কারিগরি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের জরুরী নোটিশ

কারিগরি এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নতুন পরিমার্জিত সিলেবাস পরিচিতি ও বিস্তরণ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী নোটিশ প্রকাশ করেছে বোর্ড।

কারিগরি বিএমটি শিক্ষাক্রমের উপর প্রশিক্ষণের জন্য, bteb.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর থেকে। অনলাইনে নিবন্ধন করা যাবে ১৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

ভোকেশনাল পরীক্ষার রুটিন 2022 (কারিগরি বোর্ড এসএসসি-দাখিল)

কারিগরি এইচএসসি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহনের বোর্ডের জরুরী নোটিশ

কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের নতুন পরিমার্জিত সিলেবাস পরিচিতি ও বিস্তরণ বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণের জন্য জরুরী ভিত্তিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে নির্দেশ দিয়েছে বোর্ড।

২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরী বিজ্ঞপ্তিতে, বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশনের নির্দেশনা দেন।

কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের (www.bteb.gov.bd) ই-সেবা অপশনে গিয়ে, শিক্ষকদের বিভিন্ন তথ্য দিয়ে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

কারিগরির এইচএসসির বিএমটি শিক্ষকদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর ২০২২ খ্রি, তারিখের মধ্যে।

www.bteb.gov.bd ওয়েবসাইটের ই-সেবা অপশনে যেভাবে রেজিস্ট্রেশন করবেন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের ৫টি স্পেশালাইজেশন ও ১টি আবশ্যিক বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে হবে। এইচএসসি (বিএমটি) কারিকুলাম পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের ২৮/০৯/২০২২তারিখ হতে ১৬/১০/২০২২ খ্রি. তারিখ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শিক্ষকদের রেজিস্ট্রেশনের জন্য কারিগরি বোর্ডের ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।

হোমপেজের ঠিকানা: http://www.bteb.gov.bd

উপরের ঠিকানাটি ব্রাউজ করলে কারিগরি বোর্ডের হোমপেজে পৌঁছে যাবেন। এবার হোমপেজের মেন্যুবারে ই-সেবা নামক অপশনটি খুঁজে বের করুন।

অথবা সরাসরি নিচের লিংকটি ব্রাউজ করুন।

https://bteberp.com/apex/f?p=105:LOGIN:9441385289774:::::&tz=6:00

উপরের লগইন পেজে প্রতিষ্ঠানের কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর নিচের বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন করুন।

কারিগরি এইচএসসি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণ রেজিস্ট্রেশন নোটিশ

কারিগরি বোর্ডের এইচএসসি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করতে অসুবিধা  হলে, আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ভোকেশনাল সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (এসএসসি-দাখিল কারিগরি বোর্ড)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন