মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: শিক্ষা অধিদপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ
মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ (DSHE Job Circular 2020): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৪ (চার) হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাউশি অধিদপ্তর নিয়োগ ২০২০ এর প্রবেশপত্র সংগ্রহ
৩০/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে। এখন চলছে প্রবেশপত্র সংগ্রহের কাজ। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
নিচের সংযুক্ত লিংক থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
http://dshe.teletalk.com.bd/admitcard/index.php
লিংকটি ব্রাউজ করে নিচের ছবির মত পাতায় যান।
মাউশি অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে প্রথমে পরীক্ষার ধরণ নির্বাচন করুন।
এখানে দুটি অপশন আছে। Written/Viva Test ও Field Test।
প্রয়োজনীয় অপশন নির্বাচন করে, User ID ও Password বক্সে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিন।
সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
নতুন পাতায় প্রবেশপত্র লোড হলে, প্রিন্টারে তা প্রিন্ট করে সংরক্ষণ করুন। পরীক্ষায় সময় যা দেখাতে হবে।
যদি কোন কারণে ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে নিচের ঠিকানা সমুহ থেকে তা উদ্ধার করা যাবে।
Recover User ID Link- http://dshe.teletalk.com.bd/options/invoice.php
Password Recover Link- http://dshe.teletalk.com.bd/options/pass.php
BCS Circular: বিসিএস ৪২ ও ৪৩ তম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ করেছে পিএসসি
মাউশি অধিদপ্তর এর চলতি নিয়োগ সংক্রান্ত সতর্কতা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর চলতি নিয়োগ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
কিছু অসাধু লোক অনৈতিক পন্থায় নিয়োগ পেতে, বিভিন্ন প্রার্থীকে প্ররোচিত করছে বলে অধিদপ্তর জানতে পেরেছে।
অধিদপ্তর এই সকল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। কেবল বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়ার উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ করা হবে বলে তারা নিশ্চিত করেছেন।
মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর বিস্তারিত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তর এর আওতাধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ নিয়োগ দেওয়া হবে।
রাজস্বখাতে শূন্যপদে বিপরীতে অস্থায়ী ভিত্তিতে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহে, বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি সহ নিয়োগের সকল কার্যক্রমের তথ্য পাওয়া যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dshe.gov.bd হতে। এই আবেদন কেবলমাত্র অনলাইনে করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবেদন ১ নভেম্বর ২০২০ তারিখ হতে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত।
আবেদনকারীর বয়স ন্যূনতম (০১/১১/২০২০ তারিখে) ১৮ বছর, আর (২৫/০৩/২০২০ তারিখে) সর্বোচ্চ ৩০ বছর । প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্র ৩২ বছর।
কিছু পদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)
আবেদনের ফি- ১নং ক্রমিক হতে ২২ নং ক্রমিক পর্যন্ত টেলিটক ফি সহ মোট (১০০+১২)=১১২ টাকা।
২৩ হতে ২৭ নং পদের ক্ষেত্রে সর্বমোট (৫০+৬)=৫৬ টাকা।
মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: যে পদগুলোতে জনবল নিয়োগ করা হবে
শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রদর্শকের পদ সহ গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক, ল্যাবরেটরি সহকারীর পদে লোক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
মাউশি নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো যে পদগুলো আছে তা হলো, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, গাড়িচালক, মেকানিক কাম ইলেক্ট্রিশিয়ান, বুক সর্টার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি।
(সকল পদের তালিকা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)
DSHE Job Circular 2020: পদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিজ্ঞানের ১০ বিষয়ে প্রদর্শক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হলো, সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি।
গবেষণা সহকারী (কলেজ) পদের যোগ্যতা, শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের যোগ্যতা হলো, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/ডিগ্রি।
এছাড়া অন্যান্য পদের শিক্ষাগত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা কোটা সংরক্ষিত আছে। তাই কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা ভালোভাবে জেনে নিন।
মাউশি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর বিভিন্ন পদে আবেদন করার নির্দেশনা
Teletalk Bangladesh Ltd এর ওয়েবসাইট http://dshe.teletalk.com.bd এই লিংক ব্যবহার করে, অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন।
এবার উপরোক্ত ঠিকানা ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে আবেদন পাতায় যান।
মাউশি অধিদপ্তর এর আবেদন পাতায় গেলে উপরের ছবির মত দুটি লিংক দেখতে পাবেন। প্রথমটি ছবি আপলোড করা সংক্রান্ত নির্দেশনা। পরেরটি আবেদন ফরম। দ্বিতীয় লিংকে ক্লিক করলে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের তালিকা দেখা যাবে।
কাঙ্খিত পদে আবেদনের জন্য, পদের বাম পাশে রেডিও বাটনে টিক দিয়ে নিচের Next বাটনে ক্লিক করলে, পুরো আবেদন ফরম দেখা যাবে। এখানে সকল বক্সে তথ্য দিয়ে সবার শেষে Next বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় যেতে হবে।
এভাবে সকল তথ্য পূরণ করলে সবশেষে সাবমিট করে আবেদন পত্র প্রেরণ করতে হবে।
সতর্কতা: সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজ-পত্র যুক্ত করে আবেদনপত্র প্রেরণ করুন। ভুল ও অসত্য তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবার চাকুরী কালীন সময়ে অসত্য তথ্য দেওয়ার কথা প্রকাশ হলে, নিয়োগ বাতিল করা হবে বলে- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাউশি সার্ভার অধিক ব্যস্ত থাকে এমন সময়ে আবেদন পাঠানো থেকে বিরত থাকুন। খুব সকালে বা রাতের দিকে নিরিবিলি পরিবেশে, বুঝেশুনে আবেদন ফরম পূরণ করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের কোন বিষয়ে খটকা লাগলে, অপর প্রতিযোগী বা এ বিষয়ে জানেন- এমন ব্যক্তির সাথে আলোচনা করুন।
আরো পড়ুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০: আপনার যা জানা প্রয়োজন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। তারপর প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করুন।
মনে রাখবেন ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গন্য হবে।
উপরে সংযুক্ত বিজ্ঞপ্তি পড়তে অসুবিধা হলে, মাউশি অধিদপ্তরে প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে এখানে ক্লিক করুন।
আরো জানুন:
Education Ministry Notice Board | শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড
www.dshe.gov.bd – Teacher MPO Update: কীভাবে দেখবেন?
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সবশেষ আপডেট: ১৫/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:০২ অপরাহ্ণ।
আমার জন্মতারিখ 22/07/1990 হলে আমি কি আবেদন করতে পারব
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স বের করুন। এবার দেখুন আপনার বয়স কত হচ্ছে। ৩০ বছরের বেশী হলে আবেদন করতে পারবেন না। ধন্যবাদ।
EEE থেকে স্নাতক পাস করে প্রদর্শক (পদার্থ) তে আবেদন করা যাবে কি ?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী বলা হয়েছে। আপনার কি স্নাতক পর্যায়ে বিষয়টি আছে?
ধন্যবাদ।
ক্রমিক নং ১১ গবেষণা সহকারী (কলেজ)তে সবাই কি আবেদন করতে পারবে ?
আর শিক্ষায় স্নাতক মানে টা কি ?
Bachelor of Education (B.ed) এটা শিক্ষা বিষয়ক প্রফেশনাল কোর্স। ধন্যবাদ।
একজন কি দুই বিষয়ে আবেদন করতে পারবে।
আপনার প্রশ্নে উপস্থাপিত বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি। আবেদন শুরু হতে এখনো কয়েকদিন বাকি আছে। বিষয়টি নিয়ে সামনের দিকে আলোচনা হতে পারে।
তবে সকল পদের পরীক্ষা একই দিনে হলে, একাধিক পদে আবেদন করার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ।
প্রার্থীদেরকে কি নিজ নিজ জেলায় নিওগ দেয়া হবে?
নিয়োগ বিজ্ঞপ্তি এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয় নি। তবে জেলা কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ।
Prodorshok pode question pattern kmon Hobe?
এ বিষয়ে নিশ্চিত তথ্য আমাদের জানা নেই। তবে প্রচলিত চাকুরীর নিয়োগের মত একটাও একটা নিয়োগ পরীক্ষা। সিলেবাস বিষয়ে জানতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।
একজন প্রার্থী কি ২ পদে আবেদন করতে পারবে?
একই দিনে সকল পদের পরীক্ষা হলে বিষয়টি সম্ভব নয়। তবে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তেমন কিছু উল্লেখ করা নেই। ধন্যবাদ।
প্রদর্শক পদার্থ বিদ্যা
সিলেবাস টা জানালে উপকৃত হবো
মাউশি নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কীত কোন তথ্য নেই। তাই এ বিষয়ে আমরা কোন নিশ্চিত তথ্য দিতে পারবো না। আপনি বইয়ের বাজারে গিয়ে খোঁজ করুন। তারা হয়তো কোন নির্দেশনা দিতে পারবে। ধন্যবাদ।
কোন বইটি থেকে প্রস্তুতি নিব??? এমন একটি বইয়ের নাম বলেন।।।।
আপনার প্রশ্নের নিশ্চিত কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি বাইয়ের দোকানে গিয়ে এ বিষয়ের কোন বই-পত্র বেরিয়েছে কী-না, তা দেখুন। ধন্যবাদ।
English e honours masters er shathe b.ed er 1 year er course thakle gobeshona shohokari pode abedon kora jabe?
গবেষণা সহকারী (কলেজ) পদটির যোগ্যতায় একটি অপশনে ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রির কথা বলা হয়েছে। এই ডিপ্লোমা বলতে বিএড সনদকে বুঝায় কী-না, তা একটু জানার চেষ্টা করুন। আপনি আপনার বিএড কলেজে কর্তৃপক্ষদের নিকট থেকে বিষয়টি জানার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।
১৮ এবং ২১ নং পদ কি একই রকম??
এই পদের জন্য কি কম্পিউটার জানা আবশ্য?
একই সাথে দুই পদে করা যাবে?
মাউশি বিজ্ঞপ্তিতে অনুসারে ১৮ ও ২১২ নম্বর পদ দুটি ভিন্ন। বিজ্ঞপ্তিতে কম্পিউটার বিষয়ের কোন তথা উল্লেখ করা নাই। আর একই দিনে পরীক্ষা হলে দুটি পদে আবেদন করলে সমস্যা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তেমন কোন উল্লেখ নাই। ধন্যবাদ।
লাইব্রিয়ানে ফল পাথী আবেদন করা যাবে কি,দ য়া করে জানাবেন
ফল প্রত্যাশীদের আবেদন করার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোন তথ্য নাই। তাই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। ধন্যবাদ।
লাইব্রিয়ান ডিপ্লোমা দুই সেমিস্টার এখন এক সেমিস্টার রেজাল্ট হইছে,দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাথী আবেদন করা জাবে কি।দ য়া করে জানাবেন
আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোন তথ্য জানানো হয় নি। ধন্যবাদ।
অাবেদনের সময় শেষ হওয়ার কত দিনের মধ্যে পরিক্ষা হয়?
পরীক্ষার দিন, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখনো এ বিষয়ের নিশ্চিত কোন তথ্য আমাদের হাতে নেই। ধন্যবাদ।
পোস্ট: কম্পিউটার ল্যাব অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে:
শিক্ষা বোর্ড হতে কমপিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ এস সি/ সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদে ডিপ্লোমা/সমমান । কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।
আমি Bsc in ETE(Electronic & Telecommunication Engineering) করেছি। আমি কি উক্ত পোস্টটিতে আবেদন করার যোগ্যতা রাখি?
এটা সম্ভবত কম্পিউটার রিলেটেড পোস্ট। Electronic & Telecommunication Engineering সনদ উক্ত পদের ক্ষেত্রে সমমান হবে কী-না, সে বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। ধন্যবাদ।
কিন্তু ETE/ECE/EEE/CSE ইত্যাদি সব কম্পিউটার রিলেটেড সাবজেক্ট।
The programs for Bachelor of Science (B.Sc.) in Electronics & Telecommunication Engineering (ETE), Computer Science & Engineering (CSE) and Electrical & Electronic Engineering (EEE) have been devoted to technical fields that fulfill the career aspiration.
ETE Subject’s Computer related Curriculum:
-Computer & Computer Application Lab
-Data Communication & Computer Networks
-Data Communication & Computer Networks lab
-Microprocessors & Computer Interfacing
-Microprocessors & Computer Interfacing lab
-Introduction to Computer Programming
-Introduction to Computer Programming lab
-Introduction to Telecommunication & Computer Engineering
-Computer Networks
-Computer Networks lab
-Network Operating System & Administration
Etc.
কিন্তূ আমি কনফিউশনে আছি যে
(শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে:
শিক্ষা বোর্ড হতে কমপিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ এস সি/ সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদে ডিপ্লোমা/সমমান । কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।)
উক্ত কম্পিউটার ল্যাব অপারেটর পোস্টটিতে এপ্লাই করতে পারবো কিনা।