শিক্ষা মন্ত্রণালয় অনুদান ২০২১: শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়লো
শিক্ষা মন্ত্রণালয় অনুদান ২০২১ পেতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় অনুদান ২০২১: শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের আবেদনের সময় বাড়ানো হয়েছে
শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় এর বিশেষ অনুদান এর জন্য অনলাইন আবেদন এর সময় বাড়ানো হয়েছে।
মন্ত্রনালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনলাইন আবেদনের সময় বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তিটি, মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে ০৭/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান এর অনলাইন আবেদন ১৫ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশেষ অনুদান প্রাপ্তির জন্য অনলাইনে এই আবেদন ০১/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে শুরু হয়েছিলো। কিন্তু করোনা ভাইরাস জনিত কারণে সে সময় বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর অধিন মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের অনুদান আবেদনেরও সময় বাড়ানো হয়েছে।
মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের আবেদন করা যাবে ২০/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
(বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে)।
স্কুল-কলেজের অনুদান আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন।
মাদ্রাসা ও কারিগরির অনুদান আবেদন করুন এখান থেকে।
মাদ্রাসা ও কারিগরি আবেদনের সময় বাড়ানোর বিজ্ঞপ্তি
স্কুল-কলেজের অনুদানের সময় বাড়ানোর বিজ্ঞপ্তি দেখুন
আরো পড়ুন: February School-College EFT MPO 2021 | ফেব্রুয়ারির বেতন হস্তান্তর
শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুদান এর অর্থের পরিমান
মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০০০০০/= (এক লক্ষ টাকা) পাবে।
নির্বাচিত শিক্ষক-কর্মচারীগণ সর্বোচ্চ ৩০০০০/= (ত্রিশ হাজার টাকা) পাবেন।
উপযুক্ত শিক্ষার্থীরা স্তরভেদে পাবে ৮০০০-১০০০০/= (আট-দশ হাজার টাকা)।
এখানে বিশেষ ভাবে লক্ষনীয় যে, সবাই মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের টাকা পাবেন না। কেবলমাত্র অনুদান নীতিমালা অনুসারে কেবল উপযুক্ত শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান অনুদানের টাকা পাবে।
অনুদানের টাকা প্রাপ্তিতে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়। স্কুল-কলেজ সংশ্লিষ্ট নীতিমালা দেখুন নিচের অনুচ্ছেদে।
আর মাদ্রাসা ও কারিগরি নীতিমালা দেখুন সব শেষ অনুচ্ছেদে সংযুক্ত লিংক থেকে।
সতর্কতা: এরই মধ্যে মন্ত্রণালয় এর অনুদান নিয়ে প্রতারণা ও গুজব সৃষ্টি হয়েছে। এ সমস্ত গুজব ও প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে মন্ত্রণালয় সকলকে অনুরোধ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। (বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে)।
অনুদানের আবেদনের পর নীতিমালার আলোকে কেবল উপযুক্ত শিক্ষক-শিক্ষার্থীও প্রতিষ্ঠানকে এই অনুদানের অর্থ প্রদান করা হবে।
অনুদানের অর্থ প্রদানের জন্য মন্ত্রণালয়ে যাছাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। আবেদন শেষ হলে কমিটি আবেদনগুলো যাচাই করে উপযুক্তদের অনুদান প্রদান করবে।
তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক তাকা অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আরো জানুন: স্কুল-কলেজ খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৯ মার্চ পর্যন্ত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত অনুদানে প্রাপ্তির সংশোধিত নীতিমালা ২০২১ দেখুন
মাদ্রাসা ও কারিগরি অনুদান নীতিমালা প্রায় অনুরূপ। তবে কিছু শর্তে পার্থক্য আছে। তাই নিচে সংযুক্ত লিংক থেকে নীতিমালা পড়ে আবেদন করুন।
স্কুল-কলেজ সংশ্লিষ্ট অনুদানের নীতিমালা জানতে এখানে ক্লিক করুন।
মাদ্রসা ও কারিগরির অনুদান প্রাপ্তির নীতিমালা পড়ুন এখান থেকে।
আরো দেখুন:
শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন | Ministry of Education Gazette
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ১২/০৩/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১২:০৩ পূর্বাহ্ন।