রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি তথ্য প্রকাশ করা হয়েছে। এবারেও ভর্তিতে দ্বিতীয়বার বা সেকেন্ড টাইমারদের আবেদনের সুযোগ থাকছে।

অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে ৮ জানুয়ারি। রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি তথ্য ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক/সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে ভর্তি কমিটি। এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

রাবি অনার্স ১ম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ৮ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ১৭ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

এরপর প্রাথমিক আবেদনে যোগ্য নির্বাচিত শিক্ষার্থীদের ধাপে ধাপে আবারো চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। মোট ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে রাবির ভর্তি বিজ্ঞপ্তিতে, অনার্স ১ম বর্ষের ভর্তি বিষয়ে উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অনলাইনে ভর্তি আবেদন সহ সকল তথ্য পাওয়া যাবে রাবির ভর্তি ওয়েবসাইটে: https://admission.ru.ac.bd/

আরো জানুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৪ [আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ]

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদনের তারিখ ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের অনলাইনে ভর্তি আবেদন দুই ধাপে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে ৮ জানুয়ারি তারিখ দুপুর ১২:০০ টা থেকে।

প্রাথমিক ভর্তি আবেদন গ্রহণের শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে, সকল ইউনিটে ৭২০০০ (কোটা সহ) আবেদনকারী চুড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

চুড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাবির অনার্স ১ম বর্ষের অনলাইনে ভর্তির চুড়ান্ত আবেদন ধাপে গ্রহণ করা হবে। পরীক্ষার্থীর কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করা হবে।

বারি ভর্তির চূড়ান্ত আবেদনের সময়সূচী

প্রথম দফা: ২৬ জানুয়ারি ২০২৪ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

দ্বিতীয় দফা: ০১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

তৃতীয় দফা : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

চতুর্থ দফা : ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার তারিখ [এ বি সি ইউনিট]

রাবি অনার্স ১ম বর্ষের ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

সি ইউনিট:  বিজ্ঞানের বিভাগের পরীক্ষা ৫ মার্চ তারিখে অনুষ্ঠিত হবে।

এ  ইউনিট: মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ তারিখে।

বি ইউনিট: বাণিজ্য শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখে।

প্রতিটি ইউনিটের পরীক্ষার চার শিফটে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত এই সব শিফটের পরীক্ষা গ্রহণ করা হবে।

রাবি অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদনের যোগ্যতা ২০২৪

কেবলমাত্র ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান, ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি বোর্ড এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে রাবিতে। ২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষায় যারা পাশ করেছেন, তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর অধিন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদের প্রাপ্ত জিপিও ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

সনাতন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তবে ইএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত সনাতন শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

এখানে সমমান নির্ধারক কমিটি ভর্তির ক্ষেত্রে সমমানের পরীক্ষার সনদ অনুমোদন করবেন।

(প্রতিটি ইউনিটে ভর্তির ক্ষেত্রে পৃথক জিপিএ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানুন নিচে সংযুক্ত রাবির ভর্তি বিজ্ঞপ্তি থেকে)।

আরো জানুন:

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৩-২৪ [DU Admission]

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪

রাবি স্নাতক সম্মান ভর্তি ২০২৪: অনলাইন আবেদন ফি

এক বা একাধিক ইউনিটে অনলাইন ভর্তি প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।

চুড়ান্ত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলা ও বিজ্ঞান ইউনিটে ভর্তি আবেদনের জন্য ১২০০+১২০ (সার্ভিস চার্জ সহ)= ১৩২০ টাকা ফি প্রদান করতে হবে।

বাণিজ্য ইউনিটে আবেদন ফি হিসাবে ১০০০+১০০= ১১০০ টাকা প্রদান করতে হবে।

রাবি স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩

২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষা কেবলমাত্র এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

মোট ১০০ নম্বরের পরীক্ষা ১ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। ৫টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। পাশ নম্বর ৪০।

পরীক্ষায় হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরি যুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।

ভর্তির পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানুন নিচে প্রতিবেদন থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি সার্কুলার ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি ২৮ ডিসেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে। রাবি অনার্স ভর্তির সকল বিষয়ের তথ্য অগ্রীম জানতে, নিচের অনুচ্ছেদে যুক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ভর্তি তথ্য ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি বিষয়ে জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৪: ভর্তির যোগ্যতা, আবেদন ও পরীক্ষার সময়সূচী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা তথ্য ২০২৪: CU Admission 2024

তথ্যসূত্র:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

সবশেষ আপডেট: ২৮/১২/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ ০৪:৫০ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪”-এ 3-টি মন্তব্য

  1. গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রাথমিক আবেদন কখন শুরু হবে?

    জবাব
    • এখনো গুচ্ছে আবেদন শুরু হয়নি।

  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এর পরীক্ষার মানবন্টন 2023
    +

    জবাব

মন্তব্য করুন