রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি তথ্য ২০২২-২০২৩

রাবি স্নাতক সম্মান ভর্তি তথ্য ২০২২-২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারেও ভর্তিতে দ্বিতীয়বার বা সেকেন্ড টাইমারদের সুযোগ থাকছে।

রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ মে তারিখ পর্যন্ত। প্রতিটি ইউনিটে ৪ শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি তথ্য ২০২২-২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক/সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে ভর্তি কমিটি।এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

রাবি অনার্স ১ম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয় ১৫ মার্চ থেকে। আবেদন করা গেছে ২৭ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

প্রাথমিক আবেদনে যোগ্য নির্বাচিত শিক্ষার্থীদের ৯ এপ্রিল থেকে ধাপে ধাপে ২ মে ২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবারো চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ মে ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। মোট ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হবে।

২ মার্চ ২০২৩ খ্রি. তারিখে রাবির ভর্তি বিজ্ঞপ্তিতে, স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি বিষয়ে উপরোক্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ভর্তি আবেদন সহ সকল তথ্য পাওয়া যাবে রাবির ভর্তি ওয়েবসাইটে: https://admission.ru.ac.bd/

আরো জানুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৩ [আবেদন ৫ এপ্রিল, ভর্তি ১৭ মে]

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদনের তারিখ ২০২৩

রাবিতে ১৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভর্তি-ইচ্ছুকরা, প্রাথমিক আবেদন গ্রহণ করতে পেরেছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের, ৯-১৫ এপ্রিলের মধ্যে আবারো চূড়ান্ত আবেদন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ইউনিটের অনলাইনে ভর্তি আবেদন দুই ধাপে অনুষ্ঠিত হবে।

অনলাইনে প্রাথমিক ভর্তি আবেদন ১৫ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১২:০০ টা থেকে শুরু হয়।

প্রাথমিক ভর্তি আবেদনের শেষ সময় ছিলো ২৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে, সকল ইউনিটে ৭২০০০ (কোটা সহ) আবেদনকারী চুড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

চুড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্নাতক সম্মান ১ম বর্ষের অনলাইনে ভর্তির চুড়ান্ত আবেদন, ৯ এপ্রিল থেকে চার ধাপে ২ মে তারিখ পর্যন্ত করা যাবে। পরীক্ষার্থীর কোটা পূর্ণ না হলে এর পরেও ভর্তি আবেদন গ্রহণ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার তারিখ [এ বি সি ইউনিট]

রাবি অনার্স ১ম বর্ষের ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ মে ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

সি ইউনিট:  বিজ্ঞানের বিভাগের পরীক্ষা ২৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।

এ  ইউনিট: মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ মে তারিখে।

বি ইউনিট: বাণিজ্য শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে তারিখে।

প্রতিটি ইউনিটের পরীক্ষার চার শিফটে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত এই সব শিফটের পরীক্ষা গ্রহণ করা হবে।

রাবির শিফট ভিত্তিক সকল ইউনিটের ভর্তি পরীক্ষার রুটিন দেখুন।

রাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩

লক্ষ্য  করুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন সহ ভর্তির দিন তারিখ ও যোগ্যতা সম্পর্কে ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানুন। নিচের অনুচ্ছেদে ভর্তি বিজ্ঞপ্তির অনুলিপি যুক্ত করা হয়েছে।

রাবি স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির যোগ্যতা ২০২৩

কেবলমাত্র ২০২১ ও ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান, ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি বোর্ড এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে রাবিতে।

কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর অধিন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদের প্রাপ্ত জিপিও ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

সনাতন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তবে ইএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত সনাতন শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

এখানে সমমান নির্ধারক কমিটি ভর্তির ক্ষেত্রে সমমানের পরীক্ষার সনদ অনুমোদন করবেন।

(প্রতিটি ইউনিটে ভর্তির ক্ষেত্রে পৃথক জিপিএ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানুন নিচে সংযুক্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে)।

আরো জানুন:

ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২২-২৩ [DU Admission]

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২-২০২৩

রাবি স্নাতক সম্মান ভর্তি ২০২৩ আবেদন ফি

এক বা একাধিক ইউনিটে অনলাইন ভর্তি প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।

চুড়ান্ত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রতি ইউনিটে ভর্তি জন্য ১২০০+১২০ (সার্ভিস চার্জ সহ)= ১৩২০ টাকা ফি প্রদান করতে হবে।

রাবি স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩

২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষা কেবলমাত্র এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

মোট ১০০ নম্বরের পরীক্ষা ১ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। ৫টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। পাশ নম্বর ৪০।

পরীক্ষায় হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরি যুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।

ভর্তির পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানুন নিচে প্রতিবেদন থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি সার্কুলার ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২ মার্চ তারিখে ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তির সকল বিষয়ের তথ্য জানতে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

রাবি ভর্তি তথ্য ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি বিষয়ে জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩: ভর্তির যোগ্যতা, আবেদন ও পরীক্ষার সময়সূচী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা তথ্য ২০২৩: CU Admission 2023

তথ্যসূত্র:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

সবশেষ আপডেট: ০৮/০৪/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৪৫ পূর্বাহ্ন।

Share This:

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + eighteen =