মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ক্যাশিয়ার স্টোরকিপার পদের রেজাল্ট

মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (DSHE Job Circular 2022): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ক্যাশিয়ার/স্টোরকিপার পদের লিখিত (MCQ) পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ক্যাশিয়ার/স্টোরকিপার পদের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২

সদ্য সংবাদ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জনবল নিয়োগের জন্য ১০/১২/২০২১ তারিখে অনুষ্ঠিত “ক্যাশিয়ার/স্টোরকিপার” পদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখের এই পদের রেজাল্ট প্রকাশ করা হয়।

ক্যাশিয়ার/স্টোরকিপার পদের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরো জানুন:

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি 2022

কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২: Community Clinic Job 2022

৪৪ তম বিসিএস নিয়োগ সার্কুলার: পরীক্ষার সিলেবাস ও সময়সূচি

মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: যে পদগুলোতে জনবল নিয়োগ করা হবে

শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রদর্শকের পদ সহ গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক, ল্যাবরেটরি সহকারীর পদে লোক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

মাউশি নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো যে পদগুলো আছে তা হলো, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, গাড়িচালক, মেকানিক কাম ইলেক্ট্রিশিয়ান, বুক সর্টার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি।

(সকল পদের তালিকা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)

মাউশি অধিদপ্তর এর চলতি নিয়োগ সংক্রান্ত সতর্কতা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর চলতি নিয়োগ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

কিছু অসাধু লোক অনৈতিক পন্থায় নিয়োগ পেতে, বিভিন্ন প্রার্থীকে প্ররোচিত করছে বলে অধিদপ্তর জানতে পেরেছে।

অধিদপ্তর এই সকল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। কেবল বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়ার উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ করা হবে বলে তারা নিশ্চিত করেছেন।

মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর বিস্তারিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তর এর আওতাধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ নিয়োগ দেওয়া হবে।

রাজস্বখাতে শূন্যপদে বিপরীতে অস্থায়ী ভিত্তিতে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহে, বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

বিজ্ঞপ্তি সহ নিয়োগের সকল কার্যক্রমের তথ্য পাওয়া যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dshe.gov.bd হতে। এই আবেদন কেবলমাত্র অনলাইনে করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবেদন ১ নভেম্বর ২০২০ তারিখ হতে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত।

আবেদনকারীর বয়স ন্যূনতম (০১/১১/২০২০ তারিখে) ১৮ বছর, আর (২৫/০৩/২০২০ তারিখে) সর্বোচ্চ ৩০ বছর । প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্র ৩২ বছর।

কিছু পদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)

আবেদনের ফি- ১নং ক্রমিক হতে ২২ নং ক্রমিক পর্যন্ত টেলিটক ফি সহ মোট (১০০+১২)=১১২ টাকা।

২৩ হতে ২৭ নং পদের ক্ষেত্রে সর্বমোট (৫০+৬)=৫৬ টাকা।

DSHE Job Circular 2020: পদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

বিজ্ঞানের ১০ বিষয়ে প্রদর্শক নিয়োগ করা হবে।  শিক্ষাগত যোগ্যতা হলো, সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি।

গবেষণা সহকারী (কলেজ) পদের যোগ্যতা, শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের যোগ্যতা হলো, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/ডিগ্রি।

এছাড়া অন্যান্য পদের শিক্ষাগত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন)।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা কোটা সংরক্ষিত আছে। তাই কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা ভালোভাবে জেনে নিন।

মাউশি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর বিভিন্ন পদে আবেদন করার নির্দেশনা

Teletalk Bangladesh Ltd এর ওয়েবসাইট http://dshe.teletalk.com.bd এই লিংক ব্যবহার করে, অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন।

এবার উপরোক্ত ঠিকানা ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে আবেদন পাতায় যান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২০

মাউশি অধিদপ্তর এর আবেদন পাতায় গেলে উপরের ছবির মত দুটি লিংক দেখতে পাবেন। প্রথমটি ছবি আপলোড করা সংক্রান্ত নির্দেশনা। পরেরটি আবেদন ফরম। দ্বিতীয় লিংকে ক্লিক করলে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের তালিকা দেখা যাবে।

কাঙ্খিত পদে আবেদনের জন্য, পদের বাম পাশে রেডিও বাটনে টিক দিয়ে নিচের Next বাটনে ক্লিক করলে, পুরো আবেদন ফরম দেখা যাবে। এখানে সকল বক্সে তথ্য দিয়ে সবার শেষে Next বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় যেতে হবে।

এভাবে সকল তথ্য পূরণ করলে সবশেষে সাবমিট করে আবেদন পত্র প্রেরণ করতে হবে।

সতর্কতা: সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজ-পত্র যুক্ত করে আবেদনপত্র প্রেরণ করুন। ভুল ও অসত্য তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবার চাকুরী কালীন সময়ে অসত্য তথ্য দেওয়ার কথা প্রকাশ হলে, নিয়োগ বাতিল করা হবে বলে- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাউশি সার্ভার অধিক ব্যস্ত থাকে এমন সময়ে আবেদন পাঠানো থেকে বিরত থাকুন। খুব সকালে বা রাতের দিকে নিরিবিলি পরিবেশে, বুঝেশুনে আবেদন ফরম পূরণ করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের কোন বিষয়ে খটকা লাগলে, অপর প্রতিযোগী বা এ বিষয়ে জানেন- এমন ব্যক্তির সাথে আলোচনা করুন।

আরো পড়ুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট) ডাউনলোড ২০২২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। তারপর প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করুন।

মনে রাখবেন ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গন্য হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ (২)

উপরে সংযুক্ত বিজ্ঞপ্তি পড়তে অসুবিধা হলে, মাউশি অধিদপ্তরে প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে এখানে ক্লিক করুন

আরো জানুন:

Education Ministry Notice Board | শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

www.dshe.gov.bd – Teacher MPO Update: কীভাবে দেখবেন?

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

সবশেষ আপডেট: ১৩/০৯/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১১:৫৫ অপরাহ্ন।

“মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ক্যাশিয়ার স্টোরকিপার পদের রেজাল্ট”-এ 57-টি মন্তব্য

    • নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স বের করুন। এবার দেখুন আপনার বয়স কত হচ্ছে। ৩০ বছরের বেশী হলে আবেদন করতে পারবেন না। ধন্যবাদ।

    • নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী বলা হয়েছে। আপনার কি স্নাতক পর্যায়ে বিষয়টি আছে?
      ধন্যবাদ।

    • আপনার প্রশ্নে উপস্থাপিত বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি। আবেদন শুরু হতে এখনো কয়েকদিন বাকি আছে। বিষয়টি নিয়ে সামনের দিকে আলোচনা হতে পারে।
      তবে সকল পদের পরীক্ষা একই দিনে হলে, একাধিক পদে আবেদন করার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ।

    • এ বিষয়ে নিশ্চিত তথ্য আমাদের জানা নেই। তবে প্রচলিত চাকুরীর নিয়োগের মত একটাও একটা নিয়োগ পরীক্ষা। সিলেবাস বিষয়ে জানতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।

    • মাউশি নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কীত কোন তথ্য নেই। তাই এ বিষয়ে আমরা কোন নিশ্চিত তথ্য দিতে পারবো না। আপনি বইয়ের বাজারে গিয়ে খোঁজ করুন। তারা হয়তো কোন নির্দেশনা দিতে পারবে। ধন্যবাদ।

    • আপনার প্রশ্নের নিশ্চিত কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি বাইয়ের দোকানে গিয়ে এ বিষয়ের কোন বই-পত্র বেরিয়েছে কী-না, তা দেখুন। ধন্যবাদ।

    • গবেষণা সহকারী (কলেজ) পদটির যোগ্যতায় একটি অপশনে ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রির কথা বলা হয়েছে। এই ডিপ্লোমা বলতে বিএড সনদকে বুঝায় কী-না, তা একটু জানার চেষ্টা করুন। আপনি আপনার বিএড কলেজে কর্তৃপক্ষদের নিকট থেকে বিষয়টি জানার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।

    • মাউশি বিজ্ঞপ্তিতে অনুসারে ১৮ ও ২১২ নম্বর পদ দুটি ভিন্ন। বিজ্ঞপ্তিতে কম্পিউটার বিষয়ের কোন তথা উল্লেখ করা নাই। আর একই দিনে পরীক্ষা হলে দুটি পদে আবেদন করলে সমস্যা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তেমন কোন উল্লেখ নাই। ধন্যবাদ।

  1. লাইব্রিয়ান ডিপ্লোমা দুই সেমিস্টার এখন এক সেমিস্টার রেজাল্ট হইছে,দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাথী আবেদন করা জাবে কি।দ য়া করে জানাবেন

    জবাব
  2. পোস্ট: কম্পিউটার ল্যাব অপারেটর।
    শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে:
    শিক্ষা বোর্ড হতে কমপিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ এস সি/ সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদে ডিপ্লোমা/সমমান । কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।
    আমি Bsc in ETE(Electronic & Telecommunication Engineering) করেছি। আমি কি উক্ত পোস্টটিতে আবেদন করার যোগ্যতা রাখি?

    জবাব
    • এটা সম্ভবত কম্পিউটার রিলেটেড পোস্ট। Electronic & Telecommunication Engineering সনদ উক্ত পদের ক্ষেত্রে সমমান হবে কী-না, সে বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। ধন্যবাদ।

  3. কিন্তু ETE/ECE/EEE/CSE ইত্যাদি সব কম্পিউটার রিলেটেড সাবজেক্ট।
    The programs for Bachelor of Science (B.Sc.) in Electronics & Telecommunication Engineering (ETE), Computer Science & Engineering (CSE) and Electrical & Electronic Engineering (EEE) have been devoted to technical fields that fulfill the career aspiration.
    ETE Subject’s Computer related Curriculum:
    -Computer & Computer Application Lab
    -Data Communication & Computer Networks
    -Data Communication & Computer Networks lab
    -Microprocessors & Computer Interfacing
    -Microprocessors & Computer Interfacing lab
    -Introduction to Computer Programming
    -Introduction to Computer Programming lab
    -Introduction to Telecommunication & Computer Engineering
    -Computer Networks
    -Computer Networks lab
    -Network Operating System & Administration
    Etc.
    কিন্তূ আমি কনফিউশনে আছি যে
    (শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে:
    শিক্ষা বোর্ড হতে কমপিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচ এস সি/ সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদে ডিপ্লোমা/সমমান । কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে।)
    উক্ত কম্পিউটার ল্যাব অপারেটর পোস্টটিতে এপ্লাই করতে পারবো কিনা।

    জবাব
    • এখন পর্যন্ত মাউশি নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি। পরীক্ষা সম্পর্কে আপডেট তথ্য পেতে অনলাইনে যুক্ত থাকুন। আজ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ।

    • অধুিদপ্তরে নোটিশ বোর্ডে চোখ রাখুন। অথবা বিডি এডুকেটর ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই সে সংবাদ প্রকাশ করেবে। তাই নিয়মিত খোঁজ রাখুন। ধন্যবাদ।

  4. আগে অফিস সহায়ক পদের পরীক্ষা হইলো পড়ে স্টোর কিপার পদের পরীক্ষা হইলো।রেজাল্ট আগে স্টোর কিপার পদের দিলো।অফিস সহায়ক পদের রেজাল্ট কবে দিবে জানেন কি

    জবাব

মন্তব্য করুন