২০২২ সালের মাদ্রাসার এবতেদায়ী, দাখিল ও আলিম শ্রেণির নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা অধিদপ্তর। ৭ সেপ্টেম্বরের অধিদপ্তরের নির্দেশনা অনুসারে, সরকারি-বেসরকারি মাদ্রাসার ক্লাস রুটিন করার নিয়ম জানুন।
মাদ্রাসার নতুন ক্লাস রুটিন (এবতেদায়ী, দাখিল ও আলিম শ্রেণি): ৭ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত
শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে দেশের সরকারি-বেসরকারি মাদ্রাসা শুক্রবার ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মাদরাসা গুলোর ক্লাস রুটিনে পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুন্ন রেখে মাদ্রাসার প্রচলিত সময়সূচি পরিমার্জন করে রুটিন প্রকাশ করা হয়েছে।
এবতেদায়ী মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি, দাখিলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং আলিম মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন রুটিন প্রকাশ করা হয়।
দেশের মাদ্রাসাগুলোর এবতেদায়ী, দাখিল ও আলিম শ্রেণিতে সপ্তাহের ৫ দিন পূর্ণ দিবস ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে মদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
আরো জানুন:
মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
মাল্টিমিডিয়া ক্লাস রুম এর তথ্য জানতে চেয়েছে শিক্ষা অধিদপ্তর
এবতেদায়ী, দাখিল ও আলিম মাদ্রাসার ক্লাস রুটিন করার নিয়ম (৭ সেপ্টেম্বর ২০২২ থেকে কার্যকর)
এবতেদায়ী স্তর (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত)।
এবতেদায়ী ১ম ও ২য় শ্রেণিতে প্রতিদিন ৪টি করে সপ্তাহে মোট ২০টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।
এবতেদায়ী ৩য় ও ৪র্থ শ্রেণিতে প্রতিদিন ৬টি করে সপ্তাহে মোট ৩০টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।
এবতেদায়ী ৫ম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।
দাখিল স্তর (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত)।
দাখিল ৬ণ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে প্রতিদিন ৮টি করে সপ্তাহে মোট ৪০টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।
আলিম স্তর (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত)।
আলিম একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিন ৮টি করে সপ্তাহে মোট ৪০টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।
এক শিফটে পরিচালিত মাদ্রাসায় শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি ১ম (পিরিয়ড) ৫০ মিনিট, ২য় থেকে ৪র্থ (পিরিয়ড) ৪০ মিনিট এবং ৫ম
থেকে ৮ম (পিরিয়ড) ৩৫ মিনিট করে হবে।
দুই শিফটে পরিচালিত মাদ্রাসায় শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি ১ম (পিরিয়ড) ৪০ মিনিট ২য় থেকে ৪র্থ (পিরিয়ড) ৩৫ মিনিট এবং.৫ম থেকে ৮ম (পিরিয়ড) ৩০ মিনিট করে হবে।
মাদ্রাসার নতুন ক্লাস রুটিন করার নিয়ম জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
এক ও দুই শিফটে পরিচালিত মাদ্রসার জন্য অধিদপ্তর প্রস্তাবিত সময়সূচি দেখুন।
ইবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিষয় কাঠামো ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা সম্পর্কে জানুন।
দাখিল ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বিষয় কাঠামো ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা সম্পর্কে জানুন।
দাখিল ৯ম ও দশ শ্রেণির বিষয়, নম্বর বিভাজন ও পিরিয়ড সংখ্যা সম্পর্কে জানুন।
আলিম একাদশ ও দ্বাদশ শ্রেণির বিষয়, নম্বর বিভাজন ও পিরিয়ড সংখ্যা সম্পর্কে বিস্তারিত দেখুন।
উল্লেখ্য, দেশের সকল মাদ্রাসায় এক ও অভিন্ন ক্লাস রুটিন বা সময়সূচি অনুসরণ করতে বলেছে মাদ্রাসা অধিদপ্তর। তবে মাদ্রাসার জনবল কাঠামো, ভৌত সুবিধাদি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিবেচনায় এ সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে মাদ্রাসা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
দেশের সকল সরকারি-বেসরকারি মাদ্রাসায় পরিমার্জিত সময়সূচি অনুযায়ী সকল মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেছে মাদ্রসা শিক্ষা অধিদপ্তর।
২০২২ সালের ৭ সেপ্টেম্বর প্রকাশিত মাদ্রাসার নতুন ক্লাস রুটিন সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফাস্ট এইড পার্ট-১ প্রশিক্ষণ করার নিয়ম
তথ্যসূত্র: