কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এসএসসি-দাখিল ভোকেশনালে?

কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষায়, যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না তার তালিকা প্রকাশ করেছে।

কারিগরি বোর্ড স্কুল-মাদ্রাসার এসএসসি-দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের তিন বিষয় বাদ দিয়ে, পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি চুড়ান্ত করেছে।

২০২২ সালের কারিগরি বোর্ডের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হবে

২০২২ সালের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার বিষয় কমিয়ে, অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয় সংখ্যা সুনির্দিষ্ট করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে বিষয় বাদ দেওয়া সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, তিনটি বিষয় বাদ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, গত কিছুদিন যাবৎ এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে পরীক্ষা অনুষ্ঠানের আলোচনা চলছিলো।

সবশেষ কারিগরি বোর্ডের প্রকাশিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার বিষয় কমানো (বাদ দেওয়ার) বিষয়টির চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

আরো জানুন:

এসএসসি সমমান পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য জানুন

এইচএসসি সমমান পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর

এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় যেসব বিষয় বাদ দেওয়া হয়েছে

কারিগরি শিক্ষা বোর্ড স্কুল মাদ্রাসার ভোকেশনাল পরীক্ষার তিনটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাদ দেওয়া বিষয় ছাড়া সিলেবাসের অন্য সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় যেসব বিষয় বাদ দেওয়া হয়েছে তার তালিকা দেখুন।

১. এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ধর্ম ও নৈতিক শিক্ষা-২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ ও কম্পিউটার এ্যাপ্লিকেশন-২।

২. দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের হাদীস শরীফ ও ফিকাহ্‌-২, আরবী-২ ও কম্পিউটার এ্যাপ্লিকেশন-২।

উপরোক্ত বিষয় বাদে অন্য সকল বিষয়ের পরীক্ষা বোর্ড প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিচের বিজ্ঞপ্তি হতে বিষয় বাদ দেওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন।

এসএসসি-দাখিল পরীক্ষার বিষয় বাদ দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

কারিগরি বোর্ড ইতোমধ্যে ভোকেশনালের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। কারিগরি বোর্ডের ভোকেশনাল সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের প্রয়োজন হলে, নিচের প্রতিবেদন থেকে সংগ্রহ করুন।

কারিগরি বোর্ডের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার বিষয় কমানোর পাশাপাশি, প্রশ্নের পূর্ণমান ও সময় কমানোর বিষয়ের আলোচনা চলছে।

আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভোকেশনাল পরীক্ষার প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হবে। আমরা এ বিষয়ে নতুন কোন তথ্য পেলে এই প্রতিবেদনে জানাবো।

২০২২ সালের এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সম্পর্কে আরো জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এসএসসি-দাখিল ভোকেশনালে?”-এ 1-টি মন্তব্য

  1. পেতে চাই….
    2023 সালের এসএসসি ভোকেশনাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ এর্ং ২ এর সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার মান বন্টন।
    2023 সালের এসএসসি ভোকেশনাল কম্পিউটার এ্যাপ্লিকেশন ১ এর্ং ২ এর সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার মান বন্টন।

    জবাব

মন্তব্য করুন