Home » মাদ্রাসা মে এমপিও ২০২৩: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা মে এমপিও ২০২৩: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসা মে মাসের এমপিও প্রকাশের নোটিশ ২০২৩

মাদ্রাসা মে এমপিও ২০২৩ (Madrasah May MPO 2023): এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ মে মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৭ জুন ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসা মে এমপিও ২০২৩: মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার মে-২০২৩ মাসের বেতন ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক নোটিশে, মে মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

৪ জুন ২০২৩ খ্রি. তারিখে মাদ্রাসার মে মাসের চেক হস্তান্তরের নোটিশ অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৭/০৬/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসার মে মাসের এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১২৩ তারিখ ০৪-০৬-২০২৩ খ্রিষ্টাব্দ।

আরো জানুন:

Madrasha MPO Notice কোথায়, কীভাবে দেখবেন?

Madrasah MPO Sheet Correction | মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন

নিচের বিজ্ঞপ্তিতে মে মাসের এমপিও স্মারক নম্বর ও নিচের অনুচ্ছেদে মে মাসের এমপিও শিট ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে।

Madrasah May MPO Sheet 2023: মাদ্রাসার মে মাসের এমপিও সীট ২০২৩

এই প্রতিবেদন আপডেট করা পর্যন্ত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মে মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ হলেও এমপিও শিট এখনো প্রকাশ করা হয়নি। আমরা এমপিও শিটের লিংক পেলে তৎক্ষনাৎ এখানে যুক্ত করে দেব।

২০২৩ সালের মাদ্রাসার মে মাসের বেতন-ভাতা ও এমপিও সীট উত্তোলন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

2 thoughts on “মাদ্রাসা মে এমপিও ২০২৩: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর”

  1. এম,রুহুল আমিন মুকুল

    বিজ্ঞপ্তিতে ৭/৬/২০২২ইং এর ভিতরে বেতন ভাতা তুলতে বলা হলেও অনুদান বন্টন কারী স্হানীয় কিছু ব্যাংক অনুদান এখনো আসে নাই বলে বেতন বিলের কাগজ জমা না নিয়ে ফেরত দেন।দুরে দুরান্থ থেকে শিক্ষক কর্মচারীরা কয়বার আসতে পারে?৩১/৫/২০২২ এমপিও চেক দেয়া হলেও এখনো স্হানীয় ব্যাংকে টাকা জমা হয় নাই কেন?প্রায় ৪০দিনের মাথায় বেতন তুলতে হয়।এ জন্য অনেক শিক্ষক কর্মচারীর কষ্টের সীমা থাকেনা।

    1. অনেক ব্যাংক এমন আচরণ করছে বলে আমরা জানতে পারছি। আপনার সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানাতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top