September MPO 2022: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন ।
September MPO 2022: এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার খবর
সূচীপত্র...
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের এমপিও আপডেটের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে ২৯ সেপ্টেম্বর, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।
সবশেষ ৪ অক্টোবর, কারিগরি অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি এক মাস পরপর শিক্ষা অধিদপ্তর সমূহে, শিক্ষক-কর্মচারীগণের নতুন এমপিওভুক্তি, ইনডেক্সধারীদের পদোন্নতি সহ উচ্চতর স্কেল প্রাপ্ত হন।
আরো জানুন:
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করবেন যেভাবে
নতুন শিক্ষাক্রম অনুসারে স্কুল শিক্ষকদের বিষয় নির্বাচন করবেন যেভাবে
মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফাস্ট এইড পার্ট-১ প্রশিক্ষণ করার নিয়ম জানুন
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিও প্রকাশ করা হয়েছে। একই সাথে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৬/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
বেতনের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২২৩ তারিখ ২৯-৯-২০২২ খ্রিষ্টাব্দ।
মাদ্রাসা সেপ্টেম্বর এমপিও শিট ২০২২ (September Madrasah MPO Sheet 2022)
নিচের লিংক থেকে সেপ্টেম্বর মাসের মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করুন।
সেপ্টেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ শিক্ষকদের বেতনের চেক হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৬/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৮০৮৪/৪ তারিখ : ২৯-০৯-২০২২।
স্কুল-কলেজের বেতন-ভাতা ছাড়ের নোটিশ দেখুন।
স্কুল-কলেজ সেপ্টেম্বর মাসের এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1lJyr6Yn-0nzcmRuwxlFhbW-IF_b92gpF?usp=sharing
সেপ্টেম্বরে এমপিওতে স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ৫৪৯ জনকে এমপিওভুক্ত করেছে মাউশি অধিদপ্তরের এমপিও কমিটি।
একই সাথে স্কুল-কলেজের ১০ হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৮০৪ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভায় এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল ও বিএড স্কেল প্রদান করা হয়।
১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে মাউশি অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। এমপিও সভায় কর্মকর্তারা সশরীরে অংশ নেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
কারিগরি শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তরে, কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিও ও বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।
৪ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে বেতন-ভাতার চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১১/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৬২৯,১৬৩০,১৬৩১,১৬৩২ তারিখ : ৩-১০-২০২২।
নিচের লিংক থেকে কারিগরির সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক হস্তান্তরের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
আরো দেখুন:
ভোকেশনাল (এসএসসি-দাখিল) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৩
কারিগরি বিএমটি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পর্কে বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি সুপারিশে কমিটি গঠন
তথ্যসূত্র-
মাদরাসা র সহকারি শিক্ষকদের ১৬ বছর পূতিতে উচ্চতর স্কেল প্রাপ্তি খবরাখবর জানতে চাই ।
কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের ১০ম কোড হতে ৯ম কোডে যারা উচ্চতর স্কেল পেয়েছেন তাদের অনেক কষ্টের অর্জিত ইনক্রিমেন্ট কেন কর্তন করা হল অথচ স্কুলে কর্তন করা হচ্ছেনা (এখানে কেন বৈষম্য) তা জানাইলে খুশি হব।