Home » মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে (ভর্তি যোগ্যতা)

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে (ভর্তি যোগ্যতা)

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে তা নির্ধারণ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমাল অনুসারে মেডিকেলে এমবিবিএস-বিডিএস ভর্তি আবেদনের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে (ভর্তি যোগ্যতা)

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেন। ভর্তি নীতিমালায় মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে একজন প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন হবে তা নির্ধারণ করেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেলে এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষ কোর্সে ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের মত এবারও সাধারণ প্রার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে এসএসসি-এইচএসসি পরীক্ষা মিলে জিপিএ ৯.০০ পয়েন্ট থাকতে হবে। তবে উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের বেলায় জিপিএ পয়েন্ট ৮.০০ হলেও চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারে সরকারি মেডিকেল কলেজগুলোতে সিট সংখ্যা মোট ৫ হাজার ৩৮০টি।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে (এমবিবিএস)

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও পড়ার খরচ

এমবিবিএস-বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪

২০২৪ অনুসারে সরকারি-বেসরকারি মেডিকেলের এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।

মেডিকেলে ভর্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(ক) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২৩ সালের এইচএসসি/এ-লেভেল/সমমান ও ২০২১ সনে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অথবা ২০২২ সালের এইচএসসি/’এ’ লেভেল/সমমান ও ২০২০ সালের এসএসসি/ও-লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে শর্ত থাকে যে, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ হতে হবে।

(খ) এসএসসি/ ও-লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি/ এ-লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে।

তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ থাকতে হবে।

এখানে উল্লেখ্য যে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট (Aggregated) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দেওয়া হবে।

এছাড়া পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরী করা হবে।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪

বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি [আবেদন ৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত]

তথ্যসূত্র-

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top