মাদ্রাসার বাংলা ইংরেজী শিক্ষকের এমপিও নীতিমালা সংশোধন

মাদ্রাসার বাংলা ইংরেজী শিক্ষকের এমপিও নীতিমালার নিয়োগ যোগ্যতা সংশোধন করা হয়েছে। এখন সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরসহ স্নাতক ডিগ্রি সাথে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে মাদ্রাসায় নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ পাবেন।

মাদ্রাসার বাংলা ইংরেজী সহকারী শিক্ষকের এমপিও নীতিমালার এমপিওভুক্তির যোগ্যতা সংশোধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) -এর বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষকদের নিয়োগ যোগ্যতা সংশোধন করা হয়েছে।

২০ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এমপিও নীতিমালা সংশোধন সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব (মাদ্রাসা-২) এ.কে.এম লুৎফর রহমান স্বাক্ষরিত পরিপত্রটি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন এই পরিপত্রে মাদ্রাসার বাংলা ও ইংরেজী বিষয়ের শিক্ষকগণ, ১০০ নম্বরে সহ ডিগ্রি পাসের পর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকলে তার এমপিওভুক্ত হতে পারবেন।

আরো জানুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির কমিটি গঠন

Madrasah MPO Sheet Correction: মাদ্রাসা এমপিও শীট ভুল সংশোধন

মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন পরিপত্রে বাংলা-ইংরেজী সহকারী শিক্ষকদের নিয়োগের যোগ্যতা

পরিপত্রে বলা হয়েছে, ‘‘বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০০ নম্বরের বাংলা/ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান উল্লেখ থাকায় এনটিআরসিএ কর্তৃক নিয়োগের সুপারিশকৃত ১০০ নম্বরের বাংলা/ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান ডিগ্রিধারীগণকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এমপিওভুক্ত করা হচ্ছে না।

অপর দিকে বেসরকারি স্কুল/কলেজের ক্ষেত্রে বর্ণিত শিক্ষাগত যোগ্যতায় ৩০০ নম্বরের পাশাপাশি ১০০ নম্বরের স্নাতকসহ বাংলা/ইংরেজি/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীগণকে এমপিওভুক্ত করা হচ্ছে।

এমতাবস্থায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এ উল্লেখিত সহকারী শিক্ষক (ইংরেজি) ও সহকারী শিক্ষক (বাংলা) এর শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে।’’

সংশোধিত এমপিও নীতিমালায় মাদ্রাসার বাংলা ও ইংরেজী বিষয়ের শিক্ষকদের নিম্নের নিয়োগ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষকের নিয়োগ যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/ সমমান;

অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/ সমমান;

অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

সমগ্র শিক্ষা জীবনে যেকোন ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার ইংরেজী বিষয়ের শিক্ষকের নিয়োগ যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান;

অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।

স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান;

অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

সমগ্র শিক্ষা জীবনে যেকোন ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।

মাদ্রাসার বাংলা ও ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির জন্য প্রকাশিত সংশোধিত এমপিও নীতিমালা দেখুন।

মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন পরিপত্র ২০২২

২০২২ সালের ২০ অক্টোবর সংশোধিত মাদ্রাসার বাংলা ইংরেজী শিক্ষকের নিয়োগ ও এমপিওভুক্তির পরিপত্র সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Application: মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন

MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা এমপিও আপডেট দেখার নিয়ম

মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

তথ্যসূত্র-

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন