মাধ্যমিক স্কুলের নতুন শিক্ষাক্রম কার্যক্রম সমন্বয় সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক জরুরী নোটিশ প্রকাশ করেছে।
স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও শীতকালীন ছুটি বর্ধিত করার কারণে চলমান নতুন শিক্ষাক্রমের কার্যক্রম সমন্বয় করা হয়েছে।
স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিলে নতুন শিক্ষাক্রম কার্যক্রম সমন্বয় সংক্রান্ত মাউশির জরুরী নোটিশ
সূচীপত্র...
দেশের সকল মাধ্যমিক স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও শীতকালীন ছুটি বর্ধিত করার কারণে, নতুন শিক্ষাক্রম কার্যক্রম সমন্বয় করার নোটিশ জারি করছে মাউশি।
৩৪ জুলাই ২০২৩ খ্রি. তারিখে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, নতুন শিক্ষাক্রমের কার্যক্রম সমন্বয় করে এক নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং ৩০ নভেম্বর, ২০২৩ এর মধ্যে সকল শিখন ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটির সাথে সমন্বয়ের ফলে, চলমান শিক্ষাক্রমের কার্যদিবস সমন্বয় করতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চলমান নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বিদ্যমান কর্মদিবসের সাথে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এনসিটিবি কর্তৃক প্রেরিত নিম্নোক্ত বিষয় গুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।
১। নতুন শিক্ষাক্রম অনুযায়ী সকল বিষয়ের জন্য নির্ধারিত সকল শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। কোনো শিখন অভিজ্ঞতা কোনোভাবেই অসম্পূর্ণ রাখা যাবে না।
২। ১০ নভেম্বর, ২০২৩ এর মধ্যে সকল শিখন অভিজ্ঞতা সম্পন্ন করে ১১-৩০ নভেম্বর, ২০২৩ এর মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
৩। বিদ্যমান কর্মদিবসের মধ্যে কীভাবে ষাণ্মাসিক মূল্যায়নে পরবর্তী শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করা যেতে পারে, সে সম্পর্কিত একটি বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করা হয়েছে, যা সকল শিক্ষককে অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
(এনসিটিবি হতে প্রাপ্ত বিষয় ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন এতদসঙ্গে প্রেরণ করা হলো)।
৪। ২৩ জুলাই, ২০২৩ থেকে নতুন গাইডলাইন অনুসরণ করে সকল প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে।
৫। গাইডলাইন অনুসরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ট্রেইনার, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের নিকট থেকে জেনে নেওয়া যেতে পারে।
৬। এই নির্দেশনা শুধুমাত্র ২০২৩ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য। আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষক সহায়িকা অনুসরণ করে যথা নিয়মে কার্যক্রম পরিচালনা করতে হবে।
এমতাবস্থায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) হতে প্রাপ্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চলমান নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বিদ্যমান কর্মদিবসের সাথে সমন্বয় সংক্রান্ত উল্লিখিত বিষয় গুলো যথাযথ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাউশি প্রকাশিত নতুন শিক্ষাক্রম কার্যক্রম সমন্বয় সংক্রান্ত নোটিশ দেখুন।
স্কুলের এনটিসিবি গাইডলাইন ও নির্দেশনা ডাউনলোড
গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও শীতকালীন ছুটি বর্ধিতকরণের ফলে, বিদ্যমান কার্যদিবসের সাথে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম সমন্বয়ের গাইডলাইন ও নির্দেশনা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
এনটিসিবির গাইডলাইন ও নির্দেশনা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
স্কুলের নতুন শিক্ষাক্রম কার্যক্রম সংক্রান্ত নোটিশ বিষয়ে আরো জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সিলেবাস দেখুন ২০২৩
জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ
গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও বার্ষিক পরীক্ষার শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ
২০২৪ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা অনুষ্ঠানের তারিখ
মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)
তথ্যসূত্র-