October MPO 2022: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
October MPO 2022: স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা হস্তান্তর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২২ মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ০৮ (আট) টি চেক, ৩১ অক্টোবর ২০২২ তারিখে সংশ্লিষ্ট ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, অক্টোবরের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ অক্টোবর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ০৭/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৯৩৬৬/৪ তারিখ : ৩১-১০-২০২২।
স্কুল-কলেজের অক্টোবর মাসের চেক ছাড়ের নোটিশ দেখুন।
আরো জানুন:
স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও সিট সংশোধন করার নিয়ম
প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি সুপারিশে কমিটি গঠন
স্কুল-কলেজ অক্টোবর এমপিও শিট ২০২২
অক্টোবর মাসের বেতনভাতা উত্তোলন করতে নিচের লিংক থেকে এমপিও শিট ডাউনলোড করতে হবে।
https://drive.google.com/drive/folders/1d7ViXWoGBCxb69E0m4BE12n2MbkHf8uT?usp=share_link
এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০২২ সালের অক্টোবরের বেতন-ভাতা উত্তোলন করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
তথ্যসূত্র-