসব তারিখে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। রাবির ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তিন ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৯৯৭টি। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা।

আরো দেখুন:

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫ (acas.edu.bd)

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে

মন্তব্য করুন