ভোকেশনাল (এসএসসি-দাখিল) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৩

২০২৩ সালের কারিগরি বোর্ড এসএসসি-দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের দশম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা সকল বিষয়, পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে, বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভোকেশনাল (এসএসসি-দাখিল) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৩ হবে সকল বিষয় ও পূর্ণ নম্বরে

২০২৩ সালের অনুষ্ঠিতব্য এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের দশম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা সকল বিষয় ,পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ড খেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, এসএসসি-দাখিল (ভোকেশনাল) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সম্পর্কে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

কারিগরি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌ. ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ২০২৩ সালের ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো জানুন:

কারিগরি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের জরুরী নোটিশ

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করবেন যেভাবে

এ বিষয়ে বিস্তারিত জানুন কারিগরি বোর্ড প্রকাশিত নোটিশ থেকে।

এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৩

যে কারণে ভোকেশনাল দশম শ্রেণির সমাপনী পরীক্ষা হবে সকল বিষয় ও পূর্ণ নম্বরে

কারিগরি বোর্ড থেকে প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, ২০২৩ সালের ভোকেশনাল পরীক্ষার বিষয়, পূর্ণ নম্বর ও সময় নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ভোকেশনালের নবম শ্রেণির পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিলো। কারণ করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি হয়েছিলো।

তবে ২০২৩ সালের দশম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা শিক্ষা বর্ষপঞ্জি মোতাবেক পূর্ণ সময় পাওয়ায় শিখন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে। তাই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পূর্ণ বিষয় ও সিলেবাসে অনুষ্ঠিত হবে।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা পৃথক পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

এক্ষেত্রে ২০২৩ সালের ভোকেশনাল দশম শ্রেণির পরীক্ষা সকল বিষয়, পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হতে কোন বাঁধা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২৩ সালে অনুষ্ঠিতব্য ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে মেয়ার করুন।

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস, সকল বিষয়ে

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

“ভোকেশনাল (এসএসসি-দাখিল) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৩”-এ 6-টি মন্তব্য

  1. প্রথমে বলা হয়েছে পূর্ণ বিষয় ও সিলেবাসে পরীক্ষা হবে আবার নিচে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের শর্ট সিলেবাসে হবে
    তাহলে আমার প্রশ্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে?

    জবাব
  2. ভোকেশনাল শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৩ এ কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ?
    না ফুল সিলেবাসে হবে? স্পষ্ট করে বলুন।
    শর্ট সিলেবাস না ফুল সিলেবাস।

    জবাব

মন্তব্য করুন